সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিম্নবর্ণিত শূন্য পদে লােকবল নিয়ােগ/প্যানেল প্রস্তুতের নিমিত্তে আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত যােগ্যতা ও শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন পত্র আহবান জানিয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।
Sylhet Palli Bidyut Samiti job circular 2022
পদের নাম: সহকারী ক্যাশিয়ার (মহিলাদের জন্য সংরক্ষিত)
বয়স: ২৫/০৯/২০২২ খ্রিঃ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযােদ্ধা কোলীল টার প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর ।
বেতন-স্কেল: পবিস বেতন কাঠামাে-২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৮,৩০০/- হতে ৪৬,২৪০/- এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২
পদের নাম: অফিস সহায়ক
বয়স: ২৫/০৯/২০২২ খ্রিঃ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ ছর হতে সর্বোচ্চ ৩০ বছর, তবে মুক্তিযােদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর
বেতন-স্কেল: পবিস বেতন কাঠামাে- ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৫,৫০০/- হতে ৩৯,১৭০/- এবং নিয়ম অনুযায়ী বাড়ী | ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
Sylhet Palli Bidyut Samiti job circular 2022
আবেদন যেভাবেঃ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েবসাইট http://pbs1.sylhet.gov.bd হতে আবেদন ফরম (পমাসপ-১১০-০০২, ভার্সন-০১) ডাউনলােড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী ২৫/০৯/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে আবেদন করতে হবে ।
পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
গােটাটিকর, কদমতলী, সিলেট। টেলিফোনঃ ০৮২১ ৮৪০০৩১, ওয়েব সাইটঃ pbs1.sylhet.gov.bd, ইমেইলঃ sy_pbs1@yahoo.com
আবেদন ফরম (সহকারী ক্যাশিয়ার ও অফিস সহায়ক) সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য এই ওয়েব সাইট দেখার জন্য অনুরােধ করা হলাে।
আবেদনের সময়সীমাঃ ২৫/০৯/২০২২ তারিখ ।