The news is by your side.

এসআই পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি যেভাবে নিবেন

এসআই পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি : বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২১–এর চলমান শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা ১৯ ডিসেম্বর সম্পন্ন হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা আগামী ৩ থেকে ৫ জানুয়ারি ২০২২ তারিখ নির্ধারিত ছিল। পরীক্ষার এই তারিখ ও সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। ( লেখক :মৃদুল মিত্র, উপপরিদর্শক, বাংলাদেশ পুলিশ )

এসআই পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি | এস আই লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন লিখিত পরীক্ষা আগামী ৮ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ও ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা আগামী ১০ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এস আই লিখিত পাশ নম্বর

বাংলায় ৫০ নম্বরের পরীক্ষা হয়।
রচনায় ১৫ নম্বর
ভাবসম্প্রসারণে ১০
এককথায় প্রকাশে ৫
অর্থসহ বাক্য রচনায় ৫
বাংলা অনুবাদে ১৫ নম্বর।

পাঠ্যবইয়ে অনেক রচনা আছে। সব রচনা মুখস্থ করা সম্ভব নয়। সাম্প্রতিক বিষয়, পুলিশ, মুক্তিযুদ্ধবিষয়ক রচনাগুলো যেমন; বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা, এসডিজি, মেট্রোরেল, নারীর ক্ষমতায়ন বেশি গুরুত্ব দিতে হবে।

See also  বন অধিদপ্তরে একাধিক পদে চাকরি, আবেদন অনলাইনে

এস আই নিয়োগ প্রস্তুতি

রচনা লিখতে পারার অভ্যাস গড়তে হবে। এ জন্য বাসায় পড়ার পাশাপাশি লেখার অনুশীলন করতে হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ব্যাকরণ বইগুলো পড়া যেতে পারে।

ইংরেজিতেও ৫০ নম্বর বরাদ্দ থাকে।

সমসাময়িক বিষয়ের ওপর রচনায় ১৫ নম্বর
প্রিপজিশন ৫ নম্বর
ইংরেজি বাগ্​ধারা ৫ নম্বর
লেটার বা আবেদনপত্র ১০ নম্বর
অনুবাদে ১৫ নম্বর থাকে।

এস আই নিয়োগ প্রশ্ন

যেকোনো চাকরির পরীক্ষায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ ইংরেজিতে দুর্বলতা। এসআই লিখিত পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে হলে কম্পোজিশনে গুরুত্ব দিতে হবে। গ্রামার অংশের জন্য পড়তে হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির গ্রামার বইগুলো। Tense, Number, Person, Right form of verbs এই অধ্যায়গুলো চর্চা করলে ইংরেজিতে ভালো করা যাবে।

গণিতে ৫০ নম্বর বরাদ্দ রয়েছে।

এখানে গসাগু, লসাগু, ভগ্নাংশ, সরলীকরণ, ঐকিক, গড়, অনুপাত ও সমানুপাত, শতকরা ও লাভ-ক্ষতি, সুদকষা, পরিমাপ, ক্ষেত্র ইত্যাদি থেকে সাধারণত প্রশ্ন আসে। গণিতের প্রস্তুতির জন্য সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির পাঠ্যবই অনুশীলন করলে প্রস্তুতি পাকাপোক্ত হবে। গণিতে ভালো করার জন্য সুদকষা, দূরুত্ব, লাভ-ক্ষতি, অনুপাত, পরিমিতি ও বৃত্ত অংশ বেশি করে পড়তে হবে।

সাধারণ জ্ঞান অংশে মোট নম্বর ৫০।

সংক্ষিপ্ত প্রশ্নে ১০ নম্বর
টীকায় ১০ নম্বর
রচনামূলক প্রশ্নে ৩০ নম্বর

এস আই লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

তবে ইদানীং রচনামূলক প্রশ্ন দুটি দিয়ে ছোট প্রশ্ন ৫টি দেওয়া হয়, যার মানও থাকে ১০। ভাষা আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ, সংবিধান, জাতীয় চার নেতা, সরকারব্যবস্থা, আইনসভা, বিচার বিভাগ, কৃষি-শিল্প-বাণিজ্য, জাতীয় অর্জনসমূহ, বর্তমান ঢাকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পদ্মা সেতু, বিদ্যুৎ প্রকল্প, নারী অধিকার, স্যাটেলাইট, বঙ্গবন্ধুর লেখা বই, সাহিত্য ও চর্যাপদ, সুন্দরবন, জাতীয় পতাকা-ফল-প্রতীক-সংগীত, লোকসঙ্গীতশিল্পী, কক্সবাজার ও পর্যটনকেন্দ্র, ভিশন-২০২১, উপজাতি এবং সাম্প্রতিক বিষায়াবলির জন্য প্রথমা প্রকাশনীর ‘চলতি ঘটনা’র বিকল্প নেই।

See also  পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ ২০২১ | পটুয়াখালী টিটিসি নিয়োগ ২০২১
slider
পরিবর্তিত পদ্ধতিতে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি (০৪ ডিসেম্বর ২০২১খ্রি.) ছবিঃ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট

আন্তর্জাতিক প্রশ্নের জন্য বিখ্যাত ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদ্রোহী ব্যক্তিত্ব, বৈশ্বিক পরিবেশ, চিকিৎসা বিজ্ঞান, রোবট, আন্তর্জাতিক স্থল-নদীবন্দর, হিটলার (যুদ্ধ, উক্তি, মৃত্যু) বিজ্ঞানী, আবিষ্কারক, নেতা, বিখ্যাত ভাষণ, অর্থনৈতিক প্রতিষ্ঠান/জোট, জাতিসংঘ, রোগ, মহামারি, আন্তর্জাতিক সংগঠন, বিখ্যাত চুক্তি, বিশ্বযুদ্ধ, গোয়েন্দা সংস্থাসহ সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি টপিক ধরে ধরে যেকোনো একটি বই থেকে পড়বেন। দৈনন্দিন বিজ্ঞান, বিখ্যাত বিজ্ঞানী ও তাঁদের আবিষ্কার, শক্তি (কাজ, শব্দ, গতি, বিদ্যুৎ, চৌম্বক ইত্যাদি), মহাকর্ষ, গতিবেগ, রশ্মি, তরঙ্গ, প্রতিফলন-প্রতিবিম্ব-বিচ্ছুরণ-বিক্ষেপণ, মৌলিক বর্ণ, রংধনু, ইলেকট্রন-প্রোটন, পৃথিবীপৃষ্ঠে পাহাড়ে রান্না/বায়ুর চাপ ইত্যাদি বিষয়ে ধারণা নিতে হবে।

বাংলাদেশ পুলিশ এস আই পদের লিখিত পরীক্ষার প্রশ্ন

মনস্তত্ত্ব বিষয়ে ৫০ নম্বরের জন্য ভাষা ও সাহিত্য, সাদৃশ্য বিচার, সাংকেতিক বিন্যাস বা পুনর্বিন্যাস, সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়, অসম্ভাব্যতা বিচার, বর্ণবিন্যাস ও শব্দ গঠন ভালোভাবে পড়তে হবে। এ ছাড়া গাণিতিক যুক্তি, জ্যামিতির মৌলিক বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধের খুঁটিনাটি সব বিষয়ে জানতে হবে।

এসআই পদের লিখিত পরীক্ষার প্রস্তুতি, এস আই লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান, এস আই নিয়োগ গাইড pdf, এস আই লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান, si job exam question, “Keyword” “sub inspector question papers bangladesh” “sub inspector exam question paper 2020” “sub inspector exam question 2021” “si question paper 202001 pdf” “si exam questions pdf” “bangladesh police si exam question 2022” “bd police exam questions and answers pdf” “bangladesh police exam question” “Keyword” “পুলিশ নিয়োগ গাইড pdf” “ওরাকল এস আই নিয়োগ গাইড pdf” “খাদ্য অধিদপ্তরে নিয়োগ গাইড pdf download” “এস আই পরীক্ষার প্রশ্ন pdf” “এস আই নিয়োগ যোগ্যতা” “বিজিবি ভর্তি গাইড pdf”

এসআই নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন : জানতে এখানে প্রবেশ করুন

See also  বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BEPZA Job Circular 2022

পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ ২০২১

আবেদন শেষ তারিখ: ০৪ নভেম্বর, ২০২১

আবেদন শুরু তারিখ: ০৮ অষ্টোবর, ২০২১

আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ৩ পদে ৫ জনের চাকরির সুযোগ