The news is by your side.

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : (Mohammadpur Preparatory School Admission Circular 2023) একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি-২০২২-২৩ প্রকাশ করেছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ । মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ ভর্তির সকল ক্ষেত্রে সরকারি বিধি প্রযোজ্য হবে ।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

অনলাইনে অথবা টেলিটক, বিকাশ, নগদ, শিওর ক্যাশ, রকেট-এ এসএমএস করে অথবা সোনালী ব্যাংকের মাধ্যমে ভর্তির আবেদন ফি প্রদান করা যাবে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা

বিভাগজিপিএ (বালিকা শাখা)জিপিএ (বালক শাখা)
বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন৪.৭৫ (বাংলা), ৪.৫০ (ইংরেজি)৪.৫০
ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন৩.০০৩.০০
মানবিক বিভাগ: বাংলা মাধ্যম, বালিকা শাখা২.৭৫৩.০০
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভর্তি তথ্য ২০২৩

আবেদন পদ্ধতি: আবেদনের ক্ষেত্রে শিফট অপশনে বাংলা মাধ্যমের ক্ষেত্রে Morning (M) এবং ইংলিশ ভার্সনের ক্ষেত্রে Day (D) নির্বাচন করে আবেদনকারীকে SMS বা অনলাইনে (www.xiclassadmission.gov.bd) আবেদন করতে হবে।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে আবেদনের জন্য কলেজ ক্যাম্পাসে অবস্থিত হেল্প ডেস্কের সহযোগিতা নেয়া যাবে।

শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত। অত্যাধুনিক বিজ্ঞানাগার এবং শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক আইসিটি ল্যাব। প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক পাঠদান। অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার সুবিধা রয়েছে।

বালিকা শাখা: ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

বালক শাখা: ৩/৩ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

কলেজ কোড: ১২০৪ EIIN : 132107
কলেজ ওয়েবসাইট: www.mpsc.edu.bd
ই-মেইল: mphss08@yahoo.com

আবেদনের সময়সীমা: ০৮/১২/২০২২ থেকে ১৫/১২/২০২২ পর্যন্ত (১ম পর্যায়ে)।

See also  এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২ | How to Check SSC Results 2022