Dhaka South City Corporation Exam Result 2021 : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৪ পদে ১১ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রোল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরিক্ষার সূচি প্রকাশ ।
Dhaka South City Corporation Exam Result 2021
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (পুর), সহকারী প্রকৌশলী (যান্ত্রিক), উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এবং উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ১১ ডিসেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় নিম্নোক্ত রােল নম্বরধারী প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ পরীক্ষার ফলাফল নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ পরীক্ষার ফলাফল
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
মৌখিক পরীক্ষার নির্বাচিত প্রার্থীদের রােল নম্বর : ১৫০০০০৯, ১৫০০০১৯, ১৫০০০৬৪, ১৫০০০৮৫, ১৫০০০৮৬= ৫ জন।
পরিক্ষার তারিখ : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার সকাল ১১টায় ।
স্থান : মেয়র উইং সভাকক্ষ নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ।
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
নির্বাচিত প্রার্থীদের রােল নম্বর : ১৪০০১৮৯ ,১৪০০১৯০, ১৪০০১৯৬, ১৪০০২২০ ১৪০০২৩৭ ১৪০০২৭৫, ১৪০০২৮০, ১৪০০৩৭৩ =৮ জন।
পরিক্ষার তারিখ : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, সকাল ১১টায় ।
পরীক্ষার স্থান : মেয়র উইং সভাকক্ষ নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ।
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (পুর)
মৌখিক পরীক্ষার নির্বাচিত প্রার্থীদের রােল নম্বর : ১১০০০৫৩, ১১০০১৫৩, ১১০০১৭৩, ১১০০১৯৫, ১১০০২১৯, ১১০০২৩৪, ১১০০২৭৬, ১১০০২৯৩, ১১০০৩০৪, ১১০০৩১৭, ১১০০৩৩৪, ১১০০৩৭৩, ১১০০৪৯০, ১১০০৫৮৪, ১১০০৫৮৬, ১১০০৬৩৯ ১১০০৬৯২, ১১০০৭৭৩ = ১৮ জন।
পরিক্ষার তারিখ : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, দুপর ২টায় ।
পরীক্ষার স্থান : মেয়র উইং সভাকক্ষ নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ।
পদের নাম : উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
মৌখিক পরীক্ষার নির্বাচিত প্রার্থীদের রােল নম্বর : ১২০০০৫১, ১২০০০৬৭, ১২০০১০৪, ১২০০১১২, ১২০০১৪২, ১২০০১৫৬ =০৬জন ।
পরিক্ষার তারিখ : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, দুপর ২টায় ।
পরীক্ষার স্থান : মেয়র উইং সভাকক্ষ নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মৌখিক পরীক্ষা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে বিষয়গুলো অনুসরণ করতে হবে : সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদ এর মূল কপি প্রদর্শন করতে হবে।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃত সত্যায়িত সকল সনদপত্রের একসেট ফটোকপি এবং Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি দাখিল করতে হবে; সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মৌখিক পরীক্ষার তারিখ
পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে যথাস্থানে উপস্থিত থাকতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।