The news is by your side.

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | www.seheobd.org

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: ( SEHEO NGO Job Circular 2022) বেসরকারী স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান সােসিও ইকোনােমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন SEHEO/সিও, ঝিনাইদহ।  জাতীয় পর্যায়ের একটি বেসরকারী স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে দরিদ্র জনগােষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ঋণ কর্মসূচী অন্যতম। সংস্থার প্রধান কার্যালয় সহ কর্ম এলাকা সম্প্রসারণের জন্য ঋণ কর্মসূচীতে দীর্ঘসময় যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যােগ্য ও পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্তের আহব্বান জানিয়ে সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে।

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত পদে নিয়োগ পেতে আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই প্রতিযোগীতা মূলক চাকরি যুদ্ধে অংশ নিন । BD Job Posting Sites : Sherajobs.com থেকে আবেদন পদ্ধতি প্রয়োগ করার পর পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেয়া হলো।

এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ - এনজিওর চাকরি ২০২২

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022

সিও এনজিও চাকরির সুবিধা সমুহ: নিয়ােগ প্রাপ্তগণদের পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল, মােবাইল বিল ও আবাসিক সুবিধা প্রদান করা হবে। শিক্ষানবিশকাল সন্তোষজনক ভাবে শেষ হলে স্থায়ী করণ করা হবে। চাকুরী স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ, গ্রাচুইটি, মৃত্যু বা দূর্ঘটনা ঝুঁকি, কর্মী কল্যাণের সুবিধা, ২টি উৎসব বােনাস, মােটর সাইকেল ও ল্যাপটপ ঋণ সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

SEHEO NGO Job Circular 2022

আবেদন ফি: ক্রমিক নম্বর ১ থেকে ৩ নম্বর পর্যন্ত ৩০০/-টাকা, ৪ থেকে ৯ নম্বর পর্যন্ত ২০০/-টাকা, এবং ১০ থেকে ১৬ নম্বর পদে ১০০/-টাকা, সিও, সােনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর ২৪০৭০০১০৩৭০৭৪ অথবা সিও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর ২০৫০১৭৫০১০০০৫৭০১২ এ রেজিষ্টেশন ফি অন লাইনের মাধ্যমে জমা করতে হবে ।

See also  বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Engineer, Service Operations bKash Ltd.

আবেদনের ঠিকানা: আবেদন পত্র আগামী ১০/১১/২০১২ইং তারিখের মধ্যে পরিচালক – মানবসম্পদ বিভাগ “সিও টাওয়ার সার্কিট হাউজ রােড, চাকলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০ বরাবর স্বহস্তে লিখিত আবেদন পত্র সরাসরি/ডাকযােগে পৌছাতে হবে।

www.seheobd.org

সিও এনজিও নিয়ােগ সংক্রান্ত তথ্য দেখা যাবে www.seheobd.org, www.facebook.com/seheo, নিয়ােগ পরীক্ষার জন্য যােগাযােগের মাধ্যম টেলিফোন ০২৪৭৭৭৪৭০২৯/০২৪৭৭৭৪৭০৩০, মােবাইল নম্বর ০১৯০৭-০৯৪০৫২১৯০৭-০৯৪০৫৩।

Read More From Best Jobsপপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | www.popibd.org