ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
Hotel Management Courses in Bangladesh - National Hotel & Tourism Training Institute
ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : National Hotel & Tourism Training Institute ন্যাশনাল হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ পর্যটন করপোরেশন (সরকারী পর্যটন সংস্থা) ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে ।
ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
দেশে-বিদেশে হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রেস্তোরাঁ, ফাস্ট ফুড শপ, বেকারী, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, বিমান সংস্থাসহ পর্যটন শিল্প ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নিম্নবর্ণিত বিষয়ে ১৮ সপ্তাহ মেয়াদী ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনে আহ্বান জানিয়েছে।
হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্সের নাম
কোর্সের নাম: ট্রাভেল এজেন্সি এ্যান্ড ট্যুর অপারেশন্স
কোর্স কোড: TATO – 118 / 2023)
কোর্স ফি: ৩৫,০০০/- টাকা।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ০১-০২-২০২৩ সকাল : ১০:০০টা
বিবরণ: এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানসমূহ পরিচালনা এবং এয়ারলাইন্স টিকেটিং ও এয়ারলাইন্স ফেয়ার ক্যালকুলেশন অন্তর্ভুক্ত বিষয়াদি।
কোর্সের নাম: ফ্রন্ট অফিস এ্যান্ড সেক্রেটারিয়্যাল অপারেশন্স
কোর্স কোড: FO – 122 / 2023
কোর্স ফি: ৩০,০০০/- টাকা
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ০১-০২-২০২৩ সকাল : ১০:০০টা
বিবরণ:হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অভ্যর্থনা সহ ফ্রন্ট অফিসের যাবতীয় কার্যাবলী।
কোর্সের নাম: হাউজকিপিং এ্যান্ড লন্ড্রী অপারেশন্স
কোর্স কোড: HKL – 116/2023
কোর্স ফি: ৩০,০০০/- টাকা।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ০১-০২-২০২৩ সকাল : ১০:০০টা
বিবরণ: হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কক্ষ সাজ-সজ্জা, বেড তৈরী, ক্লিনিং, লন্ড্রী সার্ভিস, হাইজিন এ্যান্ড স্যানিটেশন ।
কোর্সের নাম: ফুড এ্যান্ড বেভারেজ সার্ভিস
কোর্স কোড: FBS – 135/2023
কোর্স ফি: ৩৫,০০০/- টাকা।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ০২-০২-২০২৩ সকাল : ১০:০০টা
বিবরণ: হোটেল, মোটেল ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুযায়ী রেস্তোরাঁ প্রিপারেশন, টেবিল সেট-আপ, খাদ্য ও পানীয় পরিবেশনের কলাকৌশল প্রশিক্ষণ দেয়া হয় ।
কোর্সের নাম: ফুড এ্যান্ড বেভারেজ প্রোডাকশন (শেফ )
কোর্স কোড: FBP – 155/2023 & 156/2023
কোর্স ফি: ৪৫,০০০/- টাকা।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ০২-০২-২০২৩ সকাল : ১০:০০টা
বিবরণ: হোটেল, মোটেল ও রেস্তোরাঁ পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক মান পদ্ধতি অনুযায়ী দেশী- বিদেশী খাবার-পানীয় প্রস্তুত, ডেকোরেশন ও পরিবেশন এবং স্টোরিং, কস্টিং পারচেইজিং সহ সম্পৃক্ত বিষয়াদি।
কোর্সের নাম: বেকারী এ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন
কোর্স কোড: BPP – 108/2023
কোর্স ফি: ৩৫,০০০/- টাকা।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ০২-০২-২০২৩ সকাল : ১০:০০টা
বিবরণ: হোটেল, মোটেল ও আধুনিক মানসম্পন্ন ফাস্ট ফুড শপ ও বেকারী পরিচালনার ক্ষেত্রে কেক, পেস্ট্রি, ব্রেড, কুকিজ প্রস্তুত প্রণালী।
Hotel Management Courses in Bangladesh
বৈশিষ্ট্য : আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব, আন্তর্জাতিকমানের কোর্স কারিকুলাম, দেশে ও বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রশিক্ষকবৃন্দ, প্রতিদিন ১ ঘন্টা করে বিষয়ভিত্তিক ইংরেজী ক্লাস, বেসিক কম্পিউটার প্রশিক্ষণ * কৃষ্টি ও সংস্কৃতি বিষয়ে পাঠদান। ফরোয়ার্ড লিংকেজ এর মাধ্যমে এটাচমেন্ট ও প্রশিক্ষণার্থিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সরকারী তত্ত্বাবধানে বিদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
Hotel Management – Opportunities
অফিস চলাকালীন সময়ে (সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত) মহাখালীস্থ ইনস্টিটিউটের অফিস হতে ৩০০/- টাকা মূল্যে ভর্তির ফর্ম ক্রয় করা যাবে। পূরণকৃত ভর্তি ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র/প্রশংসাপত্র এবং ২ কপি পাসপোর্ট/স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে।
হোটেল এ্যান্ড ট্যুরিজম ট্রেনিং যোগ্যতা
সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিশেষ ক্ষেত্রে শিথিল যোগ্য ।
ট্যুর গাইড এ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশন্স এবং ফ্রন্ট অফিস এ্যান্ড সেক্রেটারিয়্যাল অপারেশন্স কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচ, এস, সি বা সমমান এবং অন্যান্য কোর্সের জন্য ন্যূনতম এস, এস, সি বা সমমানের।
আবেদন পত্র দাখিল করার শেষ তারিখ: ৩১-০১-২০২৩।
ভর্তির শেষ সময়: ২৩-০২-২০২৩।
কোর্স আরম্ভ হওয়ার তারিখ: ২৭-০২-২০২৩।
যোগাযোগ: ৮৩-৮৮ বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৩।