জামালপুর জেলা পরিষদ বৃত্তি ২০২৩ : জামালপুর জেলা পরিষদ কর্তৃক ২০২২-২০২৩ অর্থ বছরে এককালীন বৃত্তি প্রদানের লক্ষ্যে জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা, গরীব অথচ মেধাবী ছাত্র/ছাত্রী যারা বাংলাদেশের বিভিন্ন সরকারী কলেজ/সরকারী মেডিকেল কলেজ/সরকারী ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়/জাতীয়/পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে জামালপুর জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
জামালপুর জেলা পরিষদ বৃত্তি ২০২৩
zpjamalpur govt scholarship 2023
আবেদনকারীর এস.এস.সি ও এইচ.এস.সি তে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫.০০ এবং অন্যান্য বিভাগে জিপিএ-৪.৭৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা পোষ্যদের, প্রতিবন্ধী ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সকল বিভাগে জিপিএ-৪.০০ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্র এবং মুক্তিযোদ্ধার এবং মুক্তিযোদ্ধার সহিত পোষ্যের সম্পর্কের বিষয়ে ইউনিয়ন পরিষদ/চেয়ারম্যানের/ওয়ার্ড কাউন্সিলরের সনদ সংযুক্ত করতে হবে।
প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা বিভাগ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনকারীকে জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার অনুমোদিত যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
আবেদনের জন্য নির্ধারিত ফরম জামালপুর জেলা পরিষদ কার্যালয় ও জেলা পরিষদের ওয়েব সাইট (www.zpjamalpur.gov.bd) থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে ।
নির্ধারিত ফরমে আবেদনপত্র ১৫/০২/২০২৩ খ্রি: তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ের মধ্যে) নিম্নস্বাক্ষারকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে।
প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই করে কমিটি কর্তৃক চূড়ান্ত তালিকা জেলা পরিষদ নোটিশ বোর্ড ও ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
আরও পড়ুন: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | www.bpdb.gov.bd job circular 2023