হীপ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : Heep Rural Development Society Job Circular 2023 “হীপ বাংলাদেশ সোসাইটি” জাতীয় পর্যায়ের একটি সমাজ সেবামূলক বেসরকারী সংস্থা। দেশের প্রতিটি পরিবার, হাসপাতাল/ক্লিনিক, অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোঁরা সহ আবাসিক ও জনসমাগম স্থানে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে অত্র সংস্থা সবার জন্য নিরাপদ পানি” শীর্ষক কর্ম-পরিকল্পনা গ্রহন করেছে।
হীপ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
হীপ বাংলাদেশ সোসাইটি উক্ত -এর কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে, একাধিক পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্থের আহবান জানিয়ে প্রকাশ করেছে ।
Heep Rural Development Society
Heep Rural Development Society Jobs
হীপ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের যে কোন জেলা থেকে আবেদন করা যাবে।
Job Circular 2023 Today : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বয়স ও অভিজ্ঞতা : ০৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখের মধ্যে ১৮ হতে উল্লেখিত বয়সসীমা থাকতে হবে। ১ নং পদের জন্য অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, সেনা অফিসার, সরকারী কর্মকর্তা ও এনজিও কর্মকর্তার বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথীলযোগ্য।
৮ ও ১০ নং পদ ছাড়া সকল পদের জন্য অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এক্ষেত্রে উপযুক্ত অভিজ্ঞতা সনদ প্রদান করতে হবে।
Heep Rural Development Society Job Circular 2023
আবেদনের নিয়ম: আগ্রহীদের পদের নাম, প্রার্থীর জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা ও কোন বিভাগ/ জেলায় কাজ করতে ইচ্ছুক তা স্পষ্ট করে উল্লেখ করে www.heepbd.com ওয়েবসাইডে রক্ষিত আবেদন ফরম ডাউনলোড করে পূরন করা যাবে অথবা, নির্বাহী পরিচালক, হীপ বাংলাদেশ সোসাইটি বাড়ি # ৫১৬/৩, (E-3) টাওয়ার-৭১, ইসিবি চত্তর দক্ষিন মানিকদী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬ বরাবর আবেদন করতে পারবেন।
ড্রাইভার নিয়োগ ২০২৩ – ড্রাইভার চাকরি
আবেদন পত্রের সাথে যা প্রয়োজন: সদ্য তোলা ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি। জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধনের ফটোকপি পরীক্ষার ফি জমাদানের ব্যাংক রশিদের মূলকপি ও (৪) ১০/- টাকার ডাকটিকিট সম্বলিত ১০.৫ ঢ ৪.৫ ইঞ্চি সাইজের ফেরত খাম যার উপর প্রার্থীর নাম ও পদের নাম, বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে দিতে হবে। ডাকযোগে ০৫ জানুয়ারী ২০২৩ এর মধ্যে ঢাকা অফিসের ঠিকানায় আবেদন পত্র পৌঁছাতে হবে।
এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বাছাই পরীক্ষা : ১-৪ নং পদের প্রার্থীর জন্য ৩০০/- টাকা, ৫-৯ নং পদের প্রার্থীর জন্য ২০০/- টাকা ও ১০ নং পদের প্রার্থীর জন্য ১০০/- টাকা পরীক্ষার ফি (অফেরত যোগ্য) বাবদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, কাকলী শাখা, হীপ বাংলাদেশ সোসাইটি, চলতি হিসাব নম্বর ২০৫০৮১০০১০০০০৯২০৭ এ জমা দিতে হবে।
১ ও ২ নং পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকায় হেড অফিসে এবং ৩-১১ নং প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিজ নিজ জেলা শহরে অনুষ্ঠিত হবে।
হীপ বাংলাদেশ সোসাইটি – Heep Rural Development Society
বাছাই পরীক্ষার সময় সূচী এস.এম.এস/ চিঠির মাধ্যমে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। স্বাক্ষাৎকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূলকপি সাথে নিয়ে আসতে হবে এবং ১ সেট ফটোকপি জমা দিতে হবে। বাছাই পরীক্ষা/স্বাক্ষাৎকারের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
NGO Job Circular 2023 Today
বিবিধ: ১,৩,৫,৬,৭ ও ৯ নং পদের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতের জন্য প্রাইভেট কার ও মোটর সাইকেলের ফুয়েলসহ যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে। শিক্ষানবীশ কাল ৩ মাস বেতনের ৬০% প্রদান করা হবে । সকল পদের জন্য ৬০% মহিলা কোঠা থাকবে। হীপ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ www.heepbd.com ওয়েবসাইডে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
BD Job Circular 2023 Today In Bangladesh : নোমান গ্রুপে ‘ড্রাইভার’ পদে চাকরি