Most Read Jobs Site in Bangladesh

সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : পরিবার পরিকল্পনা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন নিম্নবর্ণিত ইউনিয়নের ইউনিটসমূহের অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার স্থায়ী বাসিন্দার উল্লিখিত কর্মএলাকার ইউনিটসমূহে “কাজ নেই, ভাতা নেই” ভিত্তিতে ২০২১-২২ অর্থ বৎসরের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে ০১ (এক) জন করে মােট ১৭ (সতের) জন ১৮ হতে ৩০ বছর বয়সী বিবাহিত মহিলা Paid Peer Voluanteer নিয়ােগের নিমিত্ত নিম্নে উল্লিখিত শর্ত সাপেক্ষে স্বহস্তে/কম্পিউটার টাইপ করা আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আগ্রহ থাকলে যোগ্যতা পূরনসাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সরাইল আবেদনের শেষ তারিখ ২১/০৯/২০২১ পর্যন্ত।

সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নামঃ Paid Peer Voluanteer
পদ সংখ্যাঃ ১৭ টি
বেতন ও ভাতাদিঃ দৈনিক যাতায়াত ভাতা: ৩০০/-টাকা এবং নাস্তা ভাতা: ১০০/- টাকা।

সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ যােগ্যতা:
১। কর্ম এলাকার (ইউনিয়নের ) স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত মহিলা ।
২। নূন্যতম এস এস সি পাশ।
৩। শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৪। সমাজকল্যাণমূলক কাজ করতে আগ্রহী।
৫। বয়স সর্বোচ্চ (১৮- ৩০) বৎসর পর্যন্ত।
৬। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৭। সন্তুষ্ট স্থায়ী ও দীর্ঘমেয়াদী (LARC&PM) পদ্ধতি গ্রহীতাদের অগ্রাধিকার দেয়া হবে।
৮। দুই সন্তানের অধিক সন্তান বিশিষ্ট দম্পতি অযােগ্য হিসাবে বিবেচিত হবে।
৯। মুক্তিযােদ্ধা পােষ্যদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।
১০। ভবিষ্যতে তথ্যের গরমিল পাওয়া গেলে নিয়ােগ বাতিল বলে গণ্য হবে।

See also  ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেড নেবে, ড্রাইভার ও সিকিউরিটি গার্ড

সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১- dgfp.gov.bd

সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ কাজের বিবরণ:
১। সংশ্লিষ্ট পরিবার কল্যাণ সহকারী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাড়ি পরিদর্শন, কাউন্সেলিং , মােটিভেশন প্রদান।
২। স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ ইচ্ছুকদের নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা ।
৩। নববিবাহিত দম্পতিদের তথ্য সংগ্রহ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কিত কাউন্সেলিং।
৪। স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতিগ্রহিতাদের ফলােআপ ও জটিলতার জন্য চিকিৎসকের নিকট প্রেরণ।

Job’s in Brahmanbaria – ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি

৫। গর্ভবতীদের তালিকা সগ্রহ, হালনাগাদ করা, গর্ভকালীন সেবার জন্য রেফার এবং প্রসবপরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতির জন্য উদ্বুদ্ধ করা।
৬। কর্ম এলাকায় পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর সমন্বয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত করা।
৭। ইউনিয়ন পর্যায়ে পাক্ষিক ও মাসিক সভায় অংশগ্রহণ করা।
৮। নির্দিষ্ট ছকে সংশ্লিষ্ট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকের নিকট রিপোের্ট প্রদান করা ।
৯। নির্ধারিত কর্ম এলাকায় সপ্তাহে ৫ দিন ফিল্ড ভিজিট ও প্রতিদিন ১৫ হতে ২০ টি যুব দম্পতিদের কাউন্সেলিং করা । প্রতি মাসে সর্বোচ্চ ২১ হতে ২২ দিন ফিল্ড ভিজিট ক্লিায়েন্ট রেফার করা ।
১০। প্রতি মাসে ১ দিন ১৫ হতে ২০ জোড়া যুব দম্পতিদের নিয়ে উঠান বৈঠক করতে হবে এবং হাজিরা নিতে হবে।
১১। বাড়ি পরিদর্শনের দিন ব্যতিরেকে যে কোনাে দিন ক্লায়েন্ট রেফার করবেন এবং বিধি মােতাবেক রেফারাল ফি প্রাপ্ত হবেন।
১২। কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত যে কোনাে দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন।

ব্রাহ্মণবাড়িয়া চাকরির খবর

সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২১ আবেদন পত্রের সংগে যে সমস্ত কাগজ পত্র দাখিল করতে হবে:
১। দুই কপি সদ্যতােলা পাসপাের্ট সাইজের ছবি।
২। শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত সনদপত্র।
৩। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হতে নাগরিকত্ব সনদপত্র ।
৪। গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ।
৫। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৬। অভিজ্ঞতার (সমাজ কল্যাণমূলক/চাকুরী) সত্যায়িত সনদপত্র (যদি থাকে)।
৭। মুক্তিযােদ্ধা পােষ্যদের ক্ষেত্রে মুক্তিযােদ্ধা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
৮। প্রার্থী মুক্তিযােদ্ধর কন্যা,কন্যার কন্যা অথবা পুত্রের কন্যা হলে মুক্তিযােদ্ধার সাথে সম্পর্কিত সকল প্রমানাদি উল্লেখ করতে হরে।

See also  Executive Job Circular 2022 | স্কয়ার টেক্সটাইল লিমিটেড নিয়োগ ২০২২

বি বাড়িয়া চাকরির খবর ২০২১

সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ শর্তাবলী:
১) আগামী ২১/০৯/২০২১ খ্রি: তারিখের মধ্যে (ছুটির দিন ব্যতিত)অফিস চলাকালীন সময়ে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপজেলা পরিবার পরিকল্পনা। কার্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর বরাবর সরাসরি আবেদনপত্র উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রক্ষিত সীলগালাকৃত বাক্সে দাখিল করতে হবে।

২) আবেদন পত্রে: ক) প্রার্থীর পূর্ণ নাম: (বাংলায় ও ইংরেজি BLOCK LETTER)। খ) পিতা/স্বামীর নাম: গ) মাতার নাম: ঘ) পদের নাম: ঙ) স্থায়ী ঠিকানা: চ) বর্তমান ঠিকানা: ছ) জন্ম তারিখ: (শিক্ষাগত যােগ্যতার সনদপত্র অনুযায়ী) জ) বয়স:(০৮/০৯/২০২১ খ্রিঃ অনুযায়ী) ঝ) শিক্ষাগত যােগ্যতা: ঞ) মােবাইল নম্বরঃ ট)। ইউনিয়নঃ ঠ) ইউনিটঃ ড) প্রার্থী মুক্তিযােদ্ধার কন্যা অথবা মুক্তিযােদ্ধার কন্যার কন্যা বা পুত্রের কন্যা হলে মুক্তিযােদ্ধার পূর্ণনাম, স্থায়ী ঠিকানা, মুক্তিযােদ্ধার সাথে সম্পর্ক প্রমাণাদি উল্লেখ করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি চাকরি ২০২১

৩) অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৪) ০৮/ ০৯/২০২১ খ্রি: তারিখে বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযােদ্ধার পােষ্যদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন এফিডেবিট গ্রহনযােগ্য নয়।

৫) আবেদনপত্রের খামের উপর পদের নাম, ইউনিয়নের নাম, ইউনিটের নাম ও মােবাইল নম্বর ভিন্ন কালিতে লিখতে হবে।
৬) একটি খামে একাধিক প্রার্থীর আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।
৭) কর্ম এলাকায় অবস্থান করতে হবে।
৮) অর্পিত দায়িত্ব পালন এবং কাক্রমের অগ্রগতি সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ নিয়ােগ বাতিল করতে পারবে।
৯) স্বেচ্ছায় দায়িত্ব হতে অব্যাহতি চাইলে কমপক্ষে একমাস পূর্বে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
১০) মহিলা স্বেচ্ছাসেবী নিয়ােগের মেয়াদ ২০২১ – ২০২২খ্রি: অর্থবছর পর্যন্ত।

সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চাকরি

১১। আবেদনপ্রত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থী কে নিজে অবশ্যই স্বাক্ষরসহ পূর্ণ নাম লিখতে হবে।
১২) প্রার্থীকে সাক্ষাতকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
১৩) ২৩/০৯/২০২১খ্রি: তারিখ সঠিক আবেদনকারীদের তালিকা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নােটিশ বাের্ডে প্রকাশ করা হবে।
১৪) শুধুমাত্র ১০০ (একশ) নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
১৫) মৌখিক পরীক্ষার জন্য কোনাে কার্ড ইস্যু করা হবে না। সঠিক তালিকায় মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও উপজেলা পরিষদের নােটিশ বাের্ডে টানিয়ে দেওয়া হবে।
১৬) মৌখিক পরীক্ষায় সকল সনদপত্রের মূলকপি উপস্থাপন করতে হবে।
১৭) আবেদনপত্রে কোন তথ্য গােপন কিংবা ভুল তথ্যের প্রমাণ পাওয়া গেলে চূড়ান্ত নিয়ােগের পরও কর্তৃপক্ষ নিয়ােগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৮। কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকেই এই নিয়ােগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৯। যােগদানের সময় শারিরীক ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।

See also  মার্কিন দূতাবাসে চাকরি, High-paying job opportunities at the US Embassy in Dhaka

যে এলাকার মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ও অন্যান্য তথ্য। অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২১ সার্কুলার দেখতে এখানে ক্লিক করুন।

পরিবার পরিকল্পনা নিয়োগ সার্কুলার থেকে