৩ পদে ১১৭ জনকে নিয়োগ দিবে, নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়
নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : নরসিংদী পরিবার পরিকল্পনা কার্যালয় ০৩ পদে মোট ১১৭টি শূণ্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নরসিংদী জেলার আওতাধীন নিম্নবর্ণিত রাজস্বখাতভুক্ত শূন্য পদবী পূরণের নিমিত্ত Narsingdi Zila Poribar Porikolpona Job Circular 2021 পদের পাশে উল্লিখিত সংশ্লিষ্ট জেলা/উপজেলা/ইউনিয়ন/পৌরসভা/ইউনিট/ওয়ার্ডে স্থায়ী নাগরিকদের নিকট হইতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইনে নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আপনি যদি নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২১ সার্কুলার এর শর্তমতে যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে Narsingdi Poribar Porikolpona Job শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আবেদনের প্রস্তুতি নিন।
নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
প্রতিষ্ঠানের নাম | নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদসংখ্যা | ১১৭ টি |
বেতন স্কেল | জাতীয় বেতন স্কেল/২০১৫ অনুযায়ী |
অফিসিয়াল ওয়েবসাইট | http://fpo.narsingdi.gov.bd/ |
জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নরসিংদী
পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক (গ্রেড-১৬)
পদের সংখ্যা: ১১ টি
শিক্ষা যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ।
বেতন: ৯৩০০-২২৪৯০/ টাকা, (জাতীয় বেতন স্কেল/২০১৫ অনুযায়ী)।
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ।
পদের নাম: পরিবার কল্যাণ সহকারী (গ্রেড-১৭)
পদের সংখ্যা: ৯৬ টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ।
বেতন: ৯০০০-২১৮০০/ টাকা, (জাতীয় বেতন স্কেল/২০১৫ অনুযায়ী)।
প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী।
পদের নাম: আয়া (গ্রেড-২০)
পদে সংখ্যা: ১০ টি
শিক্ষা যোগ্যতা: ৮ম শ্রেনী পাস বা সমমান।
বেতন: ৮২৫০- ২০০০১০ টাকা।
প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী।
নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২১ সার্কুলার
নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়ােগ ২০২১ সার্কুলার এর প্রয়োজনীয় তথ্য: উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য 300 Pixel x প্রস্থ 300 Pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য 300 Pixel x প্রস্থ 80 Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
Narsingdi Poribar Porikolpona Job Circular 2021
Online-এ পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে বা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যােগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ কোন তথ্য দাখিল করা হলে বা বিজ্ঞপ্তির নির্দেশনা লঙ্ঘনপূর্বক কোন আবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা নিয়ােগের যে কোনাে পর্যায়ে বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
নরসিংদী জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ে চাকরি
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে ফলাফল প্রকাশের পর নির্দেশিত সময়ের মধ্যে এক কপি এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
বিস্তারিত জানতে অফিসিয়াল নিয়োগ চিত্র ডাউনলোড করুন
আবেদনের শুরু হবে: ০৭/০৯/২০২১, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ সময়সীমা: ০৬/১০/২০২১, বিকাল ০৫:০০ টা।
সূত্র: দৈনিক ইত্তেফাক/০৪ সেপ্টেম্বর ২০২১।