The news is by your side.

৪৪তম বিসিএস পরীক্ষা প্রস্তুতি বাংলা | 44th BCS Exam | ৪৪তম বিসিএস প্রশ্ন ও সমাধান

৪৪তম বিসিএস পরীক্ষা প্রস্তুতি বাংলা : (44th BCS Exam ) ৪৪তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৪৪তম বিসিএস বিজ্ঞপ্তি দেখতে এখনে ক্লিক করন। বিসিএস এর মূলনীতি ও পরিচালনা পরিষদ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হয়। বিসিএস পরিক্ষা পদ্ধতি জানতে এখানে প্রবেশ করুন। এই পোষ্টে ৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলা নিয়ে আলোচনা করা হয়েছে। (লিখছেন আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

৪৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ( 44th BCS Exam ) ৪৪তম বিসিএস পরীক্ষা বাংলা প্রশ্ন ও সমাধান দৈনিক যুগান্তর টিউটোরিয়াল বিভাগে ৮ ডিসেম্বর ২০২১ তারিখে প্রথম প্রকাশিত হয়। 44 তম বিসিএস এর সার্কুলার যারা অংশ নিচ্ছেন এটি তাদের জন্য সহায়ক হবে।

৪৪তম বিসিএস পরীক্ষা প্রস্তুতি বাংলা | 44th BCS Exam | ৪৪তম বিসিএস প্রশ্ন ও সমাধান

১। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
ক. দাঁড়ি
খ. কমা
গ. কোলন
ঘ. ড্যাস

২। বৈজ্ঞানিক’ উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. প্রেমের মিত্র
খ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
গ. গোলাম কুদ্দুস
ঘ. আকবর হোসেন

৩। কোনটি উপন্যাস?
ক. বাংলার কাব্য
খ. বৃত্তসংহার কাব্য
গ. মহাশ্মশান
ঘ. দিবারাত্রির কাব্য

৪। কোনটি শুদ্ধ?
ক. শ্রদ্ধাঞ্জলী
খ. সমিচীন
গ. উপযোগিতা
ঘ. দীর্ঘজীবী

৫। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোন জেলা?
ক. ঢাকা
খ. বরিশাল
গ. কুমিল্লা
ঘ. বর্ধমান

৬। কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কী?
ক. প্রকৃতি প্রেম
খ. আত্মমগ্নতা
গ. গভীর জীবনবোধ
ঘ. বাস্তব জীবনবোধ

৭। জসীমউদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?
ক. গোপালগঞ্জ
খ. ফরিদপুর
গ. রাজবাড়ী
ঘ. মাদারীপুর

৮। কোনটি অপ্রাণিবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?
ক. বৃন্দ
খ. কুপ
গ. বর্গ
ঘ. দাম

See also  পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে একাধিক পদে চাকরি

৯। কবি বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্ii অনুবিশ্ব-
ক. সোনার তরী
খ. ক্ষণিকা
গ. মানসী
ঘ. গীতাঞ্জলী

৪৪ তম বিসিএস- ইংরেজি ক্লিক করুন

৪৪ তম বিসিএস- বাংলাদেশ ও আন্তর্জাতিক: ক্লিক করুন

৪৪ তম বিসিএস সার্কুলার- দেখতে এখানে ক্লিক করুন

বিসিএস ক্যাডার পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান

১০। আগুনের পরশমনি উপন্যাসের উপজীব্য-
ক. ভাষা আন্দোলন
খ. মুক্তিযুদ্ধ
গ. বঙ্গভঙ্গ আন্দোলন
ঘ. তেভাগা আন্দোলন

১১। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’- গানটির রচয়িতা কে?
ক. আব্দুল লতিফ
খ. নজরুল ইসলাম বাবু
গ. আলতাফ মাহমুদ
ঘ. গোবিন্দ হালদার

১২। ‘ভাটিয়ালী’ কোন অঞ্চলের গান?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. ময়মনসিংহ
ঘ. বরিশাল

১৩। ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা?
ক. উপন্যাস
খ. কাব্য
গ. গল্প
ঘ. নাটক

১৪। জহির রায়হানের প্রকৃত নাম বা আসল নাম কী ছিল?
ক. মুহম্মদ জহির
খ. জহির রায়হান
গ. জহিরুল্লাহ
ঘ. মোহাম্মদ জহিরুল্লাহ

১৫। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. জীবনানন্দ দাশ

১৬। ‘কালকূট’ কার ছদ্মনাম?
ক. জসীমউদ্দীন
খ. প্রমথ চৌধুরী
গ. সমরেশ বসু
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
ক. সোনার তরী
খ. মনসী
গ. বনফুল
ঘ. শেষের কবিতা

১৮। ‘সাতনরী হার’ কাব্যগ্রন্থটির রচয়িতা-
ক. কামাল চৌধুরী
খ. আসাদ চৌধুরী
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. আবু হেনা মোস্তফা কামাল

১৯। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
ক. আপনি সপরিবার আমন্ত্রিত
খ. আপনি সপরিবারে আমন্ত্রিত
গ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
ঘ. আপনি স্বপরিবার আমন্ত্রিত

২০। কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়?
ক. সস্ত্রীক
খ. অশ্রুজল
গ. অধীনস্থ
ঘ. প্রতিযোগ

উত্তর দেখুন : ১ক । ২খ । ৩ঘ । ৪ঘ । ৫গ। ৬ঘ । ৭খ । ৮ঘ । ৯গ । ১০খ । ১১ক । ১২গ। ১৩গ। ১৪ঘ। ১৫গ। ১৬গ। ১৭গ। ১৮গ ।১৯খ। ২০ঘ।

See also  নন-ক্যাডারে ৩৪৫০ জনকে চাকরি দেবে পিএসসি

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন

৪৪ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ইংরেজি

44th BCS Exam English : চাকরিপ্রার্থীদের জন্য আরেকটি বিসিএস। এটি হবে ৪৪তম বিসিএস। এই বিসিএস হবে সাধারণ (সাধারণ)। এই বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৬১০ জন। এর মধ্যে সর্বোচ্চ শিক্ষা ক্যাডারে নেওয়া হবে ৫০ জনকে। ৪৪তম বিসিএস পরিক্ষার সকল আপডেট এই পৃষ্ঠায় প্রকাশ করা হবে।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় । সূত্রঃ দৈনিক যুগান্তর

বেশ কয়েকজন চাকরিপ্রার্থী জানান, করোনার কারণে সরকারি নিয়োগ দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। বর্তমানে অনেক প্রতিষ্ঠানে একযোগে নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই আগ্রহ থাকলেও সব পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। তাদের অনেকেই সরকারি চাকরির বয়সে পৌঁছেছেন। তাদের অনেকেই ৪৪তম বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। এই বিসিএস পরীক্ষায় প্রার্থীদের আবেদনের বয়স কিছুটা শিথিল হলে অনেকেই অংশগ্রহণের সুযোগ পাবেন।

৪৪ তম বিসিএস পরিক্ষার তথ্য

এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে অন্যান্য সরকারি পরীক্ষা স্থগিত করা হলেও পিএসসির সব নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। তবে বয়স শিথিলকরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা দিলে পরবর্তী বিসিএস পরীক্ষা সম্পন্ন করা হবে।