৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও আন্তর্জাতিক | 44th BCS Exam
৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি : ৪৪তম বিসিএস প্রিলিমিনারি 44rd BCS স্পেশাল ৪৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ।চলতি মাসেই ৪৪তমবিসিএস 44rd BCS-এর নতুন বিজ্ঞপ্তি আসতে পারে। এই ৪৪তম বিসিএসে বয়সের কোনো ছাড় নেই বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্য পদের চাহিদা আগামী দু-এক দিনের মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পাঠানো হবে ৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি।
বিসিএস পরীক্ষার সর্বনিম্ন বয়স
সূত্র জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ধরে সরকারি নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকলেও ৪৪তম বিসিএস পরীক্ষার সময় সীমার বিষয়ে কোনো শিথিলতা নেই। আগ্রহী প্রার্থীদের স্বাভাবিক নিয়ম অনুসরণ করে বিসিএস পরীক্ষার জন্য আবেদন করার জন্য আবেদন চাওয়া হবে।
৪৪ তম বিসিএস এর যোগ্যতা
বেশ কয়েকজন চাকরিপ্রার্থী জানান, করোনার কারণে সরকারি নিয়োগ দীর্ঘদিন ধরে স্থগিত ছিল। বর্তমানে অনেক প্রতিষ্ঠানে একযোগে নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই আগ্রহ থাকলেও সব পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব নয়। তাদের অনেকেই সরকারি চাকরির বয়সে পৌঁছেছেন। তাদের অনেকেই ৪৪তম বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। এই বিসিএস পরীক্ষায় প্রার্থীদের আবেদনের বয়স কিছুটা শিথিল হলে অনেকেই অংশগ্রহণের সুযোগ পাবেন।
এ প্রসঙ্গে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে অন্যান্য সরকারি পরীক্ষা স্থগিত করা হলেও পিএসসির সব নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে। তবে বয়স শিথিলকরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশনা দিলে পরবর্তী বিসিএস পরীক্ষা সম্পন্ন করা হবে।
৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি | 44rd BCS Examination
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
১ | বাংলাদেশের মোট উপজেলা কতটি? ক. ৪৯৪টি খ. ৪৯৩টি গ. ৪৯৫টি ঘ. ৪৯৬টি |
গ. ৪৯৫টি |
২ | বাংলাদেশের সর্বশেষ (২৮তম) গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত? ক. তিতাস, ব্রাহ্মণবাড়িয়া খ. রশিদপুর, হবিগঞ্জ. গ. ছাতক, সুনামগঞ্জ ঘ. জকিগঞ্জ, সিলেট |
ঘ. জকিগঞ্জ, সিলেট |
৩ | বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি (টাকার অঙ্কে)? ক. তুলা খ. তরলীকৃত প্রাকৃতিক গ্যাস. গ. ডিজেল ঘ. ফার্নেস অয়েল |
ক. তুলা |
৪ | GDP-এর সাময়িক হিসাব ২০২০-২০২১ মতে প্রবৃদ্ধির হার কত? ক. ৪.৪৭% খ. ৫.৪৭% গ. ৬.৪৭% ঘ. ৭.৪৭% |
খ. ৫ দশমিক ৪৭ শতাংশ |
৫ | সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে কবে? ক. ৯ আগস্ট ২০২১ খ. ১১ আগস্ট ২০২১. গ. ১৩ আগস্ট ২০২১ ঘ. ১৫ আগস্ট ২০২১ |
ঘ. ১৫ আগস্ট ২০২১ |
৬ | International Year of Glass কোন সাল? ক. ২০২২ সাল খ. ২০২৩ সাল. গ. ২০২৪ সাল ঘ. ২০২৫ সাল |
ক. ২০২২ সাল |
৭ | নিচের কোন স্থানটি UNESCO-এর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারায়? ক. আরবীয় অ্যারিক্স অভয়ারণ্য (ওমান). খ. ড্রেসডেন এলবে উপত্যকা (জার্মানি). গ. লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটি (যুক্তরাজ্য). ঘ. ওপরের সবগুলো |
ঘ. ওপরের সবগুলো |
৮ | বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ক. ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ২০২১. খ. ৮ থেকে ১১ অক্টোবর ২০২১. গ. ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২১. ঘ. ৩ থেকে ৬ ডিসেম্বর ২০২১ |
গ. ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ২০২১ |
৯ | বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক. আবুজা, নাইজেরিয়া খ. জেনেভা, সুইজারল্যান্ড. গ. ব্রাসিনিয়া, ব্রাজিল ঘ. হ্যানয়, ভিয়েতনাম |
খ. জেনেভা, সুইজারল্যান্ড |
১০ | ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? ক. ২৯ জুলাই থেকে ২ আগস্ট ২০২২ খ. ২ থেকে ৮ আগস্ট ২০২২. গ. ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর ২০২২ |
ক. ২৯ জুলাই থেকে ২ আগস্ট ২০২২ |
44rd BCS
বিসিএস পরিক্ষায় কী ধরনের প্রশ্ন আসে
বিসিএস প্রিলির বিগত বছরগুলোর প্রশ্নগুলো ভালোভাবে দেখুন। বিসিএস পরিক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সে বিষয়ে (৪৪তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান) মুটোমুটি ধারণা পেয়ে যাবেন। বিগত সালের প্রশ্ন থেকে অনেক কমন প্রশ্নও পাবেন পরীক্ষায় প্রশ্ন রিপিট হলে। এরপর আপনি “BCS Preliminary Analysis” বইটির A-Z ভালোভাবে পড়ে বুঝে শেষ করুন কমপক্ষে দুইবার। এই বইটি শেষ করলে বিসিএস প্রিলি সম্পর্কে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবে, বিসিএস প্রিলি নিয়ে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান – বাংলাদেশ ও আন্তর্জাতিক
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
১১ | ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক. বেইজিং, চীন খ. তেহরান, ইরান. গ. প্যারিস, ফ্রান্স ঘ. মন্ট্রিল, কানাডা |
ঘ. মন্ট্রিল, কানাডা |
১২ | রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ক. যুক্তরাষ্ট্র খ. চীন গ. জার্মানি ঘ. নেদারল্যান্ডস |
খ. চীন |
১৩ | আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ক. চীন খ. জার্মানি গ. যুক্তরাষ্ট্র ঘ. জাপান |
গ. যুক্তরাষ্ট্র |
১৪ | পোশাক রপ্তানি শীর্ষ দেশ কোনটি? ক. চীন খ. বাংলাদেশ গ. ভিয়েতনাম ঘ. ভারত |
ক. চীন |
১৫ | একক দেশ হিসাবে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? ক. ১ম খ. ২য় গ. ৩য় ঘ. ৪র্থ |
গ. ৩য় |
১৬ | ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়? ক. ৩ জুলাই থেকে ৩ আগস্ট ২০২১ খ. ১৩ জুলাই থেকে ৭ আগস্ট ২০২১. গ. ২৩ জুলাই থেকে ৮ আগস্ট ২০২১ ঘ. ২৯ জুলাই থেকে ১৯ আগস্ট ২০২১ |
গ. ২৩ জুলাই থেকে ৮ আগস্ট ২০২১ |
১৭ | ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? ক. মাদ্রিদ, স্পেন খ. টোকিও, জাপান. গ. ইস্তানবুল, তুরস্ক ঘ. লন্ডন, যুক্তরাজ্য |
খ. টোকিও, জাপান |
১৮ | শীর্ষ পদকজয়ী দেশ কোনটি? ক. যুক্তরাষ্ট্র খ. চীন গ. জাপান ঘ. গ্রেট ব্রিটেন |
ক. যুক্তরাষ্ট্র |
১৯ | দ্রুততম মানব কে? ক. মুতাজ ঈসা বারসিম (কাতার) খ. জিয়ান মার্কো তামবেরি (ইতালি). গ. মার্সেল জ্যাকবস (ইতালি) ঘ. জ্যাভলিন চোপরা (ভারত) |
গ. মার্সেল জ্যাকবস (ইতালি) |
২০ | দ্রুততম মানবী কে? ক. মোমিজিনিশিয়া (জাপান). খ. ম্যারিহান্না (অস্ট্রেলিয়া). গ. গ্রিফিথ জয়নার (যুক্তরাষ্ট্র). ঘ. অ্যালেইন থম্পসন-হেরাহ (জ্যামাইকা) |
ঘ. অ্যালেইন থম্পসন-হেরাহ (জ্যামাইকা) |
44rd BCS Examination
৪৪তম বিসিএস সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ
লেখক: আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিসিএস থেকে আরও: ৪০তম বিসিএস: মৌখিক পরীক্ষায় সংশোধিত সূচি প্রকাশ করেছে: পিএসসি