The news is by your side.

বিসিএস ক্যাডার পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি

4

বিসিএস ক্যাডার পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি : বিসিএস ২৬টি ক্যাডারদের নামের তালিকা, বিসিএস পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা, বিসিএস-এর ২৬টি ক্যাডারের নাম, বিসিএস পরীক্ষা পদ্ধতি, আপনি আজকের এই পোষ্টে বিসিএস পরীক্ষা বিষয়ক প্রয়োজনীয় সকল তথ্য পাবেন । তাই বিসিএস ক্যাডার পদে নিয়োগ, বিসিএস নিয়োগ বিধিমালা বিষয়ক তথ্য জানতে শুরু থেকে শেষ পর্যন্ত মনযোগ দিয়ে পড়ুন।

বিসিএস পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা

বিসিএস পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা : যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করার পর, চার বছরের অনার্স পাস করলেও বিসিএস পরীক্ষার জন্য আবেদন করা যাবে। কেউ যদি তিন বছরের অনার্স বা পাস কোর্সে অধ্যয়ন করেন, তবে তাকে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে। শিক্ষাজীবনে একাধিক ৩য় শ্রেণী থাকলে তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য।

বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী বিসিএস ২৬টি ক্যাডারে উপযুক্ত প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে কমিশন কর্তৃক ৩ স্তরবিশিষ্ট পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে।

বিসিএস ২৬ ক্যাডারদের নামের তালিকা

১৯৮২ সালে গঠিত বিসিএস ইকোনমিক ক্যাডার বিলুপ্ত হয়ে যায়, বর্তমানে এখন বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে। বাংলাদেশের গেজেট-এ ১৩ নভেম্বর ২০১৮ ইং তারিখে প্রকাশিত (এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮) অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একত্র করা হয়েছে। বিসিএসের ২৬টি ক্যাডারের নামের তালিকা নিচে দেওয়া হলো :

বিসিএস ক্যাডার কয়টি

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)  সাধারণ ক্যাডারমন্তব্য
বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি)কারিগরি/পেশাগত ক্যাডারবাংলাদেশ গেজেট-এর ১৩ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত ( এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮ ) অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস ( ইকোনমিক ) ক্যাডার’কে বাংলাদেশ সিভিল সার্ভিস ( প্রশাসন ) ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে’।
বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য)কারিগরি/পেশাগত ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১০বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)সাধারণ ক্যাডার
১১বাংলাদেশ সিভিল সার্ভিস (বন)কারিগরি/পেশাগত ক্যাডার
১২বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা)কারিগরি/পেশাগত ক্যাডার
১৩বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য)কারিগরি/পেশাগত ক্যাডার
১৪বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১৫বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ)সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১৬বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)         সাধারণ ক্যাডার
১৭বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)সাধারণ ক্যাডার
১৮বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল)কারিগরি/পেশাগত ক্যাডার
১৯বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত)কারিগরি/পেশাগত ক্যাডার
২০বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল)কারিগরি/পেশাগত ক্যাডার
২১বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
২২বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ)কারিগরি/পেশাগত ক্যাডার
২৩বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান)কারিগরি/পেশাগত ক্যাডার
২৪বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)সাধারণ ক্যাডার
২৫বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা)কারিগরি/পেশাগত ক্যাডার
২৬বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
বর্তমান বিসিএস এর ২৬ টি ( ক্যাডার ) তালিকা

বিসিএস পরীক্ষা পদ্ধতি – বিসিএস প্রস্তুতি কৌশল

বিসিএস এর তিনস্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি :বিসিএস পরীক্ষা তিনটি ধাপে পরিচালিত হয়- প্রিলিমিনারি পরীক্ষা (MCQ), লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা (সাক্ষাৎকার)। পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ১.৫ থেকে ৪ বছর সময় লাগে। বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ -এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসে উপযুক্ত প্রার্থী মনোনয়ন-এর উদ্দেশ্যে সরকারী কর্ম কমিশন নিচের ৩টি স্তর বিশিষ্ট বিসিএস নিয়োগ পরীক্ষা গ্রহণ করে থাকে ।

বিসিএস পরীক্ষার তিন ধাপসমূহ

প্রথম স্তর : ২০০ নম্বরের MCQ Type Preliminary Test ।
দ্বিতীয় স্তর : প্রিলিমিনারি টেস্টে কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
তৃতীয় স্তর : লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বিসিএস পরীক্ষার ১ম ধাপ : ২০০ নম্বরের MCQ Type Preliminary Test : শূন্যপদের তুলনায় বিপুল সংখ্যক প্রার্থীর কারণে লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য বিসিএস (বয়স, যোগ্যতা এবং সরাসরি নিয়োগ পরীক্ষা) বিধি ২০১৪ -এর বিধি-৭ অনুসারে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে’। ৩৪তম বিসিএস পরীক্ষার আগে পর্যন্ত ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতো। বিসিএস পরীক্ষার নিয়ম-২০১৪-এর বিধান অনুযায়ী, ৩৫তম বিসিএস পরীক্ষা থেকে ২ ঘণ্টায় ১০টি বিষয়ে MCQ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন

প্রিলিমিনারি টেস্ট বিষয় ও নম্বর বণ্টন : প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কাটা হবে।

ক্রমিক নম্বরবিষয়ের নামনম্বর বণ্টন
বাংলা ভাষা ও সাহিত্য৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য৩৫
বাংলাদেশ বিষয়াবলি৩০
আন্তর্জাতিক বিষয়াবলি২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা১০
সাধারণ বিজ্ঞান১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি১৫
গাণিতিক যুক্তি১৫
মানসিক দক্ষতা১৫
১০নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন১০
মোট২০০
প্রিলিমিনারি টেস্ট বিষয় ও নম্বর বণ্টন

বিসিএস প্রিলিমিনারি টেস্ট সিলেবাস

বিসিএস পরীক্ষার ২য় ধাপ : ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা (গড় পাস নম্বর ৫০%) : সর্বমোট ৯০০ নম্বরের লিখিত ও প্রফেশনাল বা টেকলিক্যাল ক্যাডারের জন্য বাড়তি ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষায় শতকরা ৫০ ভাগ নম্বর পেলে সাধারণত একজন প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৬টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত’।

  • ক) সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
  • খ) কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
  • ক) সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন
ক্রমিক নম্বরআবশ্যিক বিষয়নম্বর বণ্টন
বাংলা২০০
ইংরেজি         ২০০
বাংলাদেশ বিষয়াবলি২০০
আন্তর্জাতিক বিষয়াবলি১০০
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা১০০
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি১০০
মোট৯০০
বিসিএস পরীক্ষা পদ্ধতি

বিসিএস কারিগরি ক্যাডার : বিসিএস ক্যাডার হল বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের প্রাথমিক স্ক্রীনিং দ্বারা অনুসরণ করা পদ্ধতি। পুলিশ থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, ভূমি অফিসার থাকতে পারে, রেলওয়ের অফিসার থাকতে পারে, শিক্ষক থাকতে পারে।

বিসিএস পরীক্ষা পদ্ধতি | বিসিএস ক্যাডার পদে নিয়োগ তথ্য

খ)  কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

মোট ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে’। এর মধ্যে বাংলা প্রথম পত্র (১০০), বাংলা দ্বিতীয় পত্র (১০০), ইংরেজি (২০০), বাংলাদেশ বিষয়াবলী (২০০), আন্তর্জাতিক বিষয়াবলী (১০০), গাণিতিক যুক্তি (৫০), মানসিক দক্ষতা (৫০), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর। লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস

ক্রমিক নম্বরআবশ্যিক বিষয়নম্বর বণ্টন
১.বাংলা১০০
২.ইংরেজি         ২০০
৩.বাংলাদেশ বিষয়াবলি২০০
৪.আন্তর্জাতিক বিষয়াবলি১০০
৫.গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা১০০
৬.পদ-সংশ্লিষ্ট বিষয়২০০
মোট৯০০
লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস

বিশেষ বিসিএস পরীক্ষা পদ্ধতি

পদ সংশ্লিষ্ট (Job-related) বিষয়ের পরীক্ষা : যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দেবেন, তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ের ৯০০ নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসংগিক বিষয়ের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়’।

বিসিএস পরীক্ষার ৩য় ধাপ : বিসিএস-এর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা (পাস নম্বর ৫০%) বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ৫০%।

বিসিএস-পরীক্ষার সাক্ষাৎকার বোর্ড গঠন :লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ততা নির্ধারণের জন্য বিসিএস পরীক্ষা বিধিমালার বিধান অনুযায়ী কমিশন নিম্নোক্তভাবে মৌখিক পরীক্ষার বোর্ড গঠন করে থাকেঃ

১.কমিশনের চেয়ারম্যান/সদস্যবোর্ড চেয়ারম্যান
২.সরকার কর্তৃক মনোনীত যুগ্মসচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাবোর্ড সদস্য
৩.কমিশন কর্তৃক মনোনীত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞবোর্ড সদস্য
বিসিএস পরীক্ষার সাক্ষাৎকার বোর্ড

তথ্যসূত্রেঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস পেতে ক্লিক করুন এখানে

৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি : ৪৪তম বিসিএস প্রিলিমিনারি 44rd BCS স্পেশাল ৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান (বাংলাদেশ ও আন্তর্জাতিক) জানতে এখানে ক্লিক করুন

৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি : ৪৩তম বিসিএস প্রিলিমিনারি 43rd BCS স্পেশাল ৪৩ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান জানতে এখানে ক্লিক করুন

আসছে ৪৪ তম বিসিএস নিয়োগ পরীক্ষা : শিগরিই আসছে ৪৪ তম বিসিএস পরীক্ষার সময়সূচি জানতে ভিজিট করুন সেরাজবস.কম

4 Comments
  1. […] news for job seekers : Coming 44th BCS, post 1 thousand 610, BCS Exam Procedure, BCS preparation strategy : বিসিএস পরীক্ষা পদ্ধতি | বিসিএস […]

  2. […] হয়। বিসিএস পরিক্ষা পদ্ধতি জানতে এখানে প্রবেশ করুন। এই পোষ্টে ৪৪তম বিসিএস পরীক্ষার […]

  3. […] সম্ভাব্য প্রশ্ন ও সমাধান জানতে Tutorial বিভাগ থেকে ঘুরে আসতে […]

  4. […] সম্ভাব্য প্রশ্ন ও সমাধান জানতে Tutorial বিভাগ থেকে ঘুরে আসতে পারে।যদি আপনি […]

Leave A Reply

Your email address will not be published.