The news is by your side.

সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস-এ দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎ

0

জর্ডানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগ 2023 : সরকারিভাবে জর্ডানের GIA APPAREL গার্মেন্টস-এ দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) স্থাপিত-১৯৮৪ স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস এ দক্ষ মহিলা কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার । আগ্রহীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে আবেদন করতে হবে ।

জর্ডানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগ 2023

বোয়েসেলের মাধ্যমে জর্ডানের GIA APPAREL গার্মেন্টস-এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে :

পদের নামপদের সংখ্যামাসিক মূলবেতনআবেদনের মাধ্যম
মেশিন অপারেটর (সিঙ্গেল নিডেল ও ওভারলক)৩০০ জন১২৫ জেডিGoogle Link
GIA APPAREL Job Circular 2023

প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং বয়স ২০-৩৫ এর মধ্যে হতে হবে। ১৯৮৭ সালের আগে ও ২০০০ সালের পরে জন্মগ্রহণকারিদের আবেদন গ্রহণযোগ্য নয়। সিঙ্গেল নিডেল ও ওভারলক মেশিনসহ অন্যান্য মেশিনে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

পাঁচ বছরের কম বয়সী শিশুর মায়েদের নির্বাচন করা হবেনা। নাইট শিফট ডিউটি করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।

অনলাইনে আবেদনকারী ব্যতিত প্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবেনা। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার স্থান জানানো হবে। বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনে বিবেচনা করা হবে।

চাকরির শর্তাবলি :

(১) দৈনিক ৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন এবং ওভারটইম (স্বেচ্ছাধীন);

(২) চাকরির চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়নযোগ্য);

(৩) নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে;

(৪) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে;

(৫) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে;

(৬) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তারা নিয়োগের অযোগ্য হবে ।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ:

নির্বাচিত মহিলা কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে। শুধু মাত্র মেডিক্যাল ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ ২২০/- (দুইশত বিশ) টাকা খরচ হবে যা কোম্পানিতে যাওয়ার পর ফেরত দেয়া হবে ।

সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে: ৪ (চার) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ০১ (এক) সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি ।

আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্রসহ সাক্ষাৎকার/প্র্যাকটিকাল টেস্ট প্রদানের জন্য নিম্নবর্ণিত স্থান ও সময়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে ।

তারিখ ও বারস্থানসময়
১৪ এপ্রিল ২০২৩ খ্রি. শুক্রবারবাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর, ঢাকাসকাল ৮.০০ টায়

অফিস ঠিকানা : প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা) ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০, বাংলাদেশ।

জর্ডানে গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। Bio-data (জীবন বৃত্তান্ত) সঙ্গে আনার প্রয়োজন নেই ।

Source www.boesl.gov.bd/
Leave A Reply

Your email address will not be published.