তাঁত বোর্ডের অধ্যক্ষ (সিএইচপিইডি)[৩য় গ্রেড] পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ
বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বার্তপিই) এর রাজস্ব খাতের ৩য় গ্রেডভুক্ত “অৰাক্ষ (সিএইচপিইডি)” এর ০১টি স্থায়ী শূন্যপদে নিয়োগের নিমিত্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ।
বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিউট (বাইি) এর রাজস্ব খাতের ৩ গ্রেডভুক্ত “অধ্যক্ষ (সিএইচপিইডি)” এর ০১টি স্থায়ী শূন্যপদে নিয়োগের লক্ষ্যে গত ০৮.০৪.২০২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা ও ০৯.০৪.২০২৩ খ্রিঃ তারিখে মৌখিক পরীক্ষার ফলাফল, প্রার্থীর একাডেমিক ফলাফল, চাকরির অভিজ্ঞতা এবং বার্তানোর বিদ্যমান প্রবিধানমালাসহ নিয়োগ সংক্রান্ত সরকারি বিধি-বিধান অনুসরণপূর্বক বাংলাদেশ তাঁত বোর্ডের ১নং নিয়োগ/পদোন্নতি বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নোক্ত পদের বিপরীতে বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীকে ৩য় গ্রেডভুক্ত “অধ্যক্ষ (সিএইচপিইডি)” এর ০১টি স্থায়ী শূন্যপদে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী আগামী ০২.০৫.২০১৩ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময়ে চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড বরাবর যোগদানপত্র দাখিল করবেন। নির্ধারিত তারিখে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী যোগদানে ব্যর্থ হলে উক্ত প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর রোল নম্বর জানা যাবে এই www.bhb.gov.bd লিংকের মাধ্যমে ।
তাছাড়া, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিম্নবর্ণিত প্রার্থীকে মেধাক্রমের ভিত্তিতে শূন্যপদে নিয়োগের জন্যও কমিটি কর্তৃক অপেক্ষমান রাখার সুপারিশ করা হয়। বর্ণিত অপেক্ষমান তালিকা অত্র নোটিশ জারির পর থেকে আগামী ০৩ (তিন) মাস সময়ের জন্য কার্যকর থাকবে ।