The news is by your side.

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | TSS Job Circular 2021

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : (Telephone Shilpa Sangstha Job) বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড সংক্ষেপে যাকে বলা হয় টেশিস । বরাবরের মতো টেশিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নিয়ে আলোচনার আগে চলুন জেনে নেয়া যাক, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড এর কাজ কি এবং টেশিস এর সংক্ষিপ্ত পরিচিচি- টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) হলো বাংলাদেশ সরকারের মালিকানাধীন টেলিকম কোম্পানি। টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড কোম্পানি বাংলাদেশে টেলিফোন, মোবাইল ফোন, ল্যাপটপ তৈরি ও সংযোজন করে থাকে। আপনারা অনেকেই জানেন যে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড ২০১১ সালে দোয়েল নামে প্রথম ল্যাপটপ তৈরি /সংযোজন করেছিলো। টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদন করার আগে জেনে নিন টেশিস এর কিছু পন্যসমূহের নাম: টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) এর পন্য তালিকায় রয়েছে- পিএসটিএন টেলিফোন সেট, পিএবিএক্সঃ সিস্টেম, ডিজিটাল মিটার, মোবাইল ব্যাটারি ও চার্জার, ল্যাপটপ। (তথ্যসূত্র: Telephone Shilpa Sangstha (TSS) Ltd.)।

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | TSS Jobs Circular

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুসারে Telephone Shilpa Sangstha Job  শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে নিচে দেয়া শর্তমতে অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের থেকে দরখাস্ত আহবান করেছে। আপনি কি টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড টেশিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশের অপেক্ষায় ছিলেন? তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। কারন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি (TSS Job Circular 2021) প্রকাশ করেছে। আপনি সেরা জবস ওয়েবসাইটে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ নিয়োগ চিত্র, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) পরীক্ষার তারিখ ও ফলাফল, টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। নিচে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (TSS Job Circular 2021) নিয়োগের বিস্তারিত তথ্য তুলে ধরা হইল।

See also  সৌদি আরবে 'ড্রাইভার' পদে চাকরির সুযোগ

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | TSS Job Circular 2021

টেশিস নিয়োগ সার্কুলার ২০২১ প্রকাশিত নতুন এই নিয়োগে ১৭ পদে মোট ৫৯ জনকে নিয়োগ দিবে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস)। (TSS Job Circular 2021) টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড টেশিস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ:

প্রতিষ্ঠানের নাম টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড বাংলাদেশ
পদ সংখ্যা ৫৯ জন
বয়স ১৮-৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন সরকারি
ওয়েবসাইট www.tss.com.bd
আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১ (বর্ধিত)
আবেদন প্রক্রিয়া অনলাইন
আবেদনের ঠিকানা tss.teletalk.com.bd

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | Govt Job Circular 2021

পদবীর নামঃ কোম্পানি সচিব
পদবীর সংখ্যাঃ ০১ টি।
শিক্ষা যোগ্যতাঃ স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর/এমবিএ।
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১০ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ ৫৫৯০০/৮৬০৫১ টাকা।

পদবীর নামঃ উপমহাব্যবস্থাপক (কারিগরি)
পদবীর সংখ্যাঃ ০৩ টি।
শিক্ষা যোগ্যতাঃ স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয়/কলেজ হতে স্নাতক (বাণিজ্য)/স্নাতকোত্তর (বাণিজ্য) ডিগ্রি।
বেতনঃ ৫৫৯০০/৮৬০৫১ টাকা।

পদবীর নামঃ উপ মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
পদবীর সংখ্যাঃ ০১ টি।
শিক্ষা যোগ্যতাঃ স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশলে স্নাতক।
বেতনঃ ৫৫৯০০/৮৬০৫১ টাকা।

পদবীর নামঃ প্রােগ্রামার
পদবীর সংখ্যাঃ ০১ টি।
শিক্ষা যোগ্যতাঃ স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশলে স্নাতক ও সফটওয়্যার ও এপস এ।
অন্যান্য দক্ষতাঃ ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ ৪৬১৫০/৭৬৮৩৬ টাকা।

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | টেলিফোন শিল্প সংস্থায় চাকরি

পদের নামঃ সহকারি প্রােগ্রামার
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কম্পিউটার সায়েন্স প্রকৌশলে স্নাতক।
অন্যান্য যোগ্যতাঃ সফটওয়্যার এ অভিজ্ঞতা আবশ্যক।
বেতনঃ ২৮৬০০/৬৫৫৪৪ টাকা।

পদের নামঃ সহকারি ব্যবস্থাপক (কারিগরি)
পদ সংখ্যাঃ ১১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয়/কলেজ হতে তড়িৎ ও ইলেকট্রনিক্স, যান্ত্রিক/কম্পিউটার সায়েন্স, ইসিই, ইর্টিই বিষয়ে স্নাতক।
বেতনঃ ২৮৬০০/৬৫৫৪৪ টাকা।

See also  আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ

পদের নামঃ সহকারি ব্যবস্থাপক (সাধারণ)
পদ সংখ্যাঃ ১১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুসারে আপনার যেকোন বিষয়ে স্নাতক/এমবিএ।
বেতনঃ ২৮৬০০/৬৫৫৪৪ টাকা।

পদের নামঃ কনিষ্ঠ সহকারি ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ১৮+১+২+১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/বিবিএ/ডিপ্লোমা।
বেতনঃ ২০৮০০/৪৭৬৬৩ টাকা।

পদের নামঃ কনিষ্ঠ হিসাবরক্ষক ও ষ্টোর কিপার
পদ সংখ্যাঃ ০২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (বাণিজ্য বিভাগ)।
অন্যান্য যোগ্যতাঃ দুই বছরের অভিজ্ঞতা
বেতনঃ টেলিফোন শিল্প সংস্থায় চাকরি পেলে আপনার বেতন হবে ১৪৬৯০/৩৩৬৫৯ টাকা।

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | টেশিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি (বিজ্ঞান বিভাগ) ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার বিষয়ে ০১ বছরের অভিজ্ঞতা।
মাসিক বেতনঃ ১৩২৬০/৩০৩৮০ টাকা।

পদের নামঃ অফিস সহকারি ও বিক্রয় সহকারি
পদ সংখ্যাঃ ২+৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ টেশিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুসারে আপনাকে যেকোন বিভাগে এইচএসসি পাশ হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা
মাসিক বেতনঃ ১৩২৬০/৩০৩৮০ টাকা।

পদের নামঃ টেকনিশিয়ান
পদ সংখ্যাঃ ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ টেশিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ অনুযায়ী উক্ত পদে আবেদন করতে আপনাকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ হতে হবে।
মাসিক বেতনঃ ১২০৯০/২৭৬৯৭ টাকা।

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | Telephone Shilpa Sangstha Job

টেলিফোন শিল্প সংস্থা নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১ প্রার্থীর বয়সসীমা : সাধারণ প্রার্থীদের বেলায় বয়স ১৮ হইতে ৩০ বছর এবং বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর’। তবে (বীর মুক্তিযােদ্ধা/শহীদ বীর মুক্তিযােদ্ধাদেও পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর)। জেনে রাখুন, বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য হইবে না।

TSS Job Circular Teletalk Apply 2021

টেলিফোন শিল্প সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদন প্রক্রিয়া জানুন : আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই tss.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। Sherajobs.com সকল চাকরির খবর, চাকরির পরীক্ষার সময়সূচি, নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে থাকে । এখানে প্রতিদিন চলমান চাকরির নিয়োগ সরকারী চাকরি, বেসরকারি চাকরি, এনজিও জব, কোম্পানির চাকরি, খণ্ডকালীন চাকরী, চুক্তিভিত্তিক চাকরি, অস্থায়ী চাকরি, অনলাইন জব, গ্লোবাল চাকরিগুলো পাবেন। তাই এক জায়গায় সবকিছু পেতে নিয়মিত প্রতিদিন আমাদের সাইট ভিজিট করতে ভুলবেন না।

See also  ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেড নেবে, ড্রাইভার ও সিকিউরিটি গার্ড
টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড নিয়ােগ | Telephone Shilpa Sangstha Job

টেলিফোন শিল্প সংস্থা নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২১ আবেদনের শেষ সময়সীমা : আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবে। শেষ সময়ের জন অপেক্ষা না করে TSS Job Circular 2021 আজই আবেদন করুন ।

নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আরও পড়ুন