WBMSC Sub Overseer Exam Date | Syllabus and Question Pattern
WBMSC Sub Overseer Exam Date | Syllabus and Question Pattern
WBMSC Sub Overseer Exam Date 2023 : পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) দ্বারা ২০২২ সালে জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (Sub-Overseer ) পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (MSC) প্রার্থীদের জন্য আগামী মাসে লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।
WBMSC Sub Overseer Exam Date 2023
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন Sub-Overseer পদের জন্য লিখিত পরীক্ষার WBMSC Sub Overseer Syllabus তৈরি করেছে।
- জেনারেল নলেজ (ভারতের ইতিহাস ও ভারতের ভূগোল)
- কারেন্ট অ্যাফেয়ার্স
- ইংরেজি
- বিজ্ঞান
- গণিত এবং
- রিজনিং
WBMSC Sub Overseer Exam Pattern
পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন Sub-Overseer পদের জন্য লিখিত পরীক্ষা (MCQ), ইন্টারভিউ এর ব্যবস্থা করেছে ।
WBMSC Sub Overseer লিখিত পরীক্ষা–
Sub-Overseer পদের জন্য লিখিত পরীক্ষাটি হবে ২০০ নম্বরের, ১০০ টি MCQ প্রশ্নের সহযোগে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ০২ ঘন্টা। এবং প্রত্যেক প্রশ্ন ভুলের জন্য অতিরিক্ত ০১ নম্বর কাটা যাবে।
WBMSC Sub Overseer ইন্টারভিউ-
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ (Personality Test) হবে কলকাতায়। পরীক্ষাটি পরীক্ষার্থীদের গুণগত মানের ওপর নির্ভর করে অনুষ্ঠিত হবে। ইন্টারভিউ হবে ৪০ নম্বরের। এবং সর্বশেষ মেধা তালিকা প্রকাশিত হবে পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের সম্মিলিত ফলাফলের উপর নির্ভর করে।
WBMSC পরীক্ষার নিয়ম
মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়মাবলী ও বিধি নিষেধ জারি করা হয়েছে ।
- পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে আসতে হবে ও সঙ্গে ১ কপি ফটো
- পরীক্ষার্থীদের এডমিট কার্ডে ১ কপি ছবি লাগাতে হবে।
- পরীক্ষার্থীদের কালো কালির কলম আনা বাধ্যতামূলক।
- কোনরকম ইলেকট্রিক গেজেট, ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া নিষিদ্ধ।
West Bengal Municipal Service Commission
Wbmsc sub overseer exam date syllabus and question pattern 2023 wbmsc sub overseer question paper wbmsc sub overseer syllabus wbmsc sub overseer exam date 2023 wbmsc sub overseer salary sub overseer exam question paper sub overseer job description kmc sub overseer job profile, WBMSC Sub Overseer Exam Date 2023
Latest News : India Post Office Recruitment 2023 – indiapost.gov.in