The news is by your side.

India Post Office Recruitment 2023 – indiapost.gov.in

India Post Office Recruitment 2023 PDF

India Post Office Recruitment 2023 : পোস্ট অফিসের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের লক্ষ্যে India Post Office Recruitment 2023  জারি হয়েছে । আগ্রহী প্রার্থীদের Post Office Recruitment 2023 প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আপনি যদি মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অধীনস্থ পোস্ট অফিসে চাকরিপ্রার্থী হন, তাহলে প্রকাশিত সম্পূর্ণ India Post Office Recruitment 2023 মনযোগ সহকারে দেখুন। প্রিয় চাকরি প্রত্যাশীগণ, India Post Office Recruitment 2023 সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন যোগ্যতা, বেতন ও সুযোগ সুবিধা কি জেনে নেয়া যাক ।

আবেদন যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন এবং অন্যান্য বিষয়গুলি জেনে নিন। উক্ত India Post Office Recruitment 2023  – এর পদের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো ।

India Post Office Recruitment 2023

সম্প্রতি মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অধীনস্থ পোস্ট অফিসেদিল্লিতে স্টাফ কার ড্রাইভার পোস্ট (অর্ডিনারি গ্রেড) পদের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়ে Post Office Recruitment 2023 বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী প্রার্থীদের শীঘ্রই আবেদন করতে বলা হলো। প্রার্থীরা আরও বিস্তারিত জানার জন্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

পোস্ট অফিস রিক্রুটমেন্ট ২০২৩

প্রকাশিত India Post Office Recruitment 2023 বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৩১.০৩.২০২৩। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। India Post Office Recruitment 2023 সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা পোস্ট অফিস
পদের নাম স্টাফ কার ড্রাইভার পোস্ট(অর্ডিনারি গ্রেড)
পদের সংখ্যা
কাজের স্থান নয়াদিল্লি
নির্বাচন পদ্ধতি বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদন প্রক্রিয়া চলমান
শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে দেখুন
বেতনক্রম বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদন পদ্ধতি বিশদ দেখুন
আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে
See also  BTSC Pharmacist Vacancy 2023 - Notification Out for 1539 Posts

India Post Office Recruitment 2023

আবেদন যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদন শেষ তারিখসহ অন্যান্য প্রয়জনীয় তথ্য জানতে দেখুন । আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।

[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”India Post Office Recruitment 2023 PDF” attachment_id=”58686″ /]

আবেদনের যোগ্যতা : প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিজমের জ্ঞান থাকা আবশ্যিক।

অভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছর মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ম্যাট্রিকুলেশন স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে।হোম গার্ড বা সিভিল ভলান্টিয়ার হিসেবে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

 

Source www.indiapost.gov.in