Lady Constable Recruitment 2023 – রাজ্যে ১৪২০ পদে লেডি কনস্টেবল নিয়োগ
West Bengal Lady Constable Recruitment 2023: Apply for 1420 posts from April 23
পশ্চিমবঙ্গ লেডি কনস্টেবল নিয়োগ 2023 : (WBP Lady Constable Recruitment 2023) পশ্চিমবঙ্গের লেডি কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর। অপেক্ষার অবসানের পর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (WBPRB) এর মাধ্যমে Lady Constable Recruitment 2023 প্রকাশিত হয়েছে ।
WBP Lady Constable Recruitment 2023
WBP Lady Constable Recruitment 2023 অনুযায়ী যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে শুধুমাত্র মহিলা প্রার্থীগন লেডি কনস্টেবল পদেআবেদন করতে পারবেন।
WBP Lady Constable পদে শিক্ষাগত যোগ্যতা, সুযোগ-সুবিধাসহ আবেদন পদ্ধতি নিয়োগ তথ্য নিয়ে বিস্তারিত তথ্য নিয়ে www.sherajobs.com এই আটিক্যাল তৈরি করেছে ।
WB Lady Constables Recruitment 2023- Overview
Recruitment Board West Bengal Police Recruitment Board (WBPRB)
Post Name Lady Constable
Vacancy 1420
Job Category Govt Jobs
Online Application Mode Online
Online Registration 23rd April-22nd May 2023
Selection Process
Preliminary Exam
Physical Measurement Test (PMT)
Physical Efficiency Test (PET)
Final Written Examination and Interview
Official Website @wbpolice.gov.in
পদের নাম-: লেডি কনস্টেবল (Lady Constable)
পদসংখা-: ১৪২০ টি।
শিক্ষা যোগ্যতা-: Lady Constable Recruitment 2023 অনুযায়ী আগ্রহী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা: আবেদনকারী কে অবশ্যই শুদ্ধ বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। তবে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়ম কার্যকরী নয়।
West Bengal Lady Constable Recruitment 2023: Apply for 1420 posts from April 23
শারীরিক যোগ্যতা: গোর্খা জনজাতি, গড়ওয়ালিস, রাজবংশী জনজাতি এবং অন্যান্য তাপশালী জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৫ কেজি হতে হবে। অন্যান্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৯ কেজি হতে হবে।
দৌড় প্রতিযোগিতা: সকল প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে।
লেডি কনস্টেবল আবেদন প্রক্রিয়া 2023
বয়সসীমা: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।
আবেদন ফি : তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের (SC/ ST) জন্য আবেদন ফি প্রযোজ্য নয়। কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা প্রদান করতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০/- টাকা এবং প্রসেসিং ফি ২০/- টাকা অর্থাৎ মোট ১৭০/- টাকা প্রদান করতে হবে।
লেডি কনস্টেবল বেতন
বেতন :- পশ্চিমবঙ্গ সরকারের পে লেভেল অনুযায়ী সর্বনিম্ন ২২,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫৮,৫০০/- টাকা অবধি বেতন প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি : Lady Constable Recruitment 2023 এ আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। West Bengal Police Recruitment Board (WBPRB) -এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই Lady Constable পদে আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও আবেদন করতে www.prb.wb.gov.in ওয়েবসাইট ভিজিট করুন ।
আবেদনের সময়সূচি: এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে ২৩ এপ্রিল ২০২৩ থেকে। আবেদন চলবে আগামী ২২ মে ২০২৩ তারিখ ।
প্রিয় চাকরি প্রত্যাশীগণ, Lady Constable Recruitment 2023 সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন যোগ্যতা, বেতন ও সুযোগ সুবিধা কি জেনে নেয়া যাক । চাকরির আবেদন প্রক্রিয়া কঠিন হতে পারে, তবে নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা গুরুত্বপূর্ণ। তাই আপনার আবেদন সঠিকভাবে ফরর্ম্যাট করা গুরুত্বপূর্ণ। Lady Constable Recruitment 2023-এর আবেদন যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদন প্রক্রিয়া বিষয়ক তথ্য রয়েছে, যা আপনার জন্য আবেদন পদ্ধতি সহজ হবে।
WBP Lady Constable Syllabus: Download Now
Official Notification: Download Now
Apply Now: Click Here
west bengal police recruitment 2023 lady constable height wb police gov in lady constable recruitment 2023 kolkata police recruitment west bengal police recruitment kolkata police recruitment 2023 wbp constable, Lady Constable Recruitment 2023, Lady constable recruitment 2023 result Lady constable recruitment 2023 date Lady constable recruitment 2023 apply online west bengal police constable recruitment 2023 kolkata police recruitment 2023 wbp constable 2023 syllabus west bengal police recruitment 2023 apply online date wb excise constable recruitment 2023