The news is by your side.

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | SETU NGO Job – পদসংখ্যা ২৬৪ টি

SETU NGO Job Circular 2022

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু) (পিকেএসএফ, ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচালিত) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদ প্রাপ্ত, সনদ নং- ০০০০০৪৭ ও এনজিও বিষয়ক ব্যুরাের সনদ প্রাপ্ত, সনদ নং-৭৯৫। টাংগাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কাজ করতে আগ্রহী সৎ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহ্বান জানিয়ে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

দেশে উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেড়েই চরছে।  উচ্চশিক্ষা এখন আর কাজ পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না। তরুণরা যত বেশি পড়ালেখা করছে, তাদের ততো বেশি বেকার থাকার ঝুঁকি তৈরি হচ্ছে। এর অনেকগুলো কারণ আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দক্ষ শ্রমিকের অভাব ও সঠিক দক্ষতা ও প্রশিক্ষণ।

তবে, উচ্চশিক্ষার পাশাপাশি সঠিক দক্ষতা ও প্রশিক্ষণ প্রাপ্ত হলে আপনি বাংলাদেশে একটি ভালো বেতনের চাকরি পেতে পারেন। এই সেরা জবস পোষ্টে SETU NGO Job Circular 2022 -এর পদের নাম, পদের সংখ্যা আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নিয়োগ তথ্য বিশ্লেষণ ও পূর্ণাঙ্গ – সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ উপস্থাপন করা হয়েছে । সংশ্লিষ্ট পদে আবেদনের যেসকল যোগ্যতা চেয়েছে তা আপনার একাডেমিক যোগ্যতার সাথে মিল আছে কিনা যাচাই করে SETU NGO Job Circular 2022 -এর  নির্দেশনা অনুসরন করে আবেদনের প্রস্তুতি নিন।

SETU NGO Job Circular 2022

১। পদের নাম : যােনাল ম্যানেজার, গ্রেড-৬-বি
পদের সংখ্যা : ০৪জন
আবেদন যোগ্যতা : যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ। প্রার্থীকে মােটর সাইকেল চালনায় সম্মতসহ নিজস্ব মােটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে বেসিক কম্পিউটার (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং) জানতে হবে। (পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত যে কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে যােনাল ম্যানেজার পদে ২ বছর অথবা এরিয়া ম্যানেজার পদে কমপক্ষে ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে)
বয়স : ৩৫ থেকে ৪৫ বছর ।
বেতন সর্বসাকুল্যে : শিক্ষানবিশকালীন ৫০,০০০/-টাকা এবং নিয়মিত হলে ৫৩,১০০/- টাকা, মােবাইল বিল ৫০০/-টাকা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী মােটর সাইকেলের জ্বালানী বিল প্রদান করা হবে।

See also  ট্রাস্ট ব্যাংক লিমিটেড 'অফিসার' পদে চাকরির সুযোগ

২। পদের নাম : এরিয়া ম্যানেজার, গ্রেড-৭-বি
পদের সংখ্যা : ১০জন
আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর পাশ। প্রার্থীকে মােটর সাইকেল চালনায় সম্মতসহ নিজস্ব মােটর সাইকেলে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং) জানতে হবে। (পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত যে কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার পদে ২ বছর অথবা শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে)
বয়স : অনুর্ধ্ব ৪০
বেতন সর্বসাকুল্যে  : শিক্ষানবিশকালীন ৩৮,০০০/-টাকা এবং নিয়মিত হলে ৪০,৩০০/- টাকা, মােবাইল বিল ৫০০/-টাকা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী মােটর সাইকেলের জ্বালানী বিল প্রদান করা হবে।

৩। পদের নাম : শাখা ব্যবস্থাপক, গ্রেড-৮-বি
পদের সংখ্যা : ৫০জন
আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর পাশ। প্রার্থীকে মােটর সাইকেল চালনায় সম্মতসহ নিজস্ব মােটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেসিক কম্পিউটার (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং) জানতে হবে। (যে কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে)।
বয়স : অনুর্ধ্ব ৩৫
বেতন সর্বসাকুল্যে : শিক্ষানবিশকালীন ৩০,০০০/-টাকা এবং নিয়মিত হলে ৩২,৯০০/- টাকা, মোবাইল বিল ৩৫০/-টাকা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী মােটর সাইকেলের জ্বালানী বিল প্রদান করা হবে।

৪। পদের নাম : ক্রেডিট অফিসার, গ্রেড-১০-বি
পদের সংখ্যা : ২০০জন
আবেদন যোগ্যতা : ন্যূনতম স্নাতক পাশ। প্রার্থীকে বাই-সাইকেল/মােটর সাইকেল চালনায় সম্মতসহ নিজস্ব বাইসাইকেল/মােটর সাইকেল থাকতে হবে।
বয়স : ২২ থেকে ৩৫ বছর
বেতন সর্বসাকুল্যে  : প্রশিক্ষণকালীন ২ মাস। প্রশিক্ষনকালে কর্মীকে ১২,০০০/-টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষনকাল সফলতার সঙ্গে উত্তীর্ণ হলে পরবর্তী ৬ মাস শিক্ষানবিশকাল শিক্ষানবিশকালে কর্মীকে ২০,০০০/-টাকা মাসিক বেতন প্রদান করা হবে এবং নিয়মিত হলে ২১,৯০০/-টকা প্রদান করা হবে।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022

সুযোগ-সুবিধা: সকল পদে শিক্ষানবিশকাল ৬ -মাস। শিক্ষানবিশকাল সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকুরিতে নিয়মিতকরণ করা হবে। নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড (কন্ট্রিবিউটরি), গ্র্যাচুইটির সুবিধা (চাকুরীকাল ৫ বছর পূর্ণ হলে প্রতি বছরের জন্য ১টি, ১০ বছর পূর্ণ হলে প্রতি বছরের জন্য ২টি ও ১৫ বছর পূর্ণ হলে প্রতি বছরের জন্য ৩টি করে সর্বশেষ মূল বেতন প্রদান করা হবে) ও বছরে ৩ – টি উৎসব ভাতা (মূল বেতনের সমান ২টি ও ১টি মূল বেতনের ৫০%) প্রদান করা হবে। এছাড়া, সাপ্তাহিক ছুটি ২ দিন ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন।

See also  প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Company Job Circular 2022

এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022

প্রার্থীকে আবেদন পত্র স্ব-হস্তে লিখতে হবে। আবেদন পত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যােগ্যতা (পাশের সন ও প্রাপ্ত বিভাগ/জিপিএ সহ), জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সচল মােবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সদ্যতােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যােগ্যতার সনদ পত্রের অনুলিপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র/ভােটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।

জামানত : নির্বাচিত প্রার্থীকে ২নং পদের জন্য জামানত বাবদ এককালীন ২০,০০০/-  টাকা, ৩নং পদের জন্য ১৫,০০০/-  টাকা এবং ৪নং পদ প্রার্থীদের ১০,০০০/-টাকা (যা ফেরতযােগ্য) সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

NGO Job Circular 2022

আবেদন ফি : প্রার্থীকে আবেদন পত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ২০০/-  টাকা “সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু)” এই নামে সােনালী ব্যাংক লি., টাংগাইল বাজার শাখা, টাংগাইল, হিসাব নং-৬০২-৬০০-১০০-১৩৪৪-এ অন লাইনে জমা দিয়ে জমার রশিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বারে (০১৮৮১-০০৯৮৮০) ২০৫/- টাকা (রেফারেন্স এ নিজ মােবাইল নাম্বার উল্লেখ করে) প্রদান করে Transaction ID নাম্বার আবেদন পত্রে উল্লেখ করতে হবে।

১ থেকে ৩নং পদ প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার টেষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ৪নং পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ কতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান মােবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এনজিও চাকরির খবর ২০২২

আবেদনের ঠিকানা : আগামী ৩১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে ডাকযােগে/হাতে হাতে অফিস চলাকালীন সময়ে সহকারী পরিচালক (মানব সম্পদ) বরাবরে সােসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু), প্রধান। কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রােড, টাংগাইল এই ঠিকানায় আবেদন পত্র পৌছাতে হবে।

See also  আইএফআইসি ব্যাংক লিমিটেডে 'ট্রানজেকশন সার্ভিস অফিসার' পদে চাকরি

আবেদনের সময়সীমা : ৩১ অক্টোবর ২০২২ তারিখ ।

সর্বশেষ চাকরির খবর ২০২২যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে ১০০ জনের চকরি