Most Read Jobs Site in Bangladesh

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Career Khulna University 2022

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Career Khulna University

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Career Khulna University খুলনা বিশ্ববিদ্যালয়ের বিধি মােতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ডিসিপ্লিনে প্রভাষক (বেতনক্রম ২২,০০০-৫৩,০৬০/- টাকা) এর শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।

খুলনা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম ও সংখ্যা

  • ১। স্থাপত্য ডিসিপ্লিন ০৩টি (শূন্য পদের বিপরীতে)।
  • ২।পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন ০৩ টি (শূন্য পদের বিপরীতে)।
  • ৩। বাংলা ডিসিপ্লিন ০৪ টি (শূন্য পদের বিপরীতে)
  • ৪। ইংরেজি ডিসিপ্লিন ০২টি (শূন্য পদের বিপরীতে)
  • ৫। ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন ০২টি (শূন্য পদের বিপরীতে)
  • ৬। ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন ০২ টি (শূন্য পদের বিপরীতে)।

আবেদন ফি: অনলাইন আবেদনের সাথে ৬০০/- (ছয়শত) টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।

Career – Khulna University

অনলাইনে আবেদন ফরম, পেমেন্ট, নিয়ােগ বিজ্ঞপ্তি এবং নিয়ােগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://ku.ac.bd/career/) পাওয়া যাবে।

যেভাবে আবেদন: আবেদন অনলাইন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ডাউনলােড করতঃ প্রয়ােজনীয় (৩নং শর্তে চাহিত) কাগজপত্রাদিসহ ১০ (দশ) সেট আবেদনপত্র নিম্নস্বাক্ষরকারীর বরাবর ২৪ নভেম্বর ২০২২ খ্রি. তারিখ বিকাল ৪ -০০টার মধ্যে ডাকযােগে/সরাসরি হার্ড কপি প্রেরণ করতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী ০১ নভেম্বর ২০২২ থেকে ২৪ নভেম্বর ২০২২ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।

সেরা জবস থেকে ফায়ার সার্ভিসের শারীরিক যােগ্যতা পরিক্ষা যাচাই ০৬ নভেম্বর

See also  ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, বেতন ৩০,০০০ টাকা
Source দৈনিক জনকন্ঠ