Most Read Jobs Site in Bangladesh

পুলিশের সার্জেন্ট পদে মৌখিক পরীক্ষা ২৫তম ব্যাচ

পুলিশ সার্জেন্ট নিয়োগ পরীক্ষা : বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে জনবল নিয়োগের জন্য কম্পিউটার দক্ষতা পরিক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ১১ এপ্রিল শুরু হবে। সার্জেন্ট নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এবং বর্তমানে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রস্তুতির সুবিধার্থে তাদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা এই আটিক্যালে তুলে ধরা হয়েছে। ২৫তম ব্যাচের সেরা ক্যাডেট সার্জেন্ট আবদুল্লাহ আল নোমান তার অভিজ্ঞতার কথা দৈনিক প্রথম আলোকে জানিয়েছেন।

পুলিশ সার্জেন্ট নিয়োগ পরীক্ষা

প্রার্থী: আমি আসতে পারি, স্যার?
মৌখিক পরীক্ষা বোর্ড : আসুন।

প্রার্থী: বোর্ডে গিয়ে সালাম দিলাম। স্যার বললেন, বসুন। আমি বসার সাথে সাথে আমার পাশে বসা স্যার কাগজপত্র চাইলেন। আমি দিলাম, সে দেখতে লাগল। অন্য স্যাররা প্রশ্ন করতে লাগলেন।

মৌখিক পরীক্ষার বোর্ড: আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন?
প্রার্থী: স্যার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

মৌখিক পরীক্ষার বোর্ড: আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন?
প্রার্থী: বিএসসি ইন অ্যাগ্রিকালচার।

মৌখিক পরীক্ষার বোর্ড: কোষ বিভাজন কি?
প্রার্থী: যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে এক থেকে দুই বা চারটি কোষ গঠন করে তাকে কোষ বিভাজন বলে। বিভাজনের মাধ্যমে যে নতুন কোষ গঠিত হয় তাকে কন্যা কোষ এবং যে কোষ বিভাজিত হয় তাকে মাতৃ কোষ বলে।

মৌখিক পরীক্ষার বোর্ড: মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য কী?
প্রার্থী: বলতে গিয়ে আটকে যাচ্ছিলাম, স্যার বললেন ঠিক আছে। সব সময় সব মনে রাখবেন না।

মৌখিক পরীক্ষার বোর্ড: আচ্ছা বলুন তো জিডিপিতে কৃষির অবদান কত?
প্রার্থী: ১৪ দশমিক ২৩ শতাংশ (২০১৭-১৮ অর্থবছর)

মৌখিক পরীক্ষার বোর্ড: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? কে প্রতিষ্ঠা করেন?
প্রার্থী: স্যার, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১১ ডিসেম্বর ১৯৩৮ সালে ‘বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক। ২০২১ সালে, এটি একটি ইনস্টিটিউট থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

See also  ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের সরকারি চাকরির সুযোগ

মৌখিক পরীক্ষার বোর্ড: ভালো। আপনি একটি ভাল ধারণা আছে. অনুবাদ করুন, ‘এখান থেকে একটি বিল্ডিং দেখা যায়’।
প্রার্থী: A building is seen from here.

মৌখিক পরীক্ষার বোর্ড: শেষ মুঘল সম্রাটের নাম কী?
প্রার্থী: দ্বিতীয় বাহাদুর শাহ।

মৌখিক পরীক্ষা বোর্ড: বাহাদুর শাহ পার্ক কোথায়? এই পার্কের পূর্ব নাম কি?
প্রার্থী: সদরঘাটের কাছে লক্ষ্মীবাজারে অবস্থিত। এই পার্কের আগের নাম ছিল ভিক্টোরিয়া পার্ক।

মৌখিক পরীক্ষা বোর্ড: কেন ১৭ মার্চ বিখ্যাত?
প্রার্থী: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। আর এ কারণেই ১৭ মার্চ বিখ্যাত।

মৌখিক পরীক্ষার বোর্ড : আরেকজন স্যার বললেন স্যার তাকে যেতে দিন এবং অনেক প্রশ্নের উত্তর দিলেন।

মৌখিক পরীক্ষার বোর্ড : ঠিক আছে , আপনি যান,
প্রার্থী: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম আস্তে আস্তে রুম থেকে বের হলাম।

সূত্র : প্রথম আলো

আরও পড়ুনসার্জেন্ট অব পুলিশ নিয়োগ এর লিখিত ও মনস্তত্ব পরীক্ষার সময়সূচি