শিশু একাডেমি ভর্তি ২০২৩ : বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও ৬৪ জেলা ও উপজেলায় চলছে ভর্তি কার্যক্রম। ভর্তির জন্য কেন্দ্রীয় কার্যালয় ও সংশ্লিষ্ট জেলা/উপজেলা শাখা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে । কেন্দ্রীয় কার্যালয়ে ক্লাস শুরু হবে ২৬ জানুয়ারি ২০২৩ তারিখে । এই আটিক্যালে শিশু একাডেমি ভর্তি ২০২৩ এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো ।
শিশু একাডেমি ভর্তি ২০২৩
কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়সমূহ
- ১ বছরের ফাউন্ডেশন কোর্সসহ ৪ বছর মেয়াদী সংগীত
- ৩ বছর মেয়াদী নৃত্য, চিত্রাংকন ও সৃজন, আবৃত্তি ও উপস্থাপনা শৈলী এবং গিটার কার্যালয়ের (হাওয়াইয়ান/স্প্যানিশ)
- ২ বছর মেয়াদী তবলা, নাট্যকলা, ইংরেজি ভাষা শিক্ষা
- ১ বছর মেয়াদী কম্পিউটার, দাবা, সুন্দর হাতের লেখা, বাঁশি, বেহালা, দোতারা।
শিশু একাডেমিতে ভর্তির জন্য বাংলাদেশ শিশু একাডেমির ওয়েবসাইট www.shishuacademy.gov.bd থেকে অনলাইনে ফরম ডাউনলোড করে অথবা সরাসরি অফিস থেকে ফরম সংগ্রহের পর পূরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে কেন্দ্ৰীয় কার্যালয়ে ভর্তি হওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু একাডেমি
ভর্তি ফি : কেন্দ্রীয় কার্যালয়ে ভর্তির জন্য ভর্তি ফি মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি, হিসাব নম্বর এসটিডি ০২০০০০২৫৭৭২৮৯, অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখা, ঢাকায় অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড এর যেকোন শাখায় জমা দেওয়ার পর মূল রশিদ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ ফরম সাংস্কৃতিক (প্রশিক্ষণ) বিভাগে জমা দিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সরাসরি সাংস্কৃতিক (প্রশিক্ষণ) বিভাগে এসে শুধুমাত্র চিত্রাংকন ও সৃজন বিষয়ে ভর্তি হতে পারবে।
চাকরির খবর ২০২৩ : সিলভার লাইন গ্রুপে চাকরি, কর্মস্থল গাজীপুর
যা প্রয়োজন : ফরমের সঙ্গে মাতা, পিতা ও প্রশিক্ষণার্থীর ০২ (দুই) কপি, পাসপোর্ট সাইজ ও ১ (এক) কপি, স্ট্যাম্প সাইজের ছবি, মাতা ও পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রশিক্ষণার্থীর জন্ম সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।
শিশু একাডেমি-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
প্রশিক্ষণার্থীর বয়সসীমা : ০৬ থেকে ১৩ বছর। তবে গিটার (হাওয়াইয়ান/স্প্যানিশ), ইংরেজি ভাষা শিক্ষা, দাবা, কম্পিউটার ও সুন্দর হাতের লেখা বিষয়ে ০৯ থেকে ১৩ বছর।
ভর্তির সময়সীমা : চলবে ১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২৫ জানুয়ারি ২০২৩।
সরকারি চাকরির খবর ২০২৩ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ