শক্তি ফাউন্ডেশনে একাধিক পদে চাকরির সুযোগ
Shakti Foundation Job Circular 2022
শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : বেসরকারী উন্নয়ন সংস্থা “শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন” (এমআরএ সনদ নং ০০১৭৬-০০০৫৯-০০০১৮) যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমােচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের জেলাসমুহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রােগ্রামে নিম্নোক্ত পদের জন্য দরখাস্তের আহবান জানিয়ে শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে অন্যান্য জেলার আগ্রহী প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে ।
শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
শক্তি ফাউন্ডেশনে যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত পদে নিয়োগ পেতে আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই প্রতিযোগীতা মূলক চাকরি যুদ্ধে অংশ নিন । BD Job Posting Sites : Sherajobs.com থেকে আবেদন পদ্ধতি প্রয়োগ করার পর পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেয়া হলো।
শক্তি ফাউন্ডেশন নিয়োগ ২০২২
হেলথ প্রােগ্রাম (Health Program): শক্তি ফাউন্ডেশন এর হেলথ প্রােগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার (SMCC) পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য যােগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
উল্লেখ্য যে, ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা-নবাবগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশােরগঞ্জ, নরসিংদী, কুমিল্লা (চৌদ্দগ্রাম, মজিদপুর, মুরাদনগর, দেবিদ্বার, দাউদকান্দি), নােয়াখালী, মানিকগঞ্জ, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদাহ, যশোর, ঝালকাঠি, মাদারীপুর, বান্দরবন, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শক্তি ফাউন্ডেশনে চাকরির সুযােগ-সুবিধা
- ১-৫ নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ী এলাকায় অবস্থিত শাখাসমুহে কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০-২৫০০/- টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে।
- ২) সংস্থার পলিসি অনুযায়ী দুরত্ব ভাতা (৭৫০-২৫০০/- টাকা, নিজ জেলা থেকে কর্মস্থলের দুরত্ব অনুযায়ী) বৈশাখী ভাতা, বছরে ২ টি উৎসব বােনাস সুবিধা।
- ৩) স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমােশনের সুবিধা।
- ৪) কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে।
- ৫) সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে ১ লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান।
- ৬) নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস স্ব-বেতনে ও ৬ (ছয়) মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিন।
- ৭) কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযােগ।
- ৮) সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথলজিক্যাল টেস্টের সুবিধা।
- ৯) সংস্থার পলিসি অনুযায়ী মাঠপর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেনটিভ সুবিধা।
শক্তি ফাউন্ডেশন প্রশিক্ষণ ফি
প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক পদের জন্য ৫,০০০ টাকা এবং অ্যাকাউন্টেন্ট পদের জন্য ৬,০০০ টাকা জমা দিতে হবে।
শক্তি ফাউন্ডেশন চাকরির জামানত
১,২ ও ৭ নং পদের জন্য জামানত বাবদ ১৫০০০/- টাকা জমা দিতে হবে।
উল্লেখিত ২-৫ (৬ ও ৭ নং ব্যতিত) নং পদের শিক্ষানবিশকাল ৬ মাস ।
আবেদন যেভাবে
আগ্রহী ও যােগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তােলা ০২ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যােগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মােবাইল নম্বরসহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী নভেম্বর ২০, ২০২২ তারিখের মধ্যে পাঠাতে হবে ।
শক্তি ফাউন্ডেশন নিয়োগ 2022
খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে *সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়ােজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদের নিয়ােগ পরীক্ষার জন্য ডাকা হবে । অধ্যয়নরত ছাত্র- ছাত্রীদের আবেদন করার প্রয়ােজন নেই।
Shakti Foundation Job Circular 2022
নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে । লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মােবাইলে SMS (Shakti-01817-031440) এর মাধ্যমে জানানাে হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতিত আর্থিক লেনদেন করে না। নিয়ােগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরােধ করা হলাে।
আবেদন পাঠানাের ঠিকানা
সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর#৪, রােড নম্বর#১ (মেইন রােড), ব্লক#এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।
আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী: শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরাে বিস্তারিত জানতে ভিজিট করুন www.shakti.org.bd/career
শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি শক্তি ফাউন্ডেশন নিয়োগ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ শক্তি ফাউন্ডেশনে চকরির খবর ২০২২, শক্তি ফাউন্ডেশন নিয়োগ