Most Read Jobs Site in Bangladesh

মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর ভিজিটিং লেকচারার প্যানেলভুক্তকরণ বিজ্ঞপ্তি

মেরিন ফিশারিজ একাডেমি (এমএফএ) - www.mfacademy.gov.bd

ভিজিটিং লেকচারার প্যানেলভুক্তকরণ বিজ্ঞপ্তি ২০২২ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মেরিন ফিশারিজ একাডেমি মৎস্য বন্দর, চট্টগ্রাম www.mfacademy.gov.bd ভিজিটিং লেকচারার প্যানেলভুক্তকরণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ।

মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর ক্যাডেটদের নিম্নবর্ণিত বিষয়সমূহে পাঠদানের জন্য ভিজিটিং লেকচারার প্যানেলভুক্ত করা হবে। প্যানেলভুক্ত ভিজিটিং লেকচারারগণকে সপ্তাহে একাধিক ক্লাস পরিচালনা করতে হবে এবং এর বিপরীতে ক্লাস প্রতি সম্মানজনক সম্মানি প্রদান করা হবে।

আগামী ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদেরকে জীবনবৃত্তান্ত ২ কপি পাসপাের্ট সাইজ ছবি ও শিক্ষাগতযােগ্যতার সনদপত্রসমূহের ছায়ালিপিসহ অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম বরাবরে আবেদন করতে হবে।

প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে প্রার্থীদের প্রয়ােজনীয় যােগ্যতার বিবরণী জানা যাবে এই ওয়েবলিংকে প্রবেশ করে

উল্লেখ্য যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান হতে অনুমতি পত্র সংগ্রহ পূর্বক আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৩ অধিশাখা স্মারক নং৩৩.০০.০০০০.১২৮.১৮.০০৭.২১-২৬১, তারিখঃ ১৪ ডিসেম্বর ২০২১ মূলে প্যানেলভূক্ত ভিজিটিং লেকচারারদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই । একাডেমী সংক্রান্ত যেকোন তথ্য জানতে ভিজিট করুন এই www.mfacademy.gov.bd ওয়েবসাইটে ।

আবেদনের সময়সীমা: ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখ

View All Jobs – BRAC Careers

See also  HTML, CSS, JS Developer (1 – 3 Yrs Exp.)
Source http://www.mfacademy.gov.bd/