বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স অনলাইন আবেদন : বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স এর জন্য অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড কর্তৃক প্রদত্ত বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স গ্রহণে আগ্রহী নিম্নে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল ব্যক্তি/প্রতিষ্ঠানকে ০৫/০২/২০২৩ খ্রিঃ তারিখ ২৩-৫৯ ঘটিকার মধ্যে e-service.ocei.gov.bd ওয়েব এড্রেস ব্যবহার করে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনলাইন ব্যতিত সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না।
বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স অনলাইন আবেদন
বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স আবেদন ফরম
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়ঃ রেজিষ্ট্রেশন প্রথমে যে কোনো ওয়েব ব্রাউজার থেকে e-service.ocei.gov.bd লিংকে প্রবেশ করুন।
বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স আবেদন
Registration বাটনে ক্লিক করুন ও User Registration Form পূরণ করুন এবং Submit বাটনে ক্লিক করুন। মোবাইলে একটি চার ডিজিট এর OTP যাবে সেটি ফরমে নির্ধারিত স্থানে ব্যবহার করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
User ID হিসেবে নিজেদের মোবাইল নম্বর (ইংরেজি ডিজিট) অথবা ই-মেইল ব্যবহার করুন।
Password হিসেবে রেজিস্ট্রেশন এ প্রদত্ত পাসওয়ার্ড ব্যবহার করুন। Login বাটনে ক্লিক করুন।
Application Menu তে ক্লিক করুন এবং সাবমেনু থেকে আপনার কাঙ্খিত এপ্লিকেশন ঠিকাদারী লাইসেন্স এপ্লিকেশন এ পদ্ধতি ক্লিক করুন ।
ফাইনাল সাবমিশন: আবেদনের নিয়মাবলি বিস্তারিতভাবে পড়ুন এবং I Agree বাটনে ক্লিক করুন।
বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স আবেদন পদ্ধতি
Online-এ আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে সম্পন্ন করবেন। এ ক্ষেত্রে অন্য মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.ocei.gov.bd হতে পাওয়া যাবে।
বাংলাদেশের সব নতুন চাকরি এই লিংকে পাবেন ।