বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : বিদ্যুৎ সেক্টরে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কর্তৃক ২০১৭ সালে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) গঠিত হয়। বর্তমানে উক্ত ইনস্টিটিউটের চুক্তিভিত্তিক রেক্টর নিয়ােগের জন্য উপযুক্ত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
BPMI বর্তমানে বিদ্যুৎ বিভাগের পরিচালক পদের জন্য একজন যোগ্য প্রার্থী খুঁজছে। সফল প্রার্থী ডিপার্টমেন্টের ক্রিয়াকলাপ তত্ত্বাবধান করার জন্য এবং সমস্ত পাওয়ার সেক্টরের উদ্দেশ্য পূরণ হয়েছে তা নিশ্চিত করার জন্য দায়ী থাকবেন। এটি একটি সিনিয়র-স্তরের অবস্থান এবং সফল প্রার্থী সরাসরি BPMI এর পরিচালনা পর্ষদের কাছে রিপোর্ট করবেন।
বাংলাদেশ গাওয়ার মানেজমেন্ট ইনস্টিটিউট এই পদে কাজর দায়িত্বা
রেক্টর বিপিএমআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা হবেন এবং আর্থিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করবেন।
রেক্টর বিপিএমআই এর গভর্নিং বডির তথা নিয়ােগকারী কর্তৃপক্ষের নিকট সার্বিক কাজের জন্য দায়বদ্ধ থাকবেন
ইনস্টিটিউটের প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন
বাের্ড সভার ও বার্ষিক সাধারণ সভার আয়ােজন করা এবং বিপিএমআই এর গভর্নিং বডির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন
বাের্ড সভার ও বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন
ইনস্টিটিউটের স্থায়ী ভবন নির্মাণের জন্য প্রয়ােজনীয় উদ্যোগ গ্রহণ
বিদ্যুৎ সেক্টরের উন্নয়নে প্রয়ােজনীয় কর্মশালা/সেমিনার/গবেষণা আয়ােজনের উদ্যোগ গ্রহণ;
ইনস্টিটিউটের মেমােরেন্ডাম অব এসােসিয়েশন এবং আর্টিকেল অব এসােসিয়েশন অনুযায়ী অন্যান্য দায়িত্ব সম্পাদন।

শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: প্রকৌশলে ন্যূনতম ২য় শ্রেণির স্নাতক বা যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চতর বা বিশেষ ডিগ্রীধারি প্রার্থী অগ্রাধিকার পাবে; প্রথম শ্রেণির পদ বা ৭ম গ্রেড বা সমতুল্য পদ থেকে শুরু করে ন্যূনতম ২৫ বছরের কৃতিতপূর্ণ চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষত সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রশিক্ষণ ও পাওয়ার সেক্টরে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে; শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ গ্রহণযােগ্য হবে না।
বেতন কাঠামাে: মুল বেতন টাকা ১,৮৫,০০০/, মুল বেতনের ৫০% বাড়ি ভাড়া ও কর্তৃপক্ষের প্রদত্ত আনুষাঙ্গিক সুবিধাদি।
যা যা প্রয়োজন: আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যােগ্যতা, সংশ্লিষ্ট সকল অভিজ্ঞতা ও প্রয়ােজনীয় অন্যান্য তথ্য সম্বলিত বায়ােডাটাসহ আবেদন করতে হবে। ২ (দুই) কপি সদ্য তােলা পাসপাের্ট আকারের রঙিন ছবি। সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা বা কোম্পানিতে কর্মরত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র আগামী ০৭/০৭/২০২২ তারিখের মধ্যে পরিচালক (প্রশাসন ও অর্থ), বি পি এম আই , প্লট-২, সড়ক-৪, পূর্বাচল নতুন শহর, রূপগঞ্জ, নারায়নগঞ্জ এর নিকট সরাসরি বা ডাকযােগে পৌঁছাতে হবে। • আবেদনপত্র গ্রহণ এবং বাতিল করার অধিকার কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।
আবেদনের সময়সীমাঃ ৭ জুলাই ২০২২ তারিখ ।
- Clear Aligner Dental Centers Near Me — Where’s the Most Reliable Place to Go?
- PPF Benefits in Orlando: How Paint Protection Film Keeps Your Car Looking New
- 10 Figma’s Non-Obvious Features That Will Make Your Work Easier
- How to Get More Followers on Facebook: 15+ Ways (2024)
- অসংখ্য পদে জনবল নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ