মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Madaripur Palli Bidyut Job 2022
Madaripur Palli Bidyut Job 2022
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Madaripur Palli Bidyut Job 2022 মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-এর নিবর্ণিত চুক্তিভিত্তিক পদে লােকবল নিয়ােগের মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ লক্ষ্যে প্রকাশ করেছে । যোগ্যতা পূরণসাপেক্ষে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগে আবেদন করতে পারবেন আপনিও ।
- চলমান অন্যান্য চাকরির খবর পাবেন এই লিংকে ।
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম: মিটার রিডার মিটার রিডার (চুক্তিভিত্তিক)
বয়সসীমা: ২২ মার্চ ২০২২ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর
অভিজ্ঞতা: আগ্রহী প্রার্থীর ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) মিটার রিড়ারকাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে ০৩ বছর/০৬ বছর ০৯ বছর ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্মসম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যােগ্যতা: প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত, ব্যক্তিত্ব সম্পন্ন, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে । প্রার্থীর নিজস্ব বাই-সাইকেল থাকতে হবে এবং বাই সাইকেল চালনায় পারদর্শী। প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয়ে অর্থাৎ যােগ, বিয়ােগ, গুন, ভাগ ইত্যাদি।
বেতন স্কেল: পবিস বেতন কাঠামাে-২০১৬ অনুযায়ী ১৪,৭০০,০০ হতে ২৬,৬৮০.০০ টাকা সহ পবিস নির্দেশিকা সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতাদি ।
Madaripur Palli Bidyut Job Circular 2022
চুক্তির সময়কাল: নিবাচিত প্রার্থীকে ০৩ (তিন) বছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়ােগ করা হবে। চুক্তিকালীন কাজকর্ম ও প্রতি বছরের কমমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর কর্তৃপক্ষের ইদ্মাক্রমে ন্যূনতম ২/১ দিন বিরতি দিয়ে পুনরায় ০৩ (তিন) বছর মেয়াদে ২য় চুক্তি সম্পাদন এবং একই নিয়মে সুষ্ঠুভাবে কমর্সম্পাদনের পর সন্তোষজনক কমমূল্যায়ন সাপেক্ষে পুনরায় আরও ০৩ (তিন) বছর মেয়াদের জন্য ৩য় চুক্তি সম্পাদন করা যেতে পারে। তবে সর্বোচ্চ (০৩+৩+৩) = ০৯ (নয়) বছর অথবা ৫৫ বছর বয়স পর্যন্ত (যেটি আগে আসে) অত্র সমিতির চাকুরীতে নিয়ােজিত থাকতে পারবেন।
Madaripur Palli Bidyut Job 2022
আবেদনপত্র পাঠানোর ঠিকানা ও নিয়ম: আগ্রহী প্রার্থীগণ মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর এই ওয়েবসাইট হতে আবেদন ফরম (ফরম নং পমাসপ ১১০-০০২,ভার্সন-০১) A-4 সাইজের কাগজে ডাউন লােড পুর্বক প্রার্থী নিজ হাতে/টাইপকৃত যথাযথভাবে পূরণ করে আগামী ২২ মার্চ ২০২২ তারিখ অফিস চলাকালীন সময়ের (বিকাল ৫:০০ ঘটিকা) মধ্যে জেনারেল ম্যানেজার, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মস্তফাপুর, মাদারীপুর এর বরাবরে ডাকযােগে, কুরিয়ার সাভির্স এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সংক্রান্ত আরও জানা যাবে অফিসিয়াল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ।
আবেদনের সময়সীমা: ২২ মার্চ ২০২২ তারিখ