ফায়ারফাইটার পদে লিখিত পরীক্ষার তারিখ : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ০৬/১০/২০২১ তারিখে ৫৮.০৩.০০০০.০০২.১১.০৩২.২১-৯৩২৯ নং স্মারকে জারিকৃত নিয়ােগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে “ফায়ারফাইটার” পদে আবেদনকারীদের মধ্যে শারীরিক যােগ্যতা যাচাই পরীক্ষায় সেকল প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের লিখিত পরীক্ষা আগামী ১২/১১/২০২১ তারিখ রােজ শুক্রবার বিকাল ০৩.০০ ঘটিকায় নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
ফায়ারফাইটার পদে লিখিত পরীক্ষার তারিখ
ফায়ারফাইটার পদে লিখিত পরিক্ষার স্থান: সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, ৩০, নিউ বেইলী রােড, রমনা, ঢাকা-১২১৭।
ফায়ারফাইটার পদে উত্তীর্ণদের তারিখ: ১২/১১/২০২১ (রােজ: শুক্রবার) বিকাল: ০৩.০০ ঘটিকা।
ফায়ারফাইটার পদে পরিক্ষার বিষয়ে টেলিটক থেকে প্রার্থীদের নিকট SMS প্রেরণ করা হবে। সেই সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েব সাইটে (www.fireservice.gov.bd) এবং নােটিশ বাের্ডেও এ সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করা হবে।
ফায়ারফাইটার পদে লিখিত পরীক্ষা
বিস্তারিত আসন বিন্যাস প্রার্থীগণ কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারবেন। টেলিটক কর্তৃক SMS প্রাপ্তির প্রেক্ষিতে Admit card ডাউনলােড করতঃ Admit card সহ প্রার্থীগণকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। “প্রার্থীদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।