Most Read Jobs Site in Bangladesh

পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Strengthening Household Ability to Respond to Development Opportunities (SHOUHARDOIII)

পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : পিপলস্ ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) কর্তৃক বাস্তবায়িত কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে Strengthening Household Ability to Respond to Development Opportunities (SHOUHARDOIII) কর্মসূচীর আওতায় নেত্রকোনা ও কিশােরগঞ্জ জেলার অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, নিকলি, কলমাকান্দা, খালিয়াজুরি ও মদন উপজেলায় প্রত্যন্ত গ্রামে/ইউনিয়নে কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে অত্র অঞ্চলের দরিদ্র ও অতিদরিদ্র জনগােষ্ঠির সাথে কাজ করতে প্রতিশ্রুতিশীল আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান জানিয়ে পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।

পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পদের নাম: পিয়ন কাম নাইট গার্ড
পদের সংখ্যা: উল্লেখ নাই
শিক্ষাগত যােগ্যতা: অষ্টম শ্রেনী
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১-২ বছরের অভিজ্ঞতা।

দায়িত্ব ও কর্তব্য:

  • অফিসের যাবতীয় জিনিসপত্রের রক্ষনাবেক্ষন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  • প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • সুঠাম দেহের অধিকারী হতে হবে।
  • অফিস ডেস্কের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
  • চা বানানাে ও পরিবেশন করা। অফিস কর্মকর্তাদের ফটোকপি, স্ক্যানিং, প্রিন্টিং ইত্যাদি কাজে সহযােগীতা করা।
  • প্রতিষ্ঠানের প্রয়ােজন সাপেক্ষে যখন যে কাজ বা দায়িত্ব দেয়া হবে তা সঠিকভাবে পালন করা ।

এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বেতন: সর্বসাকুল্যে মাসিক ১১,৪২২/-টাকা এবং প্রকল্প নির্ধারিত অন্যান্য সুযােগ সুবিধা।
কর্মসূচীর মেয়াদ: আগষ্ট ৩১, ২০২২ পর্যন্ত।

পপি এনজিও নিয়োগ 2022

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি সদ্যতােলা রঙ্গিন ছবি এবং আবেদনকারীর পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত মােবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ২০/০৩/২০১২ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), বাড়ী নং-৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ এই ঠিকানায় ডাকযােগে/কুরিয়ারে/ সরাসরি প্রেরণ করতে হবে।

পপি এনজিও নিয়োগ 2022

অসম্পূর্ন আবেদন গ্রহনযােগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়ােগ পরীক্ষা গ্রহন করা হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।

See also  Sylhet DC Office Job Circular 2023 | সিলেট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদনের সময়সীমা: ২০/০৩/২০১২ তারিখ