Most Read Jobs Site in Bangladesh

মাঠ কর্মকর্তা পদে চাকরি দিবে, পপি এনজিও

পপি এনজিও নিয়োগ ২০২২ POPI NGO Job Circular 2022

পপি এনজিও নিয়োগ ২০২২ : (POPI NGO Job Circular 2022) এনজিওতে কাজ খুবই প্রাণবন্ত এবং বহুমাত্রিক, তবে যেকোন প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার পূর্বে এই সেক্টরে প্রতিষ্ঠানটির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। পিপলস্‌ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) – ‘মাঠ কর্মকর্তাপদে জনবল নিয়োগের লক্ষ্যে পপি এনজিও নিয়োগ ২০২২ প্রকাশ করেছে ।

POPI NGO Job Circular 2022

  • পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি এনজিও -এর আরও চাকরি এই লিংকে পাবেন ।

পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘মাঠ কর্মকর্তা পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান জানিয়েছে। যোগ্যতা ও আগ্রহ থাকলে আবেদন করুন আজই ।

পপি এনজিও নিয়োগ ২০২২ সার্কুলার

পিপলস্‌ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এনজিওতে যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত পদে নিয়োগ পেতে পপি এনজিও নিয়োগ ২০২২ আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই প্রতিযোগীতা মূলক চাকরি যুদ্ধে অংশ নিন । আবেদন পদ্ধতি প্রয়োগ করার পর পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেয়া হলো।

পপি এনজিও নিয়োগ ২০২২

প্রতিষ্ঠানের নাম পিপলস্‌ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)
পদের নাম মাঠ কর্মকর্তা
পদসংখ্যা নির্ধারিত নয়
প্রার্থীর ধরন নারী-পুরুষ
বেতন ১৯,৯১৫-২৪,০৮৮/-
প্রকাশের তারিখ ১২ অক্টোবর ২০২২
আবেদনের সময়সীমা ২০ অক্টোবর ২০২২  তারিখ

পিপলস্‌ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)

প্রতিষ্ঠানের নাম: পিপলস্‌ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) 
পদের নাম: মাঠ কর্মকর্তা
পদের সংখ্যা: নির্দিষ্ট না

See also  ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ৬ পদে ২৫ জনের চাকরি, আবেদন অনলাইনে

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।
অভিজ্ঞতা/দক্ষতা: শিক্ষানবিশ
চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩৫ বছর ।
প্রার্থীর ধরন: নারী/পুরুষ
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন/সুযোগ সুবিধা : শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে = ১৯,৯১৫/- এবং স্থায়ীকরণের পর-২৪,০৮৮/-(ক্রেডিট ভাতা, মোবাইল বিল ও লাঞ্চভাতাসহ)।

পিপলস্‌ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)

অন্যান্য শর্তাবলী: উল্লেখিত পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকালে স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে।

এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে। সিনিয়র মাঠ কর্মকর্তা/মাঠ কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জালানী খরচ প্রদান করা হয়। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পপি’র কর্মএলাকায় নিয়োগ দেয়া হবে। তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে।

নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ ১০,০০০/- টাকা জামানত বাবদ প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযোগ্য। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ফি বাবদ ২,০০০/- টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে ।

প্রার্থীদেরকে “পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)” একাউন্ট নম্বর-৪৪১৬৪৩৬০০০৯৪৬ (সোনালী ব্যাংক লিঃ, লালমাটিয়া শাখা) অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে ২০০/- টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ ও ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পপি এনজিও চাকরির খবর পপি এনজিওতে ‘এম.আই.এস. অফিসার’ পদে চাকরি

খামের উপরে অবশ্যই পদের নাম ও যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। কলেজে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন পদ্ধতি: পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে  আবেদনে আগ্রহী ও যোগ্য চাকরিপ্রত্যাশীদের এই ওয়েবলিংকে প্রবেশ করে পূর্ণাঙ্গ পপি এনজিও নিয়োগ ২০২২ ভালো ভাবে জেনে Apply বাটনে ক্লিক করে সঠিক নিয়মে আবেদন করতে হবে । Follow Google News to get latest job news

See also  পরিবার পরিকল্পনা নিয়োগ নোটিশ - পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৩ সার্কুলার

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭

আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০০  তারিখ ।

Chakrir Khobor 2022 সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডে ১৬ জনের চাকরি

Source bdjobs.com