Most Read Jobs Site in Bangladesh

সরকারিভাবে জর্ডানের Jerash গার্মেন্টস-এ দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার।

সরকারিভাবে জর্ডানের Jerash গার্মেন্টস-এ দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার।

জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: Jerash Garments & Fashion Mfs. Co বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে সরাসরি সাক্ষাৎকার। আগ্রহীদের আগামী ১৫ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে ।

জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম : Jerash Garments & Fashion Mfs. Co
পদের নাম : মহিলা সুইং মেশিন অপারেটর (Sewing Machine Operator)
পদের সংখ্যা : ৬০ জন ।
মাসিক মূল বেতন : ১২৫ জেডি ।

আগ্রহীদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকেত হবে এবং বয়স ২০-৩৬ বছরের মধ্যে হতে হবে।

জর্ডানে গার্মেন্টস কর্মী নিয়োগ শর্তাবলি

  • (১) দৈনিক ০৮ (আট) ঘন্টা ডিউটি, সপ্তাহে ০৬ (ছয়) নিন এবং ওভারটাইম (স্বেচ্ছাধীন)।
  • (২) চাকুরির চুক্তি ০৩ (তিন) বছর (নবায়নযোগ্য)।
  • (৩) নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে।
  • (8) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
  • (৫) অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
  • (৬) যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তার নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন।
  • (গ) জর্ডান বিদেশ ফেরত কোন কর্মী জেরাশ গার্মেন্টসে যেতে পারবেন না, তাই বিদেশ ফেরত কর্মীদের আবেদন করার প্রয়োজন নেই।

বোয়েসেল-এর সার্ভিস চার্জ ও অন্যান্য

নির্বাচিত কর্মীদের বোয়েসেল-এর সার্ভিস চার্জ, বর্হিঃগমন ট্যাক্স, ১৫% অ্যাট, বোয়েসেল-এর রেজিস্ট্রেশন ফি, স্মার্টকার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে ফিঙ্গার প্রিস্টের ফি নির্বাচিত কর্মীদে বহন করতে হবে।

See also  Happy New Year 2023 Wishes Quotes - Happy New Year 2023

আবেদনে যা প্রয়োজন : ০৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (থাকা সাদা), মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে পাসপোর্ট অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ০১ (এক) সেট রঙিন ও ০৪ (চার) সেট সাদাকালো ফটোকপি, বর্তমানে অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড,  শিক্ষাগত/ অভিজ্ঞতার সনদ (যদি থাকে) ভোটার আইডির কপিসহ উল্লিখিত কাগজপ ত্র ।

বোয়েসেল সার্কুলার 2023

আবেদন যেভাবে : প্রার্থীদের আগামী ১৪,০৪.২০১৩ খ্রি. তারিখ, রোজ শুক্রবার, সকাল ০৮:০০ ঘটিকার মধ্যে সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছ মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সানুস-সালাম রোড, মিরপুর, ঢাকা-১২১৬, এ উপস্থিত থাকার অনুরোধ করা হলো।

Details of Garments worker

আবেদন প্রক্রিয়া : আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ শর্তাবলী ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে প্রবেশ করে জেনে, নিচে সংযুক্ত Apply বাটনে ক্লিক করে সঠিক নিয়মে আবেদন করতে হবে ।

আবেদন করুন

আবেদনের সময়সীম : ১৫ এপ্রিল ২০২৩ ।

আরও পড়নদি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

Source www.boesl.gov.bd