The news is by your side.

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

The Security Printing Corporation Recruitment Exam Admit Card

0

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র : Security Printing Corporation Exam Admit Card সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড সাতটি পদের পরীক্ষার প্রবেশপত্র প্রকাশিত করেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত এই তথ্য জানানো হয়েছে।

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন -এর ৯ম-২০তম গ্রেডের ১৭ ক্যাটাগরির পদে সরাসরি নিয়োগের জন্য গত ১১ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর মধ্যে সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা), সহকারী ব্যবস্থাপক (উৎপাদন নিয়ন্ত্রণ), কারিগরি কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ), অফিসার (উৎপাদন), সহকারী কারিগরি কর্মকর্তা (গবেষণা ও মান নিয়ন্ত্রণ), অফিসার (অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ)/ অফিসার (উৎপাদন নিয়ন্ত্রণ) ও ইমাম (পুরুষ) পদের নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংক -এর নিয়োগ সংক্রান্ত recruitment.bb.org.bd/career ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের ওয়েবসাইট থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ থাকবে না।

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ পরীক্ষার তারিখ

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ও ঠিকানা পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসপিসিবিএল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

erecruitment.bb.org.bd

[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”” url=”https://erecruitment.bb.org.bd/career/apr092023_bb_13.pdf” /]

এছাড়াও অন্যান্য ১০ টি ক্যাটাগরির পদে নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, SPCBL ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে ঘোষণা করা হবে।

আরও পড়ুনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষার সময় সূচি প্রকাশ

Source erecruitment.bb.org.bd
Leave A Reply

Your email address will not be published.