Most Read Jobs Site in Bangladesh

অরণ্যক ফাউন্ডেশন, একাউন্টস এডমিন পদে চাকরি

অরণ্যক ফাউন্ডেশন একাউন্টস এডমিন পদে চাকরি ২০২২ এসিস্ট্যান্টকাজের  চাকরি প্রসঙ্গ বাংলাদেশ সারকার প্রণীত `রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭ অনুসারে গঠিত শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান (শেজাইজাউ) সহ ব্যবস্থাপনা কমিটি (সি এম সি) স্থানীও জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে বন ব্যবস্থাপনার কাজ করে। শেজাইজাউ সিএমসির হিসাব পরিচালনা ও প্রশাসনিক কাজের জন্য – একাউন্টস এন্ড এডমিন এসিস্ট্যান্ট – প্রয়োজন। চাকরির মেয়াদ এপ্রিল ২০২২ হইতে – এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

অরণ্যক ফাউন্ডেশন চাকরি ২০২২

প্রতিষ্ঠানের নাম: অরণ্যক ফাউন্ডেশন
পদের নাম: একাউন্টস এন্ড এডমিন এসিস্ট্যান্ট)
পদের সংখ্যা: ০১টি
শিক্ষা যোগ্যতা: বি কম/ বি এস এস – সমমানের ডিগ্রী – কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সর্বোচ্চ ০১ বছর হতে হবে

বয়স: কমপক্ষে 30 বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন স্কেল: ২০০০০-/ হাজার টাকা

আবেদন করার আগে পড়ুন

আবেদন যেভাবে: যোগ্যতাসম্পন্ন এবং আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবনবৃতান্ত, সকল সনদপত্রের (শিক্ষাগত ও অভিজ্ঞতা) ফটোকপি, ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ভোটার আই ডি কার্ডের ফটোকপিসহ সদস্য সচিব (Range Officer), শেখ জামাল ইনানী জাতীয় উদ্দান সহ ব্যাবস্থাপনা কমিটি, ইনানী ফরেস্ট অফিস, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ, ইনানী, উখিয়া, কক্সবাজার – এই ঠিকানায় আগামী ২৫ মার্চ ২০২২ তারিখের মধ্যে আবেদন পত্র কুরিয়ার বা ডাকযোগে প্রেরণ করতে হবে। স্থানীয় আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

  • জীবনবৃত্তান্তের সাথে ছবি অবশ্যই সংযুক্ত করতে হবে নির্ধারিত তারিখের পর কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না। যথাযথ বাছাই প্রক্রিয়া শেষে বাছাইকৃত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য আসদুপায় অবলম্বন বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করা বা কোন ধরনের তদবির প্রার্থীতা অযোগ্যতা বলে বিবেচিত হবে।
See also  কৃষি বিপণন অধিদপ্তরে চাকরির সুযোগ, পদসংখ্যা ২৫

আবেদনের: সময়সীমা ২৫ মার্চ ২০২২ তারিখ |

Source bdjobs.com
Via সেরাজবস ডট কম