The news is by your side.

নৌবাহিনীতে ২০২৩-বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে চাকরি

DEO Adv for 2023 Batch final - Bangladesh Navy Job Circular 2023 Batch

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩-বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার নিয়োগ সার্কুলার : (DEO Adv for 2023 Batch final ) বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরির সুযোগ । নৌবাহিনীর ২০২৩-বি ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার নিয়োগ সার্কুলার -এ ৪টি শাখায় জনবল নিয়োগের লক্ষ্যে DEO Adv for 2023 Batch final PDF প্রকাশ করেছে ।

কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

দেশ সেরার সুযোগ, নেতৃত্নের চ্যালেঞ্জ ও রােমাঞ্চ অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৩-বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে যােগ দিন । বাংলাদেশ নৌবাহিনী এর প্রকাশিত নিয়োগ সার্কুলারে আবেদন করার আগে সংশ্লিষ্ট পদে আবেদনের যেসকল যোগ্যতা চেয়েছে, তা আপনার একাডেমিক যোগ্যতার সাথে মিল আছে কিনা যাচাই করে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -এর  নির্দেশনা অনুসরন করে আগামী তারিখের মধ্যে আবেদন করুন।

২০২৩-বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার

১। শাখার নাম: ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা – পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
বয়স: ০১ জুলাই ২০২৩ তারিখে ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত ।

আরও পড়ুনখুলনা কাস্টমসের সিপাই পদে শারীরিক পরীক্ষার সূচি

২। শাখার নাম: সাপ্লাই শাখা-পুরুষ ও মহিলা।
শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ সহ স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।
বয়স: ০১ জুলাই ২০২৩ তারিখে ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত ।

See also  ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী নিয়োগ ২০২১

DEO Adv for 2023 Batch final

৩। শাখার নাম: শিক্ষা শাখা পুরুষ ও মহিলা।
শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান)। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। (১) বাংলা (২) ইংরেজি (৩) পদার্থ (৪) গণিত (৫) রসায়ন (৬) মনোবিজ্ঞান (৭) আইন। আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের এ্যাডভোকেটশীপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বয়স: ০১ জুলাই ২০২৩ তারিখে ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়) (ব্যারিষ্টার/ আইন বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)।
বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রফেশনাল মাস্টার্স ২০২৩

৪। শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) – পুরুষ ও মহিলা।
শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। (১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) আর্কিটেকচার ।
বয়স: ০১ জুলাই ২০২৩ তারিখে ৩০ বছর (এফিডেভিট গ্রহণযােগ্য নয়)।
বৈবাহিক অবস্থা : বিবাহিত/অবিবাহিত।

আরও পড়ুনক্যাডেট কলেজ কয়টি ও কি কি | ক্যাডেট কলেজ তথ্য

সকল শাখার জন্য ন্যুনতম শারীরিক মান

উচ্চতা : পুরুষ ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”), মহিলাদের ক্ষেত্রে – ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫’-২”) ।
ওজন : পুরুষ ৫০ কেজি। মহিলাদের ক্ষেত্রে ৪৭ কেজি ।
বুকের মাপ:পুরুষ স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০), সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২)। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮”) এবং সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০) । উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযােগ্য বিবেচিত হবে ।

জাতীয়তা: শুধুমাত্র বাংলাদেশি নাগরিক।
পশ্চাৎ প্রবীণতা: বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মােতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে।

নিয়ােগ চূড়ান্ত মনােনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী/স্থায়ী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে।

See also  ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ৪ পদে ১৩ জনের চাকরির সুযোগ

২০২৩-বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার মনােনয়ন পদ্ধতি

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাঙ্কার ২৩ হতে ২৬ জানুয়ারি ২০২৩ তারিখে নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর-১৪, ঢাকায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের ২৭ জানুয়ারি ২০২৩ তারিখে (পরিবর্তনযােগ্য) বুদ্ধিমত্তা (ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা এবং শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং ব্যতীত), ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অধ্যয়নকৃত বিষয়ে লিখিত পরীক্ষা নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর-১৪, ঢাকায় অনুষ্ঠিত হবে।

আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
চূড়ান্ত মনােনয়ন: নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাঙ্কারের মাধ্যমে চূড়ান্ত মনােনয়ন করা হবে।

বেতন ও ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।

২০২৩-বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার সুযোগ সুবিধা

ক্যারিয়ার: বৈচিত্র্যময় ও রােমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারেই রয়েছে Sea (আধুনিক যুদ্ধ জাহাজ), Air (নেভাল এভিয়েশান) এবং Land (স্পেশাল নেভাল ফোর্স/নৌ কমান্ডাে) এ তিনটি মাধ্যমেই শর্ত সাপেক্ষে চাকুরির সুযােগ।

উচ্চতর প্রশিক্ষণ সুবিধা: মেধাবী অফিসারগণের জন্য দেশ-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযােগ।

জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বচ্ছলতা অর্জনের সুযােগ।

বাংলাদেশ দূতাবাস: বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক উপদেষ্টা/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়ােগ প্রাপ্তির সুযােগ।

সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য যােগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনােলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়নের সুযােগ।

বাসস্থান: নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্পন্ন, সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি।

ডিওএইচএস প্লট: নির্ধারিত শর্তসাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্থানে ডিওএইচএস-এ প্লট প্রাপ্তির সুবিধা।

চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দূরারােগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়ােজন হলে নগদ অর্থ প্রদানসহ বিদেশে পাঠানাের ব্যবস্থা ।

See also  গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্ধাদের সরকারি চাকরির সুযোগ

আবেদন ফরম পূরণ ও জমা প্রদান পদ্ধতি

অনলাইনে আবেদন পদ্ধতি: ২০২৩-বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে আগ্রহী প্রার্থীগণকে https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর বাম পার্শ্বে APPLY NOW এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে।

Join Bangladesh Navy 2023

আবেদন ফি: আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং, মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমন- VISA, Master Card ও American Express) এবং মােবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ, TAP ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিত ৭০০/- টাকা (অফেরৎযােগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে।

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার ও Form Commission-2A (পূরণকৃত আবেদন ফর্ম) ডাউনলােড ও প্রিন্ট করে নিতে হবে। পরবর্তীতে প্রাথমিক সাক্ষাক্তারের সময় কলআপ লেটারে বর্ণিত সকল কাগজপত্রসহ Form Commission-2A জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে Bulletin-এ দেখানাে সাপাের্ট নম্বরসমূহে অথবা ০১৭০৭৬০৯০১৭ নম্বরে সরাসরি যােগাযােগ করুন।

Bangladesh Navy Requirements

সরকারি, আধাসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মুক্তিযােদ্ধা প্রজন্মের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণসাপেক্ষে অগ্রাধিকার থাকবে।

কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩  যে কোন অংশ পরিবর্তনের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যােগদান পত্র প্রদান/বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে।

বাংলাদেশ নৌবাহিনীর ২০২৩-বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে চাকরির বিস্তারিত আরও তথ্য জানতে নৌবাহিনীর অফিসিয়াল এই বিজ্ঞপ্তিটি দেখুন

Bangladesh Navy Job Circular 2023 Batch

পরিচালক
পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর
নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩
বিশেষ প্রয়ােজনে যােগাযােগ করুন: ফোন- (০২) ৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১৬
হেল্প লাইন : ০১৭৬৯৭০২২১৫ (সকাল ০৮ টা থেকে রাত ০৮ টা)

অনলাইনে আবেদনের শেষসময়: ১০ জানুয়ারি ২০২৩ তারিখ ।

How To Find Your Navy Job Circular 2023

Direct Entry Officer (DEO) – 2023B DEO BATCH Application is Open Written Test Result- CURRENTLY OPEN CIRCULARS. APPLY NOW · Details Click Here,  Bangladesh Navy job circular 2023 pdf Bangladesh Navy job circular 2023, navy sailor job circular 2023, navy job circular 2023 sainik navy job circular 2023, pdf bangladesh navy modc job circular 2023,  modc job circular 2023, bangladesh navy officer cadet circular 2023, Bangladesh Navy DEO Adv for 2023 Batch final

Highest paying jobs in খুলনা কাস্টমসের সিপাই পদে শারীরিক পরীক্ষার সূচি

Source joinnavy.navy.mil.bd