The news is by your side.

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ‘ট্রেড-২ (বিশেষ পেশায়)’ চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সার্কুলার ২০২২

7

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড-২ (বিশেষ পেশায়) শাখায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী-পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ।

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ট্রেড-২ (বিশেষ পেশা)-এর পেশাগুলো হলো কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার, টেইলার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে)। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পেইন্টার ডেকোরেটর (পিডি) এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বয়স ১৭-২০ বছরের মধ্যে হতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ অন্যান্য যোগ্যতা

কুক পেশার জন্য উন্নতমানের রান্নায় পারদর্শী হতে হবে। ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার (ইঅ্যান্ডবিআর) পদের জন্য আগ্রহী প্রার্থীদের বুট মেরামত/সেলাইয়ে দক্ষতা থাকতে হবে। টেইলার পদের জন্য প্রার্থীদের সেলাইয়ের ওপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে। কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং (সিঅ্যান্ডজে) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজ জানতে হবে। পেইন্টার/পেইন্টার ডেকোরেটর (পিজি) পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান (বাদক) পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে [ড্রাম, ব্রাশ ব্যান্ড (বিবি)] ক্ল্যারিনেট, পাইপ ব্যান্ড (পিবি) ও ব্রাশ ব্যান্ড ট্রামপেটে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

See also  দারাজ বাংলাদেশ চাকরি দিচ্ছে ৯০ জনকে

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ১ ইঞ্চি। ওজন কমপক্ষে ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি। নারী ও পুরুষ উভয় প্রার্থীর অবশ্যই সাঁতার জানতে হবে।

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরিতে যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সন ও জেলা কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে (http://sainik.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির সুযোগ-সুবিধা

চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন-ভাতা, পেনশনসহ বিনা মূল্যে আহার, বাসস্থান সুবিধা পাবেন। এ ছাড়া মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনা মূল্যে সরকারি পোশাক, ভর্তুকি মূল্যে রেশন এবং সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

See also  আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২২ | IRRI Job Circular 2022

সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির বিস্তারিত জানতে

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ পেতে অনলাইনে আবেদন বা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন পরিচালক, পারসোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। ফোন করা যাবে এই নম্বরে-০১৫০০১২১১২১।

চলমান সরকারি চাকরির খবর ২০২২ পেতে এখানে প্রবেশ করুন

7 Comments
  1. […] বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ‘ট্র… […]

  2. […] নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ‘ট্র… […]

  3. […] সেরাজবস থেকে আরও: বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ‘ট্র… […]

  4. […] চাকরি থেকে আরও : বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ‘ট্র… […]

  5. […] নিয়োগ থেকে আরও : বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ‘ট্র… […]

  6. […] সেনাবাহিনী নিয়োগ ২০২২ থেকে : বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ‘ট্র… […]

  7. […] সেনাবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার :বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ‘ট্র… […]

Leave A Reply

Your email address will not be published.