যশোর সেনানিবাস নিয়োগ ২০২২ | যশোর সেনানিবাস নিয়োগ সার্কুলার ২০২২
যশোর সেনানিবাস নিয়োগ ২০২২
যশোর সেনানিবাস নিয়োগ ২০২২ : বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টমেন্ট একজিকিউটিভ অফিসারের কার্যালয়, যশাের সেনানিবাস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২: যশাের ক্যান্টনমেন্ট বাের্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে নিয়ােগের লক্ষ্যে যােগ্যতা সম্পন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে যশোর সেনানিবাস নিয়োগ সার্কুলার ২০২২ -এ উল্লেখিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহবান জানিয়েছে।
যশোর সেনানিবাস নিয়োগ ২০২২
যশোর সেনানিবাস নিয়োগ ২০২২ পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, ন্যনতম শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতার বিবরন:
পদের নাম: গাড়ী চালক (ভারী)।
পদসংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স (ভারী) সহ ড্রাইভার হিসেবে ০৫ গ্রেড- ১৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-স্কেল: ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)
২। পদের নাম অফিস সহায়ক
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যােগ্যতা সম্পন্ন।
বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড- ২০)
৩। পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা: ০৩টি
আবেদন যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৮ম শ্রেণি পাস পাস হতে হবে।
বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড- ২০)
৪। প্লাস্ট্রার হেলপার
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৮ম শ্রেণি প্লাস্ট্রারের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড- ২০)
৫। পরিচ্ছন্নতা কর্মী
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৮ম শ্রেণি পাস পাস হতে হবে।
বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড- ২০)
৬। পদের নাম: আয়া
পদের সংখ্যা: ০২টি
আবেদন যোগ্যতা: স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৮ম শ্রেণি পাস পাস হতে হবে।
বেতন-স্কেল: ৮২৫০-২০০১০/- (গ্রেড- ২০)
যশোর সেনানিবাস নিয়োগ 2022
যশোর সেনানিবাস নিয়োগ সার্কুলার ২০২২ যেভাবে আবেদন: ক্যান্টনমেন্ট একজিকিউটিভ অফিসার, যশাের ক্যান্টনমেন্ট বরাবরে আবেদনপত্র আগামী ২০ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে। খামের উপরের ডানপাশে আবেদনকৃত পদের নাম, নিজ জেলা ও কোটার নাম (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে। উক্ত তারিখের পরে প্রাপ্ত / ত্রুটিপূর্ণ / অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।।
যশোর সেনানিবাস নিয়োগ ২০২২ আবেদন ফরম ও আবেদন ফি: Application form for govt. Job ()(www.mopa.gov.bd) অথবা যশাের ক্যান্টনমেন্ট বাের্ডের ওয়েব সাইট (www.jcb.gov.bd/)থেকে আবেদন ফরম ডাউনলােড করে যথাযথভাবে পূরণপূর্বক (মােবাইল নম্বরসহ) নিম্নবর্ণিত কাগজপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে- ক্যান্টনমেন্ট একজিকিউটিভ অফিসার, যশাের সেনানিবাসের অনুকুলে সােনালী ব্যাংক লিঃ এর যে কোন শাখা হতে নিয়ােগ পরীক্ষার ফিস বাবদ ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট / পে-অর্ডার (অফেরতযােগ্য) দাখিল করতে হবে।
যশোর সেনানিবাস নিয়ােগ পরীক্ষার তারিখ ও সময় আবেদনকারীকে ডাকযােগে নিয়ােগ পরীক্ষার প্রবেশপত্রের মাধ্যমে জানানাে হবে। এ ছাড়াও নিয়ােগ সংক্রান্ত সকল তথ্যাদি এ দপ্তরের ওয়েব সাইট www.jcb.gov.bd থেকে জানা যাবে।