মিরপুর কলেজে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরু
মিরপুর কলেজ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
মিরপুর কলেজ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : মিরপুর কলেজ মিরপুর, ঢাকা, বাংলাদেশের একটি বেসরকারি কলেজ। এটি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ নামেও পরিচিত। কলেজটিতে বর্তমানে প্রায় ১২,৫০০ শিক্ষার্থী পাঠদান করছে। এখানে ছেলে-মেয়েদের পড়াশোনার সুযোগ রয়েছে।
মিরপুর কলেজ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
কলেজটি মিরপুর-২ এ অবস্থিত। উচ্চ মাধ্যমিক শিক্ষার পাশাপাশি, কলেজটি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মিরপুর কলেজ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে।
স্নাতক সম্মান বিষয়সমূহ (সেশন ২০২২-২৩)
- বাংলা
- রাষ্ট্রবিজ্ঞান
- মার্কেটিং
- ইংরেজি
- সমাজকর্ম
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- অর্থনীতি
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট nu.ac.bd/admissions-এ মাধ্যমে ০৫/০৪/২০২৩ থেকে ০৮/০৫/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ২৫০/= টাকা ফিসহ আবেদনের কপি ০৬/০৪/২০২৩ থেকে ০৯/০৫/২০২৩ খ্রি. তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে।
নগদ অ্যাপস্ থেকে→বিল- পে→মিরপুর কলেজশিক্ষার্থীর নাম→ফরমে উল্লেখিত রোল→সেশন→বিভাগ এর স্থলে Honours→মোবাইল নম্বর-২৫০/= ফি প্রদান করলে ফরম কলেজে জমা দিতে হবে না।
মিরপুর কলেজ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ভর্তি শাখা থেকে জানা যাবে।
এছাড়াও – BBA, CSE, Tourism & Hospitality Management সম্মান প্রফেশনাল এবং ডিগ্রী (পাস) কোর্সের ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী শুরু হবে।
- ভর্তি ফি-১০,৬০০/=
- মাসিক বেতন-১,৫০০/=
- সেশন ফি-১০,১১৫/=
ঐতিহ্যবাহী মিরপুর কলেজে স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর শ্রেণিতে পাসের হার ১ম শ্রেণিতে ১ম, ২য় ও ৩য়সহ শতভাগ। আধুনিক গ্রন্থাগার, ল্যাবরেটরি ও শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব। শিক্ষা উপযোগী বিশাল ও মনোরম ক্যাম্পাস ।
আরও পড়ুন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি গ্রহণ শুরু