মিরপুর কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ | Mirpur College Admission Circular 2023
মিরপুর কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
মিরপুর কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : মিরপুর কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি অনলাইন আবেদন ও ভর্তি তথ্য । সারাদেশে ০৮ ডিসেম্বর ২০২২ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। মিরপুর কলেজ ভর্তির জন্য ন্যূনতম জি.পি.এ, ও আবেদন পদ্ধতি নিচে দেয়া হলো।
মিরপুর কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ভর্তি তথ্য: এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্র ৪ কপি। সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি-৪কপি (ফরমের সাথে আঠা দিয়ে ছবি লাগাতে হবে)। ভর্তির মূল ফরম পূরণ করার পর ফটোকপি করে জমা দিতে হবে ৪ সেট।
ভর্তির মোট টাকা ৭,৬০০/- (সাত হাজার ছয়শত) টাকা মাসিক বেতন ১,০০০/= (এক হাজার)।
পোশাক: ছেলেদের-কালো প্যান্ট, সাদা শার্ট ও কালো জুতা মেয়েদের-সাদা সেলোয়ার কামিজ, ওড়না, স্কার্ফ ও কালো জুতা।
০১ ফেব্রুয়ারি, ২০২৩ (বুধবার) থেকে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক পরিধান করে ক্লাসে আসতে হবে।
মিরপুর কলেজ ভর্তি তথ্য জানতে মিরপুর কলেজ এর ওয়েবসাইট ভিজিট করুন ।
আবেদন পদ্ধতি: ০৮/১২/২০২২ থেকে ১৫/১২/২০২২ তারিখ পর্যন্ত www.xiclassadmission.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে এবং সকল নির্দেশনা অনুসরণ করতে হবে।
সুযোগ সুবিধা : GPA 5.00 প্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযােগ। মুক্তিযােদ্ধার সন্তানদের বিশেষ সুবিধা প্রদান। প্রতি ১৫ জন শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষক দ্বারা তত্ত্বাবধান করা হয়। সুসজ্জিত গ্রন্থাগার, ল্যাবরেটরি ও কম্পিউটার ল্যাব । বিশাল খেলার মাঠ ও মনােরম ক্যাম্পাস।
আরও পড়ুন : একাদশ শ্রেণীর ভর্তি তথ্য ও আবেদন প্রক্রিয়া