Most Read Jobs Site in Bangladesh

বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি : বিসিএস প্রিলি বইয়ের যেকোনো ভালো সিরিজ পড়ুন এবং বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটি ভালোভাবে শেষ করুন। তা ছাড়া ৪র্থ-দশম শ্রেণির গণিত সম্পূর্ণ করুন এবং নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ, বাংলা ব্যাকরণ বইটি আপনার কাছে রাখুন। প্রতিদিন একটি জাতীয় পত্রিকা পড়ুন। যাদের খবরের কাগজ পড়ার অভ্যাস নেই বা পড়ার সুযোগ নেই।

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় মিলিয়ে সর্বোচ্চ নম্বর বরাদ্দ থাকে – ৫০। অর্থাৎ এই অংশে ভালো করতে পারলে প্রিলিতে টিকে থাকার সম্ভাবনা বাড়বে।

সাধারণ জ্ঞান বরাদ্দকৃত নম্বর
বাংলাদেশ বিষয়াবলি ৩০ নম্বর
আন্তর্জাতিক বিষয়াবলি ২০ নম্বর
BCS Preliminary Preparation

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলি

বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি : বাংলাদেশের বিষয়গুলির জন্য যে ক্ষেত্রগুলিতে জোর দেওয়া দরকার তা হল:

ব্রিটিশ শাসনামলের নানা বিদ্রোহ ও গুরুত্বপূর্ণ ঘটনা।

সিপাহী বিদ্রোহ
পলাশীর যুদ্ধ
চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদি

ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনা।

বঙ্গভঙ্গ
লাহোর প্রস্তাব
জিন্নাহর ১৪ দফা
ভারত স্বাধীনতা আইন ইত্যাদি
১৯৪৭ থেকে ১৯৭২ সময়ের ইতিহাস।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস

বাংলাদেশের মানচিত্র
বিভিন্ন বিভাগ
জেলার অবস্থান
উল্লেখযোগ্য ইতিহাস;

জাতীয় প্রতিষ্ঠানগুলোর ইতিহাস এবং বর্তমান প্রধানদের নাম

বাংলাদেশের সংবিধান
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা
নানা সূচকে বাংলাদেশের অবস্থান
সাম্প্রতিক বাংলাদেশের বিভিন্ন ঘটনা।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আন্তর্জাতিক বিষয়াবলি

বিসিএস প্রিলিমের আন্তর্জাতিক বিষয়াবলি বিভাগের জন্য কী অধ্যয়ন করতে হবে আন্তর্জাতিক বিষয়গুলির জন্য যে বিভাগগুলিতে জোর দেওয়া হবে তা হল:

আন্তর্জাতিক যুদ্ধের ইতিহাস।

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ
স্নায়ুযুদ্ধ
আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি;
জাতিসংঘ এবং এর অঙ্গগুলির উত্থান
দায়িত্ব, বর্তমান প্রধান, ইত্যাদি ।

আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনা

See also  ৮০ হাজার টাকা বেতনে, নারী কর্মী নেবে একশনএইড

বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, দ্বীপ, যুদ্ধ, মুদ্রা, মূলধন, কোন সংস্থার সদস্যপদ ইত্যাদি;

আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠানের বর্তমান প্রধানদের নাম এবং তাদের সর্বশেষ সম্মেলন;

সাম্প্রতিক বিষয় এবং বর্তমান বিষয়ের খবর।

১. গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?
উত্তর : সিরিয়া ও ইসরায়েল।

২. নিকারাগুয়ার রাজধানী
উত্তর : ম্যানগুয়া।

৩. পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : জর্ডান

৪. কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকে মধ্যে বিবাদ ছিল?
উত্তর : শাত-ইল আরব।

৫. কোন প্রণালি আফ্রিকা মহাদেশকে
ইউরোপ থেকে পৃথক করেছে?

উত্তর : জিব্রাল্টার।

৬. সাত পাহাড়ের শহর বলা হয়
উত্তর : রোমকে।

৭. কানকুন কোথায় অবস্থিত?
উত্তর : মেক্সিকো।

৮. গুয়ানতানামো বে বন্দিশালা কোথায় অবস্থিত?
উত্তর : কিউবা

৯. ‘বালি’ কোথায় অবস্থিত?
উত্তর : ইন্দোনেশিয়া

১০. ফিতা কৃমি কোন ধরনের প্রাণী?
উত্তর : অন্তঃপরজীবী।

১১. কোন প্রণালিটি শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে?
উত্তর : পক ।

১২. লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কী?
উত্তর : সেন্ট পিটার্সবার্গ।

১৩. সুয়েজ খাল কোন বছর চালু হয়?
উত্তর : ১৮৬৯।

১৪. টলেমি কী ছিলেন?
উত্তর : জ্যোতির্বিদ।

১৫. কত বছর পরপর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তর : ৭৬ বছর পরপর।

১৬. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত?
উত্তর : ১০ নিউটন।

১৭. জিওলজি কী?
উত্তর : ভূ-তত্ত্ববিদ্যা।

১৮. জুওলজি কী?

উত্তর : প্রাণিবিদ্যা।

১৯. সাইকোলজি কী?
উত্তর : মনোবিদ্যা।

২০. বোটানি কী?
উত্তর : উদ্ভিদবিদ্যা।

২১. কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয়?
উত্তর : ইন্দোনেশিয়া।

২২. বিশ্ব পরিসংখ্যান দিবস কবে?
উত্তর : ২০ অক্টোবর।

২৩. তামার সাথে কী মেশালে পিতল হয়?
উত্তর : দস্তা।

BCS Preliminary Preparation

৪৫তম বিসিএস সার্কুলার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৫তম বিসিএস সার্কুলার আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর, শেষ হবে ৩১ ডিসেম্বর।

৪৫তম বিসিএস বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

See also  ২০২২ সালের এইচএসসি অ্যাসাইনমেন্ট ১১তম সাপ্তাহ | HSC Assignment 2022 11th Week

আরও পড়ুনঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি,