The news is by your side.

নাবিক ও এমওডিসি ২০২৩ ব্যাচে আবেদন শুরু

নাবিক ও এমওডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

3

নাবিক ও এমওডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : (নাবিক ও এমওডিসি (নৌ), ২০২৩ ব্যাচ )সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ), ২০২৩ ব্যাচ -এ আবেদনের আহবান জানিয়ে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি(নৌ) ভর্তি বি-২০২৩ ব্যাচ সার্কুলার প্রকাশ করেছে। (তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযােগ! আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও এই সুযােগ গ্রহণ করুন । 

নাবিক ও এমওডিসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

দেশের অনেক বেকার চাকরি প্রার্থী নাবিক ও এমওডিসি(নৌ) ভর্তি বি-২০২৩ ব্যাচ নিয়োগ ২০২২ সার্কুলার কাজ পেতে চায়। বাংলাদেশ নৌবাহিনী  প্রকাশিত –বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ ২০২৩ সার্কুলার বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর। আমরা মনে করি এই নাবিক ও এমওডিসি (নৌ), ২০২৩ ব্যাচ এর মাধ্যমে অনেকেই সফল ক্যারিয়ার গড়ার বড় একটি সুযোগ পাবে।

নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২২ সার্কুলার

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচ নাম: নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি -২০২৩ ব্যাচ

নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার

নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি এ -২০২৩ ব্যাচে আবেদন যোগ্যতা ও অন্যান্য তথ্য জানতে নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার দেখুন অথবা বাংলাদেশ নৌবাহিনীর এই ওয়েবসাইট ভিজিট করুন ।

[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”নাবিক ও এমওডিসি(নৌ) ভর্তি বি-২০২৩ ব্যাচ PDf” attachment_id=”55411″ /]

নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি – ২০২৩ ব্যাচ

 

আবেদন ফি: বিকাশ, নগদ, রকেট, t-cash, শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিত ২০০/-  টাকা।

আবেদনের নিয়ম: আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Apply Now/ Check Now এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে ওয়েব সাইটে Sign Up/Sign In করে প্রাক্‌যােগ্যতা যাচাইকরতঃ নাবিক ও এমওডিসি(নৌ) এর শাখা ভিত্তিক Job শাখার নাম। শিক্ষাগত যােগ্যতা Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে।

বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২৩

বিশেষ বিজ্ঞপ্তি আপনি যেভাবে প্রতারিত হতে পারেন প্রতারক চক্র আপনার আশেপাশে আপনাকে ফাঁদে ফেলার জন্য অপেক্ষা করছে। অবসরপ্রাপ্ত নৌসদস্যরা আপনাকে চাকুরি | জেনে রাখুন নৌবাহিনীতে আর্থিক লেনদেনের মাধ্যমে ভর্তি হওয়া দন্ডনীয় অপরাধ। আর্থিক লেনদেনে জড়িত থাকলে যােগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীও যে কোন সময় বহিস্কৃত প্রদানের প্রতিশ্রুতি দিতে পারে।

নাবিক ও এমওডিসি (নৌ) ২০২৩ ব্যাচ

দালাল/প্রতারকরা নিজেদেরকে সরকারি/রাজনীতিবিদ/নৌবাহিনীর কর্মকর্তাদের আত্মীয়/বিশেষ। ও চূড়ান্ত নির্বাচন একই দিনে ভর্তির স্থানে সকলের সম্মুখেই অনুষ্ঠিত হয়-এ প্রক্রিয়ায় কোন প্রকার আর্থিক লেনদেনের সুযােগ নেই। নিজ জেলা ব্যতীত অন্য জেলায় ভুয়া কাগজপত্র পরিচিত হিসেবে উপস্থাপন করতে পারে।

দালাল/প্রতারকরা আপনাকে প্রভাবিত করতে নিজে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যেতে পারে এবং বিভিন্ন মাধ্যমে আস্থা অর্জনের চেষ্টা প্রদর্শনের মাধ্যমে ভর্তির প্রয়াস পরবর্তীতে প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে চাকুরি হতে বহিষ্কার করা হয় এবং প্রয়ােজনে শাস্তি প্রদান করা হয়।

নাবিক ও এমওডিসি নিয়োগ 2023

যদি কোন ব্যক্তি সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান ব্যতীত অন্য কোন স্থান বা তারিখে নিয়ােগ প্রদান করতে চায় তবে নিশ্চিতভাবে জেনে রাখুন আপনি প্রতারিত হচ্ছেন। প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযােগ রিক্রুটিং হেল্প লাইনঃ ০১৭৬৯৭০২২১৫ (সকাল ০৮০০ – রাত ০৮০০ ঘটিকা), website : www.joinnavy.navy.mil.bd অফিসারকে অথবা নিকটস্থ নৌঘাটির নৌপুলিশকে অথবা টেলিফোন নম্বর ০২-৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২১৪৮ অথবা ০১৭১১-৮৯০০৫৪ এ অবহিত করুন।

অনলাইনে আবেদনের তারিখ : ১ মার্চ থেকে ২৫ মার্চ ২০২৩ ।

nou bahini job circular 2023

People also search for নৌবাহিনী নাবিক নিয়োগ ২০২৩ সার্কুলার নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার pdf বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ 2023 pdf নৌবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার সিভিল বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ ২০২৩ নৌবাহিনী হওয়ার যোগ্যতা

নিয়োগ ২০২৩ সার্কুলার থেকে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৬ তম গ্রেডে চাকরি

3 Comments
  1. Ronjon Kumar Sarkar says

    আমি ওয়েব সাইটে ঢুকতে পারছি না কেন

    1. সেরা জবস says

      অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করুন

  2. […] নিয়োগ সার্কুলার ২০২২ : নাবিক ও এমওডিসি (নৌ), ২০২৩ ব্যাচে আবেদন … […]

Leave A Reply

Your email address will not be published.