বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে একাধিক পদে চাকরি
BANGLADESH COUNCIL OF SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH (BCSIR)
বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের রাজস্ব খাতের নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে Online-এ দরখাস্ত আহবান জানিয়ে The Daily Star পত্রিকায় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে । দেশের অনেক বেকার চাকরি প্রার্থী – বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কাজ পেতে চায়।
বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রকাশিত বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর। আমরা মনে করি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের এই বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – এর মাধ্যমে অনেকেই সফল ক্যারিয়ার গড়ার বড় একটি সুযোগ পাবে।
বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আপনি যদি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির জন্য আবেদন করতে চান তবে বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পদগুলো আবেদনের জন্য কি কি যোগ্যতা চেয়েছে সে বিষয়গুলোতে মনযোগ দিন। আপনি যদি মনে করেন যে BCSRI Job Circular 2022 -এর প্রকাশিত কোন পদের সাথে আপনার একাডেমিক যোগ্যতার কোন মিল রয়েছে। তবে শেষসময়ের জন্য অপেক্ষা না করে যোগ্যতা অনুযায়ী পদে আজই আবেদনের প্রস্তুতি নিন।
BCSRI Job Circular 2022
BCSRI Job Circular 2022-এর পদের নাম, পদের সংখ্যা, আবেদন যোগ্যতা, বেতনাদি ও আবেদনের নিয়মসহ বিস্তারিত নিয়োগ তথ্য উপস্থাপন করা হয়েছে । আপনি যদি মনে করেন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022 -এর উল্লেখিত পদে আবেদন যোগ্যতা আপনার রয়েছে। তবে প্রতিযোগীতামূক চাকরি যুদ্ধে আজই নেমে পড়ুন । এই নিয়োগ সার্কুলার কিভাবে আপনার যোগ্যতা অনুযায়ী পদে আবেদন করবেন সে সম্পর্কে আমরা প্রয়োজনীয় টিপস/তথ্য এই আটিক্যালে উপস্থাপন করেছি।
BCSIR Job Circular 2022 – bcsir15.teletalk.com.bd
বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – এর পদের নাম আবেদন যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্য জানতে অফিসিয়াল BCSIR Job Circular 2022 pdf ডাউনলোড করুন।
[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”BCSIR Job Circular 2022 PDF Download” attachment_id=”23835″ /]
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
আবেদন ফি: যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ক্রমিক নং ১-১৩ এর পদের জন্য ৪৪৫/- (চারশত পঁয়তাল্লিশ) টাকা, ক্রমিক নং তেইশ) টাকা, ক্রমিক নং ১৭-১৯ এর পদের জন্য ১১২/- (একশত বার) টাকা এবং ক্রমিক নং ২০ এর জন্য ১১২/- (একশত বার) টাকা এবং ক্রমিক নং ২০-২১ এর পদের জন্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে চাকরি
আবেদন পদ্ধতি: বিসিএসআইআর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://bcsir15.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। পরীক্ষার সময়সূচী বিসিএসআইআর এর অফিসিয়াল Website: www.bcsir.gov.bd-এ প্রকাশ করা হবে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নিয়ােগকৃতদের রাজশাহী, চট্টগ্রাম, জয়পুরহাটসহ বিসিএসআইআর, ঢাকা-এর বিভিন্ন গবেষণাগার/ইউনিটে পদায়ন করা হবে।
BD Govt Job Circular 2022
আবেদনের সময়সীমা : আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৬ আগষ্ট ২০২২খ্রিঃ, সকাল ১০:০০টা। এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫ সেপ্টেম্বর ২০২২, বিকাল ৫:০০টা।
সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আমাদের লক্ষ্য দেশের শিক্ষিত বেকার চাকরি প্রার্থীদের কাছে সঠিক ও নির্ভুল নিয়োগ বিজ্ঞপ্তি পৌছে দেয়া । আমরা সেরাজবস ডটকম টিম নতুন বছর ২০২৩ সালের চাকরির বাজারের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বা job circular 2023 bangladesh পৌছে দিতে চাকরির খবর ২০২৩ নামে Chakrir Khobor 2023 এই পেইজটি তৈরি করেছি। তাই আপনি যদি সফল ক্যারিয়ার গড়ার স্বপ্ন পথিক হয়ে থকেন, তবে 2023 সালে চাকরির খবর ২০২৩ এই পৃষ্ঠাটি ভিজিট করতে ভুলবেন না ।