The news is by your side.

ড্রাইভার পদে দুবাইয়ে চাকরি

1

আপনি কি ড্রাইভার পদে চাকরি খুঁজছেন? দুবাইস্থ DUBAI TAXI (দুবাই ট্যাক্সি কর্পোরেশন) RTA Delegate কর্তৃক বাংলাদেশ থেকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে জরুরী ভিত্তিতে পুরুষ কর্মী ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে।

পূর্বের মতো এবারও ড্রাইভিং লাইসেন্স, থাকা এবং আনুষাঙ্গিক সকল খরচ DTC বহন করিবে। যাহা পরবর্তীতে আয় হইতে মাসে মাসে কর্তন করা হইবে। বাংলাদেশে অবস্থানরত যেকোনো ড্রাইভিং লাইসেন্সধারী ব্যাক্তি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দুবাই ট্যাক্সি কর্পোরেশন
দেশের নাম: দুবাই
পদের নাম: Taxi Driver
পদের সংখ্যা: নির্ধারিত নয় ।

বেতন: (AED) Commission
ভিউটি: ১২ ঘন্টা ।
বয়স: ২৩ থেকে ৪৫ বছর ।

দুবাই ট্যাক্সি কর্পোরেশন

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • ১) ড্রাইভিং লাইসেন্সের কালার ফটোকপি।
  • ২) পাসপোর্ট সাইজের ছবি ১২ কপি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড )।
  • ৩) জীবন বৃত্তান্ত বা (বায়োডাটা) ইংরেজিতে।
  • ৪) মুল পাসপোর্ট সাথে রাখতে হবে এবং পাসপোর্টের কালার ফটোকপি। ৫) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কালার ফটোকপি।
  • ৬) বয়স সীমা ২৩-৪৯ বছর ।
  • ৭) প্রার্থীকে অবশ্যই ইংরেজীতে কথা বলতে এবং পড়তে জানতে হবে।

ইন্টারভিউ স্থান : বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BKTTC) মিরপুর, টেকনিক্যাল মোড়, দারুসসালাম, ঢাকা ।

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২২শে জানুয়ার ২০২৩ ইন্টারভিউ তারিখ : ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৩

See also  বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিতে উত্তীর্ণ ৫৩৬৫ জন
Source বাংলাদেশ প্রতিদিন
1 Comment
  1. মুহাম্মাদ আবু বক্কর says

    আমি দুবাইতে আছি নতুন এসেছি, বাংলা দেশে গাড়ি চালাতাম,লাইসেন্স এর বয়স ১০ বছর, দুবাইতে আমার একটা চাকরির দরকার,

Leave A Reply

Your email address will not be published.