The news is by your side.

উন্নয়ন সংস্থা উদ্দীপনে ড্রাইভার পদে চাকরি ২১০০০/-

0

উদ্দীপন এনজিও ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদ প্রাপ্ত বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’ এ ড্রাইভার পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান উদ্দীপন এনজিও ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে।

উদ্দীপন এনজিও ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

প্রতিষ্ঠানের নাম : বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন
পদের নাম : ড্রাইভার
পদের সংখ্যা : ০২ জন ।

চাকরির দায়িত্বসমূহ
  • গাড়ির সার্ভিসিং, কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে অবগত থাকা।
  • দূরবর্তী গন্তব্যে রওনা হওয়ার আগে অবশ্যই গাড়ির ইঞ্জিন, তেল, মবিল, চাকা পর্যবেক্ষণ করে যাত্রা শুরু করা।
  • প্রত্যেক সপ্তাহে গাড়ির মেরামত করার প্রয়োজন আছে কিনা নিশ্চিত করা।
  • পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণের রুটিন এবং মেরামতগুলি সঠিকভাবে নথিভুক্ত রেকর্ড তৈরি করা।
  • নির্দিষ্ট সময়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট গাড়ী সংক্রান্ত সকল বিষয়াদি সম্পর্কে প্রতিবেদন দেয়া।
  • গাড়ীর তেল ও গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া।
  • যথাযথভাবে গাড়ীর লগ বই আপডেট রাখা এবং গাড়ী ব্যবহারকারী কর্মকর্তার স্বাক্ষর রাখা।
  • নিয়মিত গাড়ী পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণ করা।
  • প্রয়োজনে নির্ধারিত ডিউটি আওয়ারের পরে ওভারটাইম করার মানসিকতা থাকতে হবে।
  • সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশিত দায়িত্ব সম্পন্ন করা ।
  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রয়োজনে যেকোন সময় দায়িত্ব পালন করা।
  • অফিস প্রদত্ত নিয়মাবলী মেনে এবং ট্রাফিক নিয়মানুসারে নিরাপদ ড্রাইভিং সেবা প্রদান করা।
  • ভাল আচরণ বজায় রাখা এবং সমস্ত কর্মীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।
  • কার্যক্ষেত্রে সততা এবং দক্ষতা বজায় রাখা।
চাকরির ধরন

ফুল টাইম

কর্মক্ষেত্র
  • অফিসে
শিক্ষাগত যোগ্যতা
  • অষ্টম শ্রেনী পাস হতে হবে ।
  • দক্ষতা: Safe Driving
অভিজ্ঞতা
  • সর্বনিম্ন ৫ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • বয়স সর্বোচ্চ ৩২ বছর
  • শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
  • সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ড্রাইভার হিসেবে কমপক্ষে ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল

কুমিল্লা, রংপুর

বেতন
    টাকা. ২১০০০ (মাসিক )
কোম্পানীর সুযোগ সুবিধাদি
  • Mobile bill, Provident fund, Gratuity, Over time allowance
  • বেতন পর্যালোচনা: বার্ষিক
  • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
  • বাৎসরিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা এবং কর্মী কল্যাণ তহবিল এর সুবিধা প্রাপ্ত হবেন।

Uddipan ngo job circular 2023

আবেদন প্রক্রিয়া : আগ্রহী ও যোগ্য প্রার্থীগণ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ শর্তাবলী ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত এই লিংকে প্রবেশ করে জেনে, নিচে সংযুক্ত Apply বাটনে ক্লিক করে সঠিক নিয়মে আবেদন করতে হবে ।

আবেদন করুন

আবেদনের ঠিকানা : আবেদনকারীকে সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের, অভিজ্ঞতার সনদের ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা মোবাইল ও ফোন নম্বর উল্লেখসহ আগামী ১৫/০৪/২০২৩ ইং তারিখের মধ্যে উপ-পরিচালক ও প্রধান , মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন – প্রধান কার্যালয়, বাড়ী নং – ০৯, রোড নং -০১, বক -এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, রিং রোড, আদাবর, ঢাকা – ১২০৭ বরাবর /  https://erecruitment.uddipan.org/recruitment এ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আবেদনের শেষ সময়:  ১৫ এপ্রিল ২০২৩ তারিখ ।

lATEST NEWSযমুনা ব্যাংক লিমিটেডে চাকরি, বেতন ৬০,০০০/-

Leave A Reply

Your email address will not be published.