আইজিএ প্রশিক্ষণ প্রকল্পে আবেদন শুরু, নেই আবেদন ফি
IGA | Income Generating Activities of Women at Upazilla Level
উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প ২০২২ : মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের অধীনে ৮টি বিভাগীয় শহর (রাজশাহী বিভাগের পাবনা জেলায়), ৬৪টি জেলা ও ৪৩১টি উপজেলায় নিম্নবর্ণিত ট্রেডে দরিদ্র, সুবিধাবঞ্চিত (১৬-৪৫ বছর) মহিলাদের বিনামূল্যে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী মহিলাদের নিকট থেকে প্রশিক্ষণের জন্য Online-এ আবেদনপত্রের আহ্বান জানিয়ে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প ২০২২
ট্রেডের নাম, প্রশিক্ষণের স্থান, প্রশিক্ষণের মেয়াদ, আসন সংখ্যা, বয়স সীমা ও আবেদন যোগ্যতাসহ বিস্তারিত তথ্য জানতে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প 2022 বিজ্ঞপ্তিটি দেখুন ।
IGA – মহিলা বিষয়ক অধিদপ্তর – iga.dwa.gov.bd
উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পে আবেদনে আগ্রহীদের নিম্নবর্ণিত শর্তাবলী ও নিয়মাবলী আবেদন ফরম পূরণ এবং প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে ।
আইজিএ প্রকল্প আবেদন পদ্ধতি
আইজিএ প্রকল্প আবেদন পদ্ধতি: প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীকে আইজিএ প্রকল্প -এর ওয়েবসাইট (iga.dwa.gov.bd) এর মাধ্যমে কেবলমাত্র অনলাইনে প্রশিক্ষণে ভর্তির আবেদন করতে হবে। Online-এ আবেদনের নিয়মাবলী ওয়েবসাইটে দেয়া আছে। আবেদনের জন্য কোন ফি জমা দিতে হবে না।
উল্লেখ্য, এই সময়ের মধ্যেই পূরণকৃত আবেদনপত্রের PDF কপি আবশ্যিকভাবে ডাউনলােড করে প্রিন্ট করে নিতে হবে। বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ে (যাহার জন্য যা প্রযােজ্য) আবেদনপত্রের প্রিন্ট কপি জমাদানের শেষ তারিখ ও সময় ১৪/১১/২০২২ খ্রি: বিকাল-৩.০০ টা।
IGA | Income Generating Activities of Women at Upazilla Level
বিজ্ঞপ্তিতে বর্ণিত আসন সংখ্যা হ্রাস-বৃদ্ধি বা ট্রেড বাতিল/ সংশােধন বা সংযােজন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আগ্রহী মহিলা প্রশিক্ষণার্থীগণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, তথ্য আপা প্রকল্প অফিস, ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র অথবা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন।
iga.dwa.gov.bd application form
এছাড়াও আইজিএ প্রকল্প প্রশিক্ষণার্থী ভর্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলি, আইজিএ প্রকল্প প্রশিক্ষণ ভর্তি পদ্ধতি/আবেদন ফরম আইজিএ প্রকল্পের ওয়েবসাইব- (iga.dwa.gov.bd) তে পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা: Online – এ আবেদনপত্র পূরণের তারিখ ও সময়: ০৮/১১/২০২২ খ্রি: সকাল ০৯.০০ টা হতে ১৩/১১/২০২২ খ্রি: রাত-১২.০০ টা।
উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ মহিলাদের জন্য আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ জন্য আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রকল্প আয়বর্ধক আইজিএ প্রশিক্ষণ প্রকল্প ২০২২,IGA | Income Generating Activities of Women at Upazilla Level
- Clear Aligner Dental Centers Near Me — Where’s the Most Reliable Place to Go?
- PPF Benefits in Orlando: How Paint Protection Film Keeps Your Car Looking New
- 10 Figma’s Non-Obvious Features That Will Make Your Work Easier
- How to Get More Followers on Facebook: 15+ Ways (2024)
- অসংখ্য পদে জনবল নিয়োগ দেবে বসুন্ধরা গ্রুপ