ওয়ার্ল্ড ভিশনে চাকরি, বেতন ৭৫,০০০, সপ্তাহে দুদিন ছুটি
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : World Vision Bangladesh Jobs 2022
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : World Vision Bangladesh Jobs 2022 আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনবল নিয়োগের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ দিয়েছে। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রজেক্ট -এ কর্মী নিয়োগ দেবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাকরিতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | World Vision Bangladesh Jobs 2022
The Economic and Market System`s Specialist will facilitate and implement market systems activities of the project through the bridge phase to sustainably foster linkage between national level based lead firms and Upazila and Union based MSMEs. She/he will lead the facilitation of DreamSave application to adopt by the high performing VSLA groups and work with Fintech company DreamStart lab for coordinating information update, solving the technical barrier of the application.
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রতিষ্ঠানের নাম:
পদের নাম: ইকোনমিক অ্যান্ড মার্কেট সিস্টেমস স্পেশালিস্ট
বিভাগের নাম: নবযাত্রা প্রজেক্ট
পদের সংখ্যা: ০২ জন ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বা বিজনেস স্টাডিজে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা/দক্ষতা: মার্কেট ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, লাইভলিহুড বা কোনো উন্নয়ন সংস্থায় অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। মার্কেট ডেভেলপমেন্ট ও লাইভলিহুড প্রোগ্রামের রিসোর্স ও টুল সম্পর্কে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
আন্তর্জাতিক সংস্থায় চাকরি
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ২৮ বছর
প্রার্থীর ধরন: নারী/পুরুষ
কর্মস্থল : খুলনা (দাকোপ), সাতক্ষীরা (কালীগঞ্জ)
বেতন: মাসিক বেতন ৭০,০০০-৭৫,০০০ টাকা। ।
সুযোগ সুবিধা : বছরে একটি উৎসব বোনাস, সপ্তাহে দুদিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত ও মুঠোফোন বিল দেওয়া হবে।
World Vision Bangladesh Jobs 2022
আবেদন পদ্ধতি: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনে আগ্রহী ও যোগ্য চাকরিপ্রত্যাশীদের এই ওয়েবলিংকে প্রবেশ করে পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ভালো ভাবে জেনে Apply বাটনে ক্লিক করে সঠিক নিয়মে আবেদন করতে হবে । Follow Google News to get latest job news ।
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২২ তারিখ ।