উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Uddipan NGO Job Circular 2022
উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন জরুরী নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Uddipan NGO Job Circular 2022 মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির সনদ প্রাপ্ত (সনদ নং: ০০১২৩-০০৮৪৮-০০০০৩) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “উদ্দীপন” এ নিমলিখিত পদে নিয়ােগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান জানিয়ে উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম: ফার্স্ট প্রােগ্রাম অফিসার (Livestock)
পদের সংখ্যা: ১৩ জন।
আবেদন যোগ্যতা: প্রার্থীকে Diploma in Livestock ডিগ্রীধারী হতে হবে এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হবে। প্রার্থীকে অবশ্যই কঠোর পরিশ্রমী, সৎ এবং দারিদ্র কবলিত জনগােষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে হবে।
মাসিক বেতন: ২৩,৩৭৮/-টাকা (লেভেল-৪র্থ)
কর্মস্থল: উদ্দীপনের কর্ম এলাকা (কুমিল্লা, কুষ্টিয়া, চট্টগ্রাম, ঢাকা, পিরােজপুর, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, সিলেট, বগুড়া, ফরিদপুর ও যশাের)।
উদ্দীপন এনজিও নিয়োগের সুযােগ-সুবিধা : মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযােগ সুবিধাদি যেমন-কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব বােনাস (দুইটি), বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা প্রভৃতি প্রদান করা হবে।
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2022
আবেদন ফি: আবেদনপত্রের সাথে “উদ্দীপন” এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/পােষ্টাল অর্ডার/ডিডি (অফেরতযােগ্য) জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: আবেদনকারীকে সদ্যতােলা ০২ কপি পাসপাের্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্রের ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ০২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যােগাযােগের ঠিকানা মােবাইল ও ফোন নম্বর উল্লেখসহ আগামী ০৯/০৯/২০২২ ইং তারিখের মধ্যে সৈয়দ মনির হােসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন– প্রধান কার্যালয়, বাড়ী নং-০৯, রােড নং-০১, ব্লক-এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ, রিং রােড, আদাবর, ঢাকা-১২০৭ বরাবর পাঠাতে হবে অথবা UDDIPAN e-recruitment portal এ আবেদন করার জন্য অনুরােধ করা হচ্ছে।
Uddipan NGO Job Circular 2022
উদ্দীপন সংস্থার প্রয়ােজনে আবেদনকারীদের সাথে সরাসরি এবং তাৎক্ষনিকভাবে যােগাযােগ করার জন্য সঠিক মােবাইল/টেলিফোন যােগাযােগের ঠিকানা এবং খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ uddipan ngo job circular 2022 উদ্দীপন এনজিও নিয়োগ 2022, উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
Latest Job Hiring 2022 : চাকরির খবর ২০২২, কর্মসংস্থান এবং দেশের চাকরির বাজার সম্পর্কে সর্বশেষ খবর জানতে প্রতিদিন ভিজিট করুন- দেশের সর্বাধিক পঠিত চাকরির পত্রিকা Sherajobs.com ওয়েবসাইট । এছাড়াও সেরাজবস ডটকম ওয়েবসাইটের অফিসিয়াল Facebook পেইজে লাইক দিয়ে ACTIVE থাকুন।