সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংশােধিত ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
Textile Engineering College Admission Circular 2022
সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংশােধিত ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ : (Textile Engineering College Admission Circular 2022) সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংশােধিত ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর বিটিএমসি ভবন (১০ম তলা) ৭-৯ কাওরান বাজার, ঢাকা। (www.dot.gov.bd) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ৪ (চার) বছর মেয়াদি বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২১-২০২২ শিক্ষাবর্ষে লেভেল-১ এর ভর্তি বিজ্ঞপ্তি গত ২১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশ করা হয়।
সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংশােধিত ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
শিক্ষা প্রতিষ্ঠানের নাম: কলেজের নাম ও ঠিকানা
- ১। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ, মিরসরাই, চট্টগ্রাম।
- ২।পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়িয়া, পাবনা।
- ৩। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ , বেগমগঞ্জ, নােয়াখালী।
- ৪। শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সি এন্ড বি রােড, বরিশাল।
- ৫। শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আড়ুয়াকান্দি, মধুপুর বাজার, সদর, ঝিনাইদহ। 1
- ৬। ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর।
- ৭। শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গােপালগঞ্জ।
- ৮। শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচী নিম্নরূপে সংশােধন করা হলাে। আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সংশােধিত ন্যনতম যােগ্যতা
আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে অথবা নাগরিকত্ব গ্রহণসত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড হতে বিজ্ঞান বিভাগে ২০১৮ অথবা ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৪.০০ পেয়ে পাশ অথবা বিদেশি শিক্ষা বাের্ড হতে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড হতে বিজ্ঞান বিভাগে ২০২০ অথবা ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে জিপিএ ৪.০০ পেয়ে পাশ অথবা বিদেশি শিক্ষা বাের্ড হতে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।
Textile Engineering College Admission Circular 2022
এছাড়া, আবেদনকারীকে এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ ও রসায়নে আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট এবং ইংরেজিতে ৩.০০ গ্রেড পয়েন্টসহ উল্লিখিত বিষয়সমূহে মােট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৫.৫০ থাকতে হবে।
GCE ‘O’ লেভেল এবং ‘A’ লেভেল পাশ প্রার্থীদের ক্ষেত্রে GCE “O” লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫টি পেপারে গড়ে B এবং GCE ‘A’ লেভেল পরীক্ষায় Physics, Chemistry and Mathematics এ B গ্রেড পেয়ে পাশ করতে হবে। কোন বিষয়ে D ডি গ্রহণযােগ্য হবে না।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংশােধিত ভর্তি বিজ্ঞপ্তি 2022
Equivalence Certificate প্রাপ্তির জন্য বস্ত্র অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এর নিকট নগদ ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা প্রদান পূর্বক ‘o’ লেভেল এবং ‘A’ লেভেল পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপিসহ, মহাপরিচালক, বস্ত্র অধিদপ্তর বরাবরে ২০/০৮/২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
ভর্তি পরীক্ষার সংশােধিত তারিখ ও সময়সূচী
ভর্তি পরীক্ষার সংশােধিত তারিখ ও সময়সূচী: অনলাইনে ভর্তির জন্য আবেদনের সময়। ০৫/০৭/২০২২ খ্রিঃ সকাল ১০:০০টা হতে ০৮/০৯/২০২২ খ্রিঃ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ১৭/০৯/২০২২ খ্রিঃ সময়ঃ সকাল ১০:০০টা হতে ১১:২০ টা পর্যন্ত। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা যথাযথ সময়ে বস্ত্র অধিদপ্তর ও সকল কলেজের ওয়েব সাইট ও প্রকাশ নােটিশ বাের্ডে প্রকাশ করা হবে।
আজকের চাকরির খবর ২০২২ | Chakrir Khobor 2022
চাকরি প্রত্যাশীরা দৈনিক আমাদের ওয়েবসাইট থেকে এক জায়গায় সমস্ত চাকরির সার্কুলার সংগ্রহ করতে পারেন। আমরা সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও দেশের জাতীয় দৈনিক পত্রিকা থেকে নতুন নিয়োগ সার্কুলার সংগ্রহ করে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেশের সর্বাধিক পঠিত চাকরির পত্রিকা Sherajobs.com ওয়েবসাইটে প্রকাশ করে থাকি । এতে নিয়োগকর্তা ও চাকরি প্রত্যাশীগণ উভয় উপকৃত হয়। আমাদের লক্ষ্য দেশের শিক্ষিত বেকার চাকরি প্রার্থীদের কাছে সঠিক ও নির্ভুল নিয়োগ বিজ্ঞপ্তি পৌছে দেয়া । আমরা সেরাজবস ডটকম টিম নতুন বছর ২০২৩ সালের চাকরির বাজারের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বা job circular 2023 bangladesh পৌছে দিতে চাকরির খবর ২০২৩ নামে Chakrir Khobor 2023 এই পেইজটি তৈরি করেছি। তাই আপনি যদি সফল ক্যারিয়ার গড়ার স্বপ্ন পথিক হয়ে থকেন, তবে 2023 সালে চাকরির খবর ২০২৩ এই পৃষ্ঠাটি ভিজিট করতে ভুলবেন না ।