Most Read Jobs Site in Bangladesh

রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষে চাকরি

Rajshahi WASA Job Circular 2022 has been published today - Rajshahi wasa Job Circular 2022

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Rajshahi wasa Job Circular 2022 রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (রাজশাহী ওয়াসা) www.rajshahiwasa.org.bd কর্তৃক  নিম্নবর্ণিত শূন্য পদসমূহ রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে । দেশের অনেক চাকরি প্রার্থী রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষে চাকরি পেতে চায়। রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের প্রকাশিত Rajshahi wasa Job Circular 2022 বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর।

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Rajshahi wasa Job Circular 2022

আমরা মনে করি এই Rajshahi wasa Job Circular 2022– এর মাধ্যমে অনেকেই সফল ক্যারিয়ার গড়ার বড় দারুন সুযোগ পাবে। যদি রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের পদগুলোয় আবেদন যোগ্যতা আপনার একাডেমিক যোগ্যতার সাথে না মিলে থাকে,  তবুও আমরা আপনাকে হতাশ করবো না । Leading Career Management Portal in Bangladesh: Sherajobs.com ওয়েবসাইটে প্রকাশিত অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি থেকে Highest Paying Jobs in Bangladesh পেইজে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী পদে আবেদনের প্রস্তুতি নিন ।

government job circular 2022 bangladesh

এছাড়াও যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজে পেতে প্রতিদিন ভিজিট করুন দেশের সর্বাধিক পঠিত চাকরির পত্রিকা sherajobs.com ওয়েবসাইট

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১। পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল-২), (ইলেট্রিক্যাল-১), (মেকানিক্যাল-১)
পদের সংখ্যা: ০৪টি (গ্রেড-৯)
আবেদন যোগ্যতা: কোনাে স্বীকত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ওয়াটার রিসাের্স বিষয়ে অনান স্নাতক বা সমমানের ডিগ্রি; এব শিক্ষা জীবনের কোনাে স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযােগ্য হইবে না।
বেতন-স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

See also  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BMET Job Circular 2022

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022

২। পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল-৩), (ইলেট্রিক্যাল-২), (মেকানিক্যাল-১), (সিএসই-১)
পদের সংখ্যা: ০৭টি
আবেদন যোগ্যতা: কোনাে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিএসই প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী।
বেতন-স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (গ্রেড-১০)

আবেদন ফি: প্রার্থীকে ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে অর্ডার এর মাধ্যমে ৫০০/-(পাঁচশত) টাকা (অফেরতযােগ্য) জমা দিয়ে ব্যাংক ড্রাফট/পে অর্ডার এর মূলকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফরমের নির্ধারিত স্থানে ব্যাংক ড্রাফট/পে অর্ডার নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে।

রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ নিয়োগ 2022

আবেদন ফরম: রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত আবেদন ফরম এবং প্রবেশপত্র রাজশাহী ওয়াসার ওয়েবপাের্টাল  এ এবং রাজশাহী ওয়াসা, রাজশাহীর প্রশাসন শাখায় পাওয়া যাবে। আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়ােজনীয় তথ্য প্রদান করতে হবে।

আবেদনের ঠিকানা:  আবেদনপত্র আগামী ১৩ অক্টোবর ২০২২খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযােগে ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা, বাসা নং-২৮৪, সেক্টর-২ হাউজিং এস্টেট, উপশহর রাজশাহী-৬২০২ তে ডাকযােগে পৌছাতে হবে।

Rajshahi Water Supply and Sewerage Authority Job Circular

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য : রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যমতে সরাসরি কোনাে আবেদনপত্র এ কার্যালয়ে গ্রহণ করা হবে না। অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত দরখাস্তসমূহ বাতিল বলে গণ্য হবে। নিয়ােগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে।

আবেদনের সময়সীমা: আগামী ১৩ অক্টোবর ২০২২ তারিখ ।

[better-ads type=”banner” banner=”22672″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”left” show-caption=”1″][/better-ads]


দেশের সর্বাধিক পঠিত চাকরির পত্রিকা
Sherajobs.com জব পোর্টাল দেশের চাকরি প্রত্যাশী ও নিয়োগকর্তাদের সুবিধার জন্য প্রতিদিন জাতীয় পত্রিকা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ  নিয়োগ বিজ্ঞপ্তি ,  ব্যাংক, এনজিও চাকরিসহ কর্মসংস্থান এবং দেশের চাকরির বাজার সম্পর্কে সর্বশেষ খবর প্রকাশ করে। আপনি যদি চাকরি প্রত্যাশী হন তবে সর্বশেষ চাকরির খবর জানতে প্রতিদিন ভিজিট করুন – Leading Career Management Portal in Bangladesh :Sherajobs.com ওয়েবসাইট । এছাড়াও সেরাজবস ডটকম ওয়েবসাইটের অফিসিয়াল Facebook পেইজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে  join facebook group  নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট তথ্য জানতে পারবেন।

See also  Gonoshasthaya Kendra Job Circular 2022 - গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ ২০২২

Latest Job Vacancy 2022, High Paying Jobs 2022 – Free jobs online

Source The Daily Star