The news is by your side.

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : (Pally Bikash Kendra job) পল্লী বিকাশ কেন্দ্র আবারো জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

চাকরির ধরন এনজিও চাকরি
জেলা উল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের নাম পল্লী বিকাশ কেন্দ্র
ওয়েবসাইট www.pbk-bd.org
শিক্ষাগত যোগ্যতা স্নাতক
পদ সংখ্যা ০২ টি
খালি পদ ৫০ জন

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নামঃ ফিল্ড অফিসার (অভিজ্ঞ)
খালি পদঃ ২০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (বাণিজ্য বিভাগ অগ্রাধিকারযোগ্য)।
অভিজ্ঞতাঃ এনজিওতে ক্ষুদ্রঋণ ও এসএমই কার্যক্রমে কমপক্ষে ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ ৩২ বছর।
বেতন স্কেলঃ ১৬,০০০-১৮,০০০/- টাকা।

পদের নামঃ ফিল্ড অফিসার (অনভিজ্ঞ)
খালি পদঃ ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক (বাণিজ্য বিভাগ অগ্রাধিকারযোগ্য) পাশ হতে হবে।
বয়সঃ ৩০ বছর।
বেতন স্কেলঃ ১৪,০০০ – ১৬,০০০/- টাকা।

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ ২০২১

প্রার্থীদের কর্ম এলাকা হবে ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলার গ্রাম পর্যায়ে। সকল পদের প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
১ ও ২ নং পদের প্রার্থীদের বাইসাইকেল/ মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
ফিল্ড অফিসার পদে প্রার্থীদের প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অফিসে কমপক্ষে ১ মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে।

Pally Bikash Kendra Job Circular 2021
Pally Bikash Kendra Job Circular 2021

Pally Bikash Kendra Job Circular 2021

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ আবেদন ও যোগাযোগের ঠিকানাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। সূত্রঃ প্রথম আলো

See also  শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে চাকরি

ড্রাইভার পদে চাকরি দিবে, গ্রামীন সাইবারনেট লিঃ